āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4270

ঝাঁড়িওয়ালা মেয়ে
লেখক:-হুসাইন আহম্মেদ

নীরা:এই ছেলে এদিকে আসো।
আমি:-জ্বি আমাকে বলছেন।(একটু ভয় পেয়ে)
নীরা:-তুমি ছাড়া এখানে আর কে আছে।
আমি:-জ্বি বলেন।
নীরা:তুমি প্রতিদিন এভাবে আমার পিছে পিছে আসো কেন।
আমি:-না মানে(একটু ভয়ে ভয়ে)
নীরা:-না মানে কী হ্যাঁ।কাল থেকে যেন তোমাকে আর না দেখি।(প্রচন্ড রেগে)কথাগুলো বলে নীরা চলে গেলো।
নীরার সাথে আমার পরিচয়টা হয়েছিলো একটু অদ্ভুদভাবে। আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে একদিন বিকেলে ঘুরতে বের হয়েছিলাম।সেদিন একটা কোচিংএর সামনে তাঁকে দেখেই আমার ভালো লেগে যাই।তাঁরপর বন্ধুদের মাধ্যমে ওর ব্যাপারে সব খোঁজ খবর নিই।মেয়েটি ইন্টার ফাষ্ট ইয়ারে পড়ে।আর আমি হুসাইন এবার অনার্সে ভর্তি হলাম।
দ্বিতীয় দিন:-
নীরা:-আমি না তোমাকে আমার সামনে আসতে মানা করেছি তবুও কেন এসেছো।(আমার সামনে এসে কথাটা বলল)
আমি:-আসলে আমি এই রাস্তা দিয়েই বাড়িতে যাই(একটু ভয়ে ভয়ে)
নীরা:-মিথ্যা বলেন কেন।আপনার বাসা এদিকে না।আপনি আমাকে দেখার জন্যই প্রতিদিন এদিকে আসেন সেটা আমি ভালো করেই জানি।
আমি:+সব যখন জানেন তখন রাজি হয়ে গেলেইতে পারেন।
নীরা:-বেয়াদব ছেলে মুখে মুখেতো ভালোই কথা বলতে পারো।আজকের পর যদি তোকে আর এদিকে দেখি তাহলে বাবাকে বলে পা ভেঙ্গে দিব।(কী বেয়াদব মেয়েরে একবার তুমি বলে একবার তুই বলে)এগুলো বলেই নীরা চলে গেল।নীরা প্রতিদিন এই কথাগুলো আমাকে বলে কিন্ত ও কাউকেই কিছু বলেনা।আজ তিনমাস যাবৎ আমাকে এভাবে ভয় দেখায়।কালকে ভালবাসা দিবস।কাকলে যেভাবেই হোক নীরাকে প্রপোজ করতেই হবে।পরেরদিন তার কোচিং এর সামনে দাঁড়িয়ে আছি।আসলে প্রতিদিন বাড়ি থেকে ওকে প্রপোজ করার জন্য বের হই কিন্ত ওর সামনে গেলেই ভয়ে চুপসে যাই।ওইতো নীরা আসছে।আজকে যেভাবেই হোক নীরাকে আমার ভালবাসার  কথা বলতেই হবে।নীরা আমাকে দেখে আমার কাছে এসে প্রতিদিনের মত ভয় দেখিয়ে চলে যাচ্ছিলো।আমি তখনি তাঁকে ডাক দিলাম।
আমি:-নীরা তোমার সাথে আমার কিছু কথাছিলো?
নীরা:-জ্বী বলেন।
আমি:-আমি তোমাকে।তোমার কাছে পানি আছে।
নীরা:- আমার কাছে পানি নেই আর থাকলেও আপনার মত বেয়াদব ছেলেকে কখনোই দিতাম না।
আমি এবার একটু সাহস নিয়ে বলেই ফেললাম।নীরা আমি তোমাকে ভালবাসি।
ঠাশঠাশ।আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি।মনে হচ্ছে আমার চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে।ভয়ে ভয়ে বললাম""তুমি আমাকে মারলে কেন।আমিতো আমার ইচ্ছাটা প্রকাশ করলাম এখন তোমার ভালো লাগলে রাজি হও না হলে নাই।'"""
নীরা:-একদম চুপ।আর একটা কথাবলবিতো তোর সবগুলো দাঁত ভেঙ্গে দেবো।এই কথাটা বলতে এতদিন সময় লাগে।আর দুদিন দেরি করলে আমাকে আর পেতে না।আমিও তোমাকে ভালবাসি। প্রথম প্রথম তোমাকে বিরক্ত লাগত কিন্ত একসময় আমিও তোমাকে ভালবাসতে শুরু করি।প্রতিদিন ভাবতাম তুমি আমাকে তোমার ভালবাসার কথা বলবে কিন্ত তুমি আমাকে দেখলেই ভয়ে চুপসে যাও।একনাগারে কথাগুলো বলেই থামল নীরা।
আমি:-ভালবাসো যখন তাহলে এতদিন বলোনাই কেন।
নীরা::-মেয়েরা কী আগে বলে।তুমি জানোনা মেয়েদের বুক ফাঁটেতো মুখ ফোটেনা।
আমি:-তাহলে এখন বলো।
নীরা:-ভালবাসি।
আমি:-কাকে?
নীরা:-আমার পাশে যেই গাঁধাটা দাঁড়িয়ে আছে।
আমি:-আমিও আমার গাঁধিটাকে ভালবাসি।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ