āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4690

গল্পঃ "জীবনসঙ্গিনী"
.
আজ ছুটির দিন, রিন্তিকে কথা দিয়েছি আজ বিকেলে তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হবো। তাইতো দিনের শুরু থেকেই রিন্তিকে অন্যদিনগুলোর থেকে অনেক বেশি খুশি খুশি লাগছে।
.
বিয়ের পর অফিস নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে মিষ্টি বউটাকে নিয়ে চাইলেও কোথাও বের হতে পারিনা। তাইতো ছুটির দিনগুলোতে একসাথে বাইরে ঘুরতে যাওয়া শিরোধার্য।
.
রিন্তিকে রেডি হতে বললাম, সাথে সাথেই বলা শুরু করলো,
- আচ্ছা কোন শাড়িটা পড়বো?
- যেটা তোমায় ভাল লাগে সেটাই পড়ো
- উহু, তুমি বলোনা
.
কোনো একটা শাড়ির কথা না বললে এই  দরদ মাখানো বাক বিতন্ডা চলতেই থাকবে তাই পেস্ট কালারের শাড়িটা পড়তে বললাম। দুষ্ট একটা হাসি দিয়ে চলে গেলো রিন্তি।
.
আমি রেডি হয়ে বসে আছি আর আমার সহধর্মিণী এখনও ড্রেসিং এর সামনে বসে আছে। দেখি যে এই দশ মিনিটে শুধু শাড়িটা পড়েছে আর এতক্ষণ ঘি কালারের হিজাবটা পড়ার জন্য কুস্তি করছে।
.
- হিজাব পড়বা ভাল কথা, কিন্তু এত প্যাচ দেওয়ার কি আছে শুনি?
- তুমি ছেলে মানুষ এই প্যাচ এর অর্থ তুমি বুঝবানা, সেফটিপিন টা দাও তো।
- বুঝিয়ে দিলেই তো বুঝতেছি
- আরেকটা সেফটিপিন দাও
- আচ্ছা টটাল কয়টা সেফটিপিন লাগে
- তোমার এটা জেনে কি হবে? তুমিও হিজাব পড়তে চাচ্ছো নাকি? আরেকটা সেফটিপিন দাও
- আমি পড়তে যাবো ক্যান? কেউ যদি জিজ্ঞেস করে- "অমি সাহেব, আপনার বউ হিজাব পড়তে কয়টা সেফটিপিন ইউজ করে?" তখন আমি কি বলবো শুনি?
- কে বলবে শুনি? তোমার ওই সুন্দরী কলিগটা? আরেকটা সেফটিপিন দাও
- নাহ! ওই সুন্দরী কলিগের স্বামী যদি জিজ্ঞেস করে তখন?
- স্বামী মানে? আরেকটা সেফটিপিন দাও, এটাই লাস্ট।
- উনার তো বিয়ে হয়েছে কয়েকদিন হলো
- সত্যি?
- হ্যা সত্যি, সত্যি, সত্যি
- উফফ  উনার বিয়ের কথা শুনে  আমার যে কি খুশী লাগছে।
- বিয়ে উনার খুশি তোমার!  বুঝলাম নাহ!
- তোমার বুঝে কাজ নাই, এইজন্য কয়েকদিন আগে তুমি মন খারাপ করে ছিলে, এখুনি ব্যাপারটা বুঝলাম
- রিন্তি!!!!
- কি?
- ফাইযলামি বাদ দাও
- আচ্ছা দিলাম, তুমি রেডি তো
- সেই কখন থেকে!
- তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে
- ধন্যবাদ, চলো
.
রিকশায় দুজনে বসে আছি, কিন্তু হটাৎ করে রিন্তির হাসি খুশি ভাব আর চাঞ্চলতা যে কোথায় উধাও হলো বুঝতেই পারলাম না। তবে মিনিট পাঁচেকের মধ্যে তার মন খারাপ করে থাকার অন্তর্নিহিত কারণ জানতে পেরে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছি। এটা দেখে সে বলা শুরু করলো,
- কি দেখছো
- তোমাকে দেখছি
- কেনো
- ইচ্ছে করছে দেখতে। একটা কথা বলি রিন্তি?
- বলো
- তোমাকে খুব সুন্দরী লাগছে, আমার গর্ববোধ হচ্ছে জানো
- হয়েছে থাক আর বলতে হবেনা, তা গর্ববোধ হচ্ছে কেনো শুনি?
- এই যে, আমার পাশে আমার এত সুন্দরী আর মিষ্টি একটা বউ আছে
- ফাযিল, ফেলে দিবো রিকশা থেকে
- দাও
- না দিবোনা
.
এই বলে পরম মমতায় আমার হাতটা তার হাতে জড়িয়ে নিলো। এতেই তো সুখ এতেই তো শান্তি।
.
যার সাথে শুধু সুখ গুলো নয়,  দুঃখগুলোকেও ভাগাভাগি করে নেওয়া যায়; হাসি ব্যথায় একে অপরের সহমর্মি হওয়া আর বিপদ আপদে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাবার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার নামই তো জীবনসঙ্গী অথবা জীবনসঙ্গিনী।
.
লিখাঃ আমিম এহসান.

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ