āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4264

মেয়েরা এমনি
-----হুসাইন
মিলা;-আসতে এতো দেরী হলো কেনো।(রেগে)
সেরেছেরে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো।
আমি:-রাস্তায় জ্যাম ছিলো তাই দেরী হয়েছে।
মিলা:-আমি অতকিছু জানিনা দেরি করে আসার জন্য একশোবার কান ধরে উঠবশ করবি।(তুই তুকারি শুরু করে দিছে)
আমি:-চারিদিক কত মানুষ।এত মানুষের সামনে আমি কান ধরতে পারবো না।
মিলা:-কী বললি তুই আবার বল?কান ধরতে বলছি কান ধর না হলে তোঁর একদিন কী আমার একদিন।
কী আর করার বাধ্য হয়েই কান ধরতে হলো

জানি আর কিছু বললে আরো বেশি রেগে যাবে তখন আরো বেশি সমস্যা হবে।চারদিকের লোকজন আমার দিকে এমন ভাবে তাঁকিয়ে আছে মনে হচ্ছে আজব কোন জন্তু দেখছে।এভাবে কিছুক্ষন দাঁড়িয়ে থাকার পর মিলা বসতে বললো।
মিলা:-তুমি এখন আমাকে এভাবে এড়িয়ে চলো কেনো?
(আবেগি কথা বলা শুরু করে দিছে)
আমি:-তোমাকে আবার কখন এড়িয়ে চললাম?
মিলা:-তুমি এখন আর আগের মত নেই।আমাকে ঠিকমত সময় দাওনা।আমার সাথে ঠিকমত কথা বলোনা।আমি এখন পুরনো হয়ে গেছি তাইনা।তুমি যদি চাও তোমার লাইফ থেকে আমি চলে যাবো।(কেঁদে কেঁদে?
মেয়েদের একটাই সমস্যা কিছু হতে নাহতেই কান্না শুরু করে দেয়।
আমি:-চুপ করো।কে বললো তোমাকে আমি ভুলে যেতে চাই।তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালবাসি।
মিলা আর কিছু না বলে আমার কাঁধে মাথা রাখলো।আমি জানি মেয়েটা একটু বেশিই অভিমানি তাই একটু ভালবাসার কমতি হতেই অভিমানি কথা বলতে শুরু করে দেয়।আমি যতটা ওকে ভালবাসি ও আমাকে তাঁর চাইতেও বেশি ভালবাসে।
মিলা:-আমাকে এভাবে সারাটা জীবন তোমার করে রাখবেতো।
আমি:-রাখবো না।(দুষ্টুমি করে)
মিলা:-কী বললে আবার বলো।আমাকে ছেড়ে কোথাও গেলে তোমার হাত পাঁ ভেঙ্গে দিবো।(কোমরে হাত দিয়ে)
আমি:-সরি সরি আমি দুষ্টমি করে বলছি।কোমর থেকে হাতটা নামাও।
মিলা আর কিছু না বলে আমার হাতটি শক্ত করে চেপে ধরলো।জানি এই হাত কখনো ছুটে যাবেনা।আমি চাইলেও ও ছুটতে দিবেনা।
দুর আকাশে সুর্যটা ডুবে যাচ্ছে।পাখিরা সব ঘরে ফিরতে শুরু করেছে।ভালবাসার মানুষটি পাশে থাকলে মনে হয় সব কিছুই সুন্দর লাগে।ভালো থাকুক প্রতিটা ভালবাসা।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ