দিনাজপুরের আঞ্চলিক ভাষায় ছোট্ট একটি গল্পঃ
.
.
তিন বন্ধু মিলিয়া নদী দেখিবা গেইনো, পুনর্ভবা নদী। নদীর পানি দেখিয়া তো হামার মাথা বন বন করি ঘুরেছে। দুপুর বেলা রোইদো উঠাইছে বাফ্রে বাফ, এইলা রোইদ হামারঠে অবশ্য কিছু নাহায়। তে নদীর পাড়োত বসিয়া তিনঝনে গল্প করেছি।
.
এমন সময়ে নদীর পানি একঠে খালি উথাল পাথাল করেছে। কিছু কহিবার আগোতে সবার পত্থমে মুহে ঝাপ দিনু এতুলা পানিত। মোর দেখাদেখি ওরহাও ঝাপ দিল। এত বড় মাছ হারা বাপ জন্মেও দেখিনাই।
.
অনেকক্ষন কুস্তাকুস্তির পর মাছখানক পাড়ত উঠাইনো। মাছ না এইটা আর কিছুরে! তিন খান জুয়ান চেংরাও তাল পাছিনা মাছটার সাথে।
.
মাছখান ধরপরাইতে আছে ধরপরাইতে আছে দুইজন ঠাসি ধরি আছি, আরেকঝনক বাশ আনিবা পাঠাই দিনো। বিশাল বড় একখান বাশ নিয়া আসিল ফির ওয় কুনথাকিবা। বাশ দিয়া মাছক করিনো শায়েস্তা।
.
মাছ পাইনো ভাল কাথা কিন্তু এত বড় মাছ খানক বাড়িত আনিমো কেংকরি ভাবেছি, ভাইবতে ভাইবতে একখান গরুর গাড়ি দেখা পাইনো, দিনো চড়াই মাছক, গোটায় গাড়িত খালি মাথাটায়, নেংগুরটা গোটায় ধেধুরি ধেধুরি আইসেছে। কোনওমতে বাড়িত নিয়া আসিয়া ভাগা ফেলাইনো।
.
এই পোয়া খানিক করি ভাগত পাইছেনো আরকি।
.
.
.
.
--দিনাজপুরিয়া চেংরা আমিম এহসান.
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4685
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§§ā§Ģ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ