"গল্পের নাম টা এট্রাক্টিভ নয়"
.
লিখাঃ আমিম এহসান
.
.
লাইব্রেরি তে এক আপুর সাথে দেখা করলাম। আপু বই পড়ছে দেখে বই পড়ার পরিবেশে আমারও বই পড়ার ইচ্ছে হলো। কিন্তু লাইব্রেরি তে পড়ার মত গল্পের বই নেই। তাই ফোন বের করে পিডিএফ বই পড়া শুরু করলাম।
.
.
গল্পের নাম হলুদ হিমু এবং কালো রেব। গল্প পড়তে পড়তে গল্পের ভিতর ঢুকে হিমুর অভিনয় করছি। আপু বাই বলে চলে গেলো, আমি পড়ছিই।
.
.
আধঘন্টা পর চোখ তুললাম ফোন থেকে, আশেপাশে দেখছি সবাই বই পড়ছে। এমন সময় লাইব্রেরিয়ান এর পাশে দাঁড়ানো মেয়েটার দিকে চোখ গেলো। আরেহ এতো সেই মেয়ে যাকে এক সপ্তাহ আগে লাইব্রেরিতেই দেখেছিলাম, শেলফে বই খুজছিলো। আমি তাকে বার বার ঠিকি দেখেছিলাম সেদিন কিন্তু চোখের দিকে তাকাতেই পারিনি। মেয়েটি যে রুপকথার রাজকন্যার মত সুন্দরী তা নয় কিন্তু নজর কাড়ানো।
.
.
মেয়েটিকে দেখতে দেখতে লাইব্রেরিয়ানের দিকে চোখ গেলো, দেখছি তিনি আমায় ইশারা করে ডাকছেন, এই ছেলে এই ছেলে এদিকে শোনো...
.
.
ফোনটা পকেটে ঢুকিয়ে হাসিমুখেই তার কাছে গেলাম একটু এক্সট্রা ভাব নিয়ে, পাশে যে মেয়েটি তাই।
.
.
আমিঃ জ্বি, আমাকে ডাকছিলেন
.
লাইব্রেরিয়ানঃ কোথায় বাসা?
.
আমিঃ জ্বি, বাঁশেরহাট
.
লাইব্রেরিয়ানঃ এটা লাইব্রেরী বই নিয়ে পড়বে এখানে, ফোন টিপাটিপি করো বাইরে গিয়ে।
.
.
হারামী, মেয়েটির সামনে আমার প্রেস্টিজ নিয়ে নাড়াচাড়া করেছে এই দেখে মেয়েটি মুচকি মুচকি হাসছে। নাহ অবস্থা সামাল দেওয়া দরকার।
.
.
আমিঃ এই যে দেখেন, আমি বইই পড়ছিলাম,গল্পের নাম হলুদ হিমু এবং কালো রেব। এই বই তো লাইব্রেরি তে নেই তাই পিডিএফ ডাউনলোড করে এডবি রিডার এ পড়ছিলাম।
.
.
লাইব্রেরিয়ান কিছু বুঝলো কিনা জানিনা। আমি আবার বললাম,
.
.
-এখান থেকে অনেক আগেই আমি চলে যেতাম, কিন্তু দুইজনের জন্য যেতে পারিনি।
.
লাইব্রেরিয়ানঃ দুইজনের জন্য মানে?
.
আমিঃ একজন হলো হুমায়ুন আহমেদের হিমু আর একজন আপনার পাশে দাঁড়ানো সুন্দরী আপুর জন্য।
.
.
মেয়েটি দেখছি হাঁ করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, লাইব্রেরিয়ানও অপেক্ষাকৃত একটু ছোট হাঁ করে ছিলো।
.
.
এই বলে সালাম দিয়ে লাইব্রেরি পরিত্যাগ করলাম।
.
.
বাইরে দেখি এক ফ্রেন্ড এর ফ্রেন্ড দাঁড়িয়ে অপেক্ষা করে আছে, মেয়েটা তারই বান্ধবি। বন্ধুকে বললাম কিরে মেয়েটির নাম কি?
.
.
সে আবার দুই লাইন বেশি বুঝে উত্তর দিলো, ও আমার ফ্রেন্ডের জি এফ রে।
.
.
আমি বললাম কাহিনি ঘটছে গল্প লিখবো তাই নামটা দরকার, তবুও বলেনি। যাই হোক বিনা নামেও গল্প লিখা যায়।
.
.
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4692
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§§ā§Ž AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ