গল্পঃ "চেক শার্ট ভ্রম "
.
পরপর দুটো স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। প্রথম স্বপ্নটা দেখলাম আব্বু আমাকে পড়াচ্ছেন। আর দ্বিতীয় স্বপ্নটাতে দেখলাম আমি আমার ছেলেকে পড়াচ্ছি।
.
প্রথম স্বপ্নটা ঠিকই আছে কিন্তু সমস্যা হলো দ্বিতীয় স্বপ্নটা নিয়ে, কেননা আমি তো বিয়েই করিনি। যাই হোক স্বপ্নে কত কিছু হয় আর এটা তো সিম্পল একটা বাচ্চা। টিউশনি করাই তাই বুঝি এমন একটা স্বপ্ন দেখলাম। তবে স্বপ্নের ছোট্ট ছেলেটা যে সুন্দর করে আমায় "আব্বু, আব্বু" ডাকছিলো তা খুব ভাল করে মনে আছে আমার।
.
স্বপ্ন স্বপ্নই তাই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ফ্রেস হয়ে নিলাম। দিনের বেলা ঘুমালে শরীর টা খুবই ম্যাজম্যাজ করে, আমারও করছে। তাই বিকেলের দিকে হাটাহাটি আর মনোরম প্রকৃতি দেখার পার্কের দিকে রওনা দিলাম।
.
এক মনে হাটছি আর দুপুরবেলা দেখা শেষ স্বপ্নটার কথা ভাবছি আর মনে মনে হাসছি এমন সময় পিছন থেকে একটা ডাক ভেসে আসলো। ছোট্ট বাচ্চার কন্ঠে "আব্বু......."।
.
আমি তো বিয়েই করিনি আর আব্বু হবো কি করে তাই ডাক টা এভয়েড করে আবার হাটা শুরু করলাম। কিন্তু এবারের ডাক টায় ছোট্ট বাচ্চাটা দ্বিরুক্তি শব্দ "আব্বুআব্বু" ইউজ করেছে। বাধ্য হয়ে ঘুরে তাকালাম।
.
ওহ শিট! আমি এ কি দেখছি! এত সুন্দরী আবার বড় মেয়েটা আমায় আব্বু বলে ডাকছে তাও আবার ছোট্ট বাচ্চার কন্ঠে। এটা কিভাবে সম্ভব! দিনের বেলাতেই ভুত-প্রেতের খপ্পরে পরলাম নাতো আবার।
.
আবার "আব্বু" ডাক। তবে ডাকটা মেয়েটা ডাকেনি। নিচের দিকে তাকিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা মেয়েটার জামা ধরে লুকোচুরি খেলছে। আব্বু ডাকের উৎপত্তি বুঝতে পারলাম, অনেক কিউট একটা বাচ্চা। আমার হবু বউ যদি সুন্দরী হয় তাহলে এমন একটা কিউট বাচ্চার বাবা আমি অনায়াসেই হতে পারবো।
.
মেয়েটা এবার মুখ খুললো- আদনান, এটা তোমার আব্বু নাতো। কাকে তুমি আব্বু ডাকছো? পঁচা ছেলে।
.
আমি একটু কাছে গিয়ে বলতে লাগলাম- দেন দেন, ডাকতে দেন, শুনতে খুব ভাল লাগছে। বিয়ের আগেই আব্বু ডাক শোনা কজনের কপালে জুটে?
- সরি ভাইয়া, আসলে আদনান আমার বোনের মেয়ে, আর ওর আব্বুর ঠিক আপনার মত একটা চেক শার্ট আছে যেটা পরে আজকে তিনি বাইরে গেছেন তাই আদনান আপনাকে ভুল করে...
- আব্বু ডেকেছে তো? আমি খুব খুশী হয়েছি।
.
ছেলেটার বয়স অনুমান করতে পারছিনা তবে তিন এর এপাশ ওপাশ হবে আরকি। আদনান এর সাথে কথা বলার জন্য এক হাটু নামিয়ে সম উচ্চতা সম্পন্ন হলাম, কোলে নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে বলতে লাগলাম- আব্বু, তোমার নাম কি?
সেও বুঝি এবার নিজের ভুল বুঝতে পেরেছে তাই কোনোও কথা না বলে আবার আন্টির জামার পিছনে লুকাচ্ছে।
.
হাটতে হাটতে কথা বলতে বলতে পার্কে ঢুকে গেলাম। পরিচিত হলাম।
.
পার্কের এক বেঞ্চে আমরা তিনজন বসে আছি। মাঝখানে আদনান, আর একপাশে আদনানের আন্টি কাশফিয়া আর অন্যপাশে আদনানের আংকেল আমু মানে আমি।
.
আদনান " আংকেল " ভাল বলতে পারলেও তার মুখে "আব্বু" ডাকটা দারুন শোনায়। এত করে জোর করলাম তবুও আর আব্বু ডাকটা শুনতে পারলাম না। বড্ড আফসোস!
.
লিখাঃ আমিম এহসান.
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4697
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:⧍⧧ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ