গল্পের কোন নাম জানা নেই
লেখক:-Hosain Ahmed
ঠাস ঠাস
শিমুল:-এটা কী হলো আপনি আমাকে চড় মারলেন কেনো?(একটা মেয়ে চড় মেরেছে)
মেয়েটি:-আপনি আমার গায়ের উপর পরলেন কেনো।মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছা করে।
শিমুল:- দেখুন আপনি ভুল করছেন আমি আপনার গায়ে হাত দিইনি।আপনি অযথা ভু্ল বুঝতেছেন।পাশ থেকে বুড়ো বয়সি একজন লোক বলো--*
লোকটি:-দেখো মানুনি এই ছেলেটার কোন দোষ নেই।আমি বুড়ো মানুষ বাসের ঝাঁকি না ঠেকাতে পেরে তোমার গায়ের ওপর পড়ে গেছি।লোকটির কথাশুনে মেয়েটির রাগি চেহারা নিমেষেই কালো হয়ে গেলো।
শিমুল আর কিছু না বলে দাঁড়িয়ে থাকলো।আজ সে প্রথম তাঁর প্রিয় মানুষটির সাথে দেখা করতে যাচ্ছে।শিমুল যেই মেয়েটিকে ভালবাসে তাঁর নাম শিমু।তাঁদের পরিচয় ফেসবুক নামক নীল সাদার দুনিয়াই।শিমুল তখন নতুন ফেসবুক খুলেছে।অচেনা পরী নামে একটা আইডি সে দেখতে পাই।আইডিটা ঘুরে তাঁর ভালো লাগে।তাঁরপর রিকোয়েস্ট পাঠায়।।শিমুও তখন ফেবুতে ছিলো।কিছুক্ষণের মধ্যেই রিকোয়েস্ট এপছেট হয়।শিমুলই প্রথমে মেসেজ পাঠায়
শিমুল:-হাই
শিমু:-হাই।
সেদিন তাঁরা দুজন দুজনার সম্পর্কে অনেক কিছু জেনে নেয়।আস্তে আস্তে তাঁদের কথা বাড়তে থাকে।এভাবে কেটে যাই তিনটি মাস।দুজন দুজনাকে সবকিছু শেয়ার করতো।একসময় দুজন দুজনাকে ভালবেসে ফেলে কিন্ত কেউ কাউকে বলতে পারেনা।একদিন শিমুল তাঁকে প্রপোজ করে বসে।শিমুও রাজি হয়ে যাই।দুজন ফোন নাম্বার আদান প্রদান করে।ফোনে কথাবলার পাশাপাশি ফেবুতে চলতে থাকে তাঁদের কথা।আজ তাঁদের ভালবাসার একবছর পুর্ন হবে তাই তাঁরা আজ দেখা করবে।
শিমুল বাস থেকে নেমে একটা রিক্সা নিলো।শিমু বলেছিলো বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে ৫ মিনিটেই পার্কে যাওয়া যাই।শিমুল রিক্সা করে যাচ্ছে আর ভাবছে তাঁর প্রিয় মানুষটি কী তাঁর স্বপ্নে সাঁজানো মানুষের মত হবে।কিংবা শিমু কী তাঁকে পছন্দ করবে।এক প্রকার ভয় নিয়েই সে পার্কে ঢুকলো।পার্কে ঢুকে শিমুকে ফোন দিলো।
শিমুল:-কোথায় তুমি?
শিমু:-আমি ভিতরের দিকে একটা বট গাছের নিচে বসে আছি তুমি সেখানো আসো।শিমু ফোনটা রেখে সামনের দিকে তাঁকাতেই দেখলো একটা বটগাছ।সে আস্তে আস্তে বট গাছের দিকে এগোচ্ছে আর তাঁর হাটবিট বাড়ছে।বটগাছের নিচে গিয়ে দেখলো একটা মেয়ে বসে আছে।সে মেয়েটির পিছন দিকে থাকার কারণে মেয়েটিকে ঠিকমত দেখতে পাচ্ছেনা।সে মেয়েটির সামনে গেলো।মেয়েটির সামনে যেয়ে সে চমকে ওঠলো এতো বাসের সেই মেয়েটি।মেয়েটিও তাঁকে দেখে দাঁড়িয়ে গেলো।
শিমুল:-আপনি এখানে?
শিমু:-আমারও একই প্রশ্ন আপনি এখানে।
শিমুল:-আমি এখানে যাই করি তাতে আপনার কী।যতসব।এসব বলে শিমু্ল ওখান থেকে চলে গেলো।একটু দুরে গিয়ে আবার শিমুকে ফোনদিলো।
শিমুল:-তুমি কোথায়।
শিমু:-আমিতো বট গাছের নিচেই দাঁড়িয়ে আছি কিন্তু তুমি কই।শিমুল আবার বটগাছের নিচে গিয়ে দেখলো ওখানে শুধু ওই মেয়েটিই বসা।শিমু্লের আর বুঝতে বাকি রইলো না এই মেয়েটিই শিমু।শিমু আবার মেয়েটির সামনে গেলো।মেয়েটির কাছে গিয়ে সে বললো--
শিমুল:-আপনিই কী শিমু।
শিমু:-হ্যাঁ।কিন্তু আপনি আমার নাম জানলেন কী করে।
শিমুল:-আমি শিমুল।
শিমু:-তু তু তুমি শিমুল।শিমু কী বলবে ভেবে পাচ্ছেনা।সে কীনা বিনা দোষে শিমুলকে চড় মারলো।ছিঁ।সে নিজেই নিজেকে গালি দিচ্ছে।
কিছুক্ষণ নিরবতা।শিমুই নিরবতা ভেঙ্গে বলতে শুরু করলো-
শিমু:-বাসের ব্যবহারের জন্য সরি।আমাকে ক্ষমা করে দাও।
শিমুল:-বাসের মধ্যে যা ঘটেছে সেটা একটা দুরঘটনা।এসব নিয়ে এখন আর কিছু না বলাই ভালো।চলো ওদিকে বসি।
শিমু শিমুলের কথা শুনে অবাক না হয়ে পারলো না।বাসের মধ্যে ওমন ব্যবহার করার পরেও সে তাঁর সাথে ভালো ব্যবহার করছে।
শিমু :-চলো বসি।
আবার কিছুক্ষন নিরবতা।
শিমু:-তোমার কাঁধে মাথা রাখতে পারি।
শিমুল:-অনুমতি নেবার কী আছে।
শিমু আর কিছু না বলে শিমুলের কাঁধে মাথা রাখলো।
শিমুল:-ভালবাসি।
শিমু:-কাকে?
শিমুল:-আমার পাশে যে বসে আছে।
শিমু:-আমিও ভালবাসি।
শুরুহলো আরেকটি ভালবাসার গল্প।
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4263
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ēā§ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ