āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4695

অনুগল্পঃ
.
রাতুল আর অমি দুই বন্ধু। জানের জিগার না হলেও মোটামুটি ভাল বন্ধু। ইন্টারমিডিয়েট একসাথে একি কলেজ পড়েছে কিন্তু মেধার পার্থক্যে নাকি ভাগ্যের অবদানে আজ দুজন দু জায়গায়।
.
রাতুল রংপুর মেডিকেল এ পড়ছে আর অমি নিজের জেলায় সরকারি কলেজে পড়ছে। অমির মাঝে মাঝে খুব আফসোস হয় এ নিয়ে কেননা অমির খুব ইচ্ছে ছিলো ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু কি আর করার এইচ এস সি এর রেজাল্ট খারাপ হওয়ায় কোনো ভার্সিটিতেও ট্রাই করেনি অমি। তার রেজাল্ট টা জাতীয় বিশ্ববিদ্যালয়  এর জন্যই পার্ফেক্ট তাই জাতীয়তেই ভর্তি হয়েছে।
.
বাসার মানুষ আর আত্মীয়স্বজনদের কাছ থেকে এ নিয়ে অনেক কথা শুনতে হয় অমিকে। সবাইরই একি কথা- "তুইতো বুড়ো হয়ে যাবিরে অনার্স কম্পলিট করতে"। অমির বাবা মায়ের কথা নাই বলি তারা তো প্রথম প্রথম খুব বকতো তবে এখন আর তেমন কিছু বলেনা এখানেই ভাল করে পড়াশুনা করতে বলে শুধু। তাদের বকাবকি করার হক আছে কেননা ছেলেকে নিয়ে দেখা স্বপ্ন অমি নিমিষেই শেষ করে দিয়েছে।
.
রাতুল আর অমির এখন কথা হয় খুব কম।  রাতুলের তো সবসময় পড়াশুনা আর অমির তো  সারাদিন ঘুরে বেড়িয়েও ইয়ার চ্যাঞ্জ হয়না।
.
রাতুলের ফেসবুক আইডিতে সুন্দর করে স্টাডি ইন রংপুর মেডিকেল কলেজ দেওয়া আছে। অমির আইডিতে দেওয়া আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। বৈষম্য, অনধিকারটা অনলাইনেও ব্যাপ্তি পেয়েছে। রাতুল এর ফলোয়ার চেক করে দেখে অমি, শুধু মেয়ে আর মেয়ে,  রাতুল তো এক্সেপ্ট করার সময়ই পায়না। ফেসবুকে বসার যতটুকু সময় পায় ততটুকু সময় তার রাজকীয় ভাবে চলে,  চারদিক থেকে এঞ্জেল রা হাতপাখার বাতাস করে।
.
আর বেচারা অমির মেয়েদের রিকুয়েস্ট আসা তো দূরের কথা,  কোনো মেয়েকে রিকুয়েস্ট দিলে এক্সেপ্টই করেনা উলটো ফলোয়ার বানিয়ে রাখে। তবে অমির যে ফ্রেন্ডলিস্ট একদম ফাঁকা তা না। যে গুটিকয়েকটা মেয়ে আছে তাদের সাথে কথা বলা হাই হ্যালো এর মধ্যেই সীমাবদ্ধ। ন্যাশনাল ইউনিভার্সিটির সাইনবোর্ডের জন্য মেয়েদের রুচিতে বাঁধেনা অমির সাথে কথা বলার।
.
পৃথিবীটা আসলে আজব কিনা তা জানিনা তবে পৃথিবীর মানুষগুলো বড্ড আজব। কার যে কি চাওয়া কেউ বোঝেনা। জীবনটা এমনই, কিছুই করার নেই শুধু দীর্ঘশ্বাস ছাড়া।
.
লিখাঃ আমিম এহসান

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ