"একটি ব্যতিক্রমধর্মী প্রেমের সূচনা"
.
লিখাঃ আমিম এহসান
.
.
'আমু ভাইয়া, এইযে আমু ভাইয়া'
.
পিছন থেকে মেয়েলি কন্ঠে ডাকটা ভেসে আসলো। কন্ঠটা মোটেও চিনতে পারলামনা তাই ডাকের তোয়াক্কা না করে নিজের মত হাটা শুরু করলাম।
.
'আমু ভাইয়া......'
.
নাহ! এবার ঘুরে দেখা উচিৎ যে, ডাকলো কে! পিছন ঘুরে দেখি দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। এখনও আমি কনফিউজড যে ডাকলোটা কে! আমার কনফিউশন দূর করে দিয়ে একটা মেয়ে বলে উঠলো,
- ভাইয়া আমাকে চিনতে পারেন নি?
- হ্যা চিনেছি, তুমি সোহেলের গার্লফ্রেন্ড ইতি।
.
আমি পাশের মেয়েটার দিকে চেয়ে আছি, সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে থাকা অপরাধ নয়। কেননা কবি বলেছেন- 'তুমি সুন্দর তাই চেয়ে থাকি, একি মোর অপরাধ!' একবার নয় দুবার নয় বার বার নয় সুন্দরী মেয়েদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকাও কোনো অপরাধ নয়। আমি যদি বখাটে একটা ছেলে হতাম তাহলে এতক্ষণে গান গাওয়া শুরু করে দিতাম- 'পড়েনা চোখের পলক,কি তোমার রূপের ঝলক...'
.
মেয়েটির দিকে অবাক নয়নে চেয়ে থাকায় ব্যাঘাত ঘটিয়ে ইতি বলে উঠলো,
- ভাইয়া ও মীম, আমার বান্ধবী।
- চিনেছি, তোমার বান্ধবীর বাসা লিলিরমোড়ে তাইনা?
- হ্যা, কিন্তু আপনি কি করে জানলেন?
- লিলিরমোড়ের বৃষ্টি বিলাস বাড়িটাও তোমার বান্ধবী মীমদের, তাইনা?
- ভাইয়া, এটাতো আমি জানিনা।
.
এবার ইতির সুন্দরী বান্ধবী মীমের সাথে কথা বলা শুরু করলাম।
.
- আপনি কি করে আমাদের বাসার নাম জানলেন?
- আচ্ছা তোমার বাবার নাম মিজানুর রহমান না?
- আজব তো। আচ্ছা আপনি কি আগে থেকে আমাকে চিনতেন?
.
আশেপাশে তাকিয়ে মীমকে শেষ প্রশ্নটা করলাম,
- আচ্ছা, তোমার গলার দু আঙুল নিচে বাম পাশে একটা বড় তিল রয়েছে তাইনা?
.
মীম এর চোখগুলো মার্বেল এর থেকেও বড় আকার ধারণ করলো। ইস! মীমের চোখদুটো ভারী সুন্দর। টুপ করে প্রেমে পড়ে যাবার মত চোখ।
.
আমি মীম বা ইতিকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে আসতে লাগলাম।
.
পিছন থেকে আবার ডাক- 'এই যে শুনুন'।
.
পিছন ঘুরে শুধু এতটুকুই বললাম- 'তোমরা ঝালমুড়ি খেয়ে এসেছো কিন্তু ভুল করে ঝালমুড়ি মামাকে টাকাটাই দিয়ে আসোনি, যাও এখুনি দিয়ে আসো।
.
তারা দুজনে আগে হতবাক হবে, তারপর আমায় নিয়ে অনেক কথা বলাবলি করবে। তবে আজকে রাতে যে মীমের ফোন আসবে আমার ফোনে এটা আমি শিওর। খুব ইচ্ছে করছে মীমের হতবাক হওয়া মুখাবয়ব এর শ্রী দেখতে, কিন্তু না; মায়াই পড়ে যেতে পারি এই ভয়ে তাঁকালাম না। কেননা মায়ার জাল অনেক শক্ত, একবার এই মায়ার জালে আটকে গেলে মুক্তি পাবার পথ নেই।
.
সোহেল এর গার্লফ্রেন্ড এর সাথে আমার এক মাস আগে দেখা হয়েছিলো। কথায় কথায় সে আমায় বলেছিলো- 'ভাইয়া আপনি প্রেম করেন না কেনো'
আমি বলেছিলাম যে- 'কাউকেই মনে ধরেনা'। তুমি একটা খুঁজে দিয়ো তোঁ!
.
সেদিন বলেছিলাম যে যার সাথে প্রেম করবো, যাকে ভালবাসবো তার নাম "মীম" হলে খুব ভাল হয়। আর এরই প্রেক্ষিতে দীর্ঘ একমাস পরে ইতি মীমকে আমার কাছে নিয়ে এসেছে। অবশ্য মীমকে অনেক পছন্দ লেগেছে আমার।
.
আর বাদবাকি ইতি ও মীমের সাথে কথোপকথন, মীমের বাসার নাম, তিল এর ব্যাপারে বলা সব কথাই সাজানো, পরিকল্পিত। ইতির সাথে আগের দিনই আমার মীমের ব্যাপারে ফোনে কথা হয়েছে।
.
প্রেম আসে, পরিকল্পনা করে প্রেম হয়না কিন্তু এই পরিকল্পনাতে যদি কৌতুহলতা থাকে তাহলে সেই প্রেমটা জানার ইচ্ছায় নিজের মত করে তৈরী হয়ে আসে।
.
মীম এখন সারাক্ষণ আমায় নিয়ে ভাবছে, আমার উদ্ভট কথা বার্তা তার মাথায় প্রচন্ড গতিতে ঘুরপাক খাচ্ছে। আমার সাথে কিভাবে আবার কথা বলা যায় এরই একটা সুরাহা খুজছে।
.
ধারনা করেছিলাম আজ রাতেই মীমের ফোন আসবে, কিন্তু না আমার ধারনার মুখে ছাই দিয়ে পর পর তিন দিনও মীমের কোনো ফোন আসলনা।
.
অতঃপর চতুর্থ দিন, রাতে মীমের ফোন আসলো। তার নাম্বারটা সেভ করাই ছিলো। তাইতো ও হ্যালো বলার সাথে সাথেই আমি বললাম,
- মীম বলছো
- আপনি আমার গলা চিনলেন কিভাবে?
- সেটা তোমার শুনে কাজ নেই
- আছে, অনেক কাজ আছে, আপনি এমন কেনো?
- কেমন আবার আমি?
- আপনি আমার সাথে এমন একটা কাজ করতে পারলেন?
.
আমি ভয় পেয়ে গেলাম, কোনোওভাবে মীম জানতে পারেনি তো যে, তাকে পাওয়ার জন্য এসব কাণ্ডকারখানা সব বানানো পরিকল্পিত!
.
- কি হলো আমু সাহেব? চুপ হয়ে গেলেন যে?
- না মানে...
- কালকে আমার সাথে একটু দেখা করতে পারবেন?
- কেনো?
- আপনাকে আমার অনেক কথা বলার আছে, অনেক অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, আর আমি জানি এসব প্রশ্নের সব উত্তর কেবল মাত্র আপনিই বলতে পারবেন।
- আচ্ছা ঠিক আছে , আজকে ফোনটা কাটার আগে ওরকম একটা মাত্র প্রশ্ন করো তো, উত্তর দিতে পারি কিনা।
- আ.... আচ্ছা আমার তিলের কথাটা আপনি কি করে জানলেন?
.
কি বলবো মীমকে বুঝতে পারছিনা, অবস্থা সামাল না দিতে পারলে আমও যাবে বস্তাও যাবে।
.
- আচ্ছা মীম?
- হ্যা বলুন?
- স্বপ্ন অনেক সময় সত্যি হয়, এটা তুমি বিশ্বাস করো?
- হ্যা করি তো,
- তাহলে তোমার প্রশ্নের উত্তর আশা করি তুমি পেয়েই গেছো।
.
ফোনটা কেটে দিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে গেলাম। চোখটা বন্ধ করতেই মীম কে আমার খুব কাছে অনুভব করতে লাগলাম।
.
আসলে কাউকে ভালবাসতে বেশি সময় লাগেনা, অল্প সময়ের মধ্যে খুব ভালবাসা যায়। তবে কাউকে ভালবেসে ভুলতে অনেক সময় লাগে অনেক, তবুও ভুলে থাকা যায়না।
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4691
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§§ā§ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ