কালো মেয়ে
লেখক:-Hosain Ahmed(অভিমানি ছেল)
-
রাতুল তখন সবেমাএ ইন্টার ফাষ্ট ইয়ারে ভর্তি হয়েছে।বন্ধুদের সাহায্য নতুন ফেসবুক খোলে। ফেবুতে অনেক বন্ধু বানায়।বরাবরের মত একদিম রাতেও সে ফেসবুকে সবাইকে এড দিচ্ছে।ভোরের কুয়াশা নামক একটা আইডি দেখে তাঁর অনেক ভালো লেগে যাই।আইডিটা ছিলো একটা মেয়ের।আইডিতে কোন ছবি দেওয়া ছিলোনা।সে রিকোয়েস্ট পাঠায়।কিছুক্ষণের মধ্যে এপছেটও হয়।রাতুল তখন ঘুমাতে যাবে তাই সবাইকে গুড নাইট জানাই।সে ফেসবুক অফ করতে যাবে তখন দেখতে পাই ভোরের কুয়াশা আইডি থেকে মেসেজ আসে।
ভোরের কুয়াশা:-এত তাঁড়াতাড়িই গুড নাইট।
রাতুল:- আমি এত তাঁড়াতাঁড়িই ঘুমাই।আপনি কখন ঘুমাবেন।
ভোরের কুয়াশা:-এইতো কিছুক্ষণ পরে।
এভাবেই তাঁদের মধ্যে কথা শুরু হয়।সেদিন দুজন দুজনার সম্পর্কে অনেক কিছু জেনে নেয়।মেয়েটির নাম ছিলো রুপা।তাঁরা পাশাপাশি থানাতে থাকতো। দুজনেই ইন্টার ফাষ্ট ইয়ারে পড়তো।আস্তে আস্তে রাতুল আর রুপার কথা বলার পরিমাণ বাড়তে থাকে । সেটা শুধু ফেবুতে।এভাবে কেটে যাই তিনটি মাস।এখন তাঁরা খুব ভালো বন্ধু।দুজন দুজনাকে অনেক কেয়ার করতো।রুপ সবসময় একটু বেশিই কেয়ার করতো রাতুলের।দুজন দুজনার সবকিছু শেয়ার করতো।একদিন রাতুল রুপার কাছে ছবি চাই কিন্তু রুপা দিতে রাজি হয়না।এভাবে প্রায় প্রতিদিন রাতুল রুপার কাছে ছবি চাইতো কিন্তু রুপা দিতো না।কারণ রুপা দেখতে খুব একটা সুন্দরী না।আর খুব স্মাটও না।একদিন রাতুলের জেদের কাছে হার মেনে রুপা ছবি দেয়।ছবি দেওয়ার পর রুপা তাঁর ফেসবুক আইডি ডিএকটিভেট করে দেয় কারণ সে জানে রাতুল তাঁর ছবি দেখার পর তাঁর সাথে আর কথা বলবেনা।অন্যদিকে রাতুল রুপার ছবিটা খুব ভালো করে দেখতে থাকে।রুপা দেখতে কালো তবে তাঁর চেহারাই একধরনের মায়া আছে যা রাতুলকে রুপার প্রেম ফেলে দেয়।ছবিটা দেখা শেষ হলে রাতুল আবার ফেবুতে যায়।ফেবুতে গিয়ে দেখে রুপার আইডি ডিএকটিভেট।সে বুঝতে পারে রুপা কেনো এমনটা করেছে।রাতুল মনে মনে সিদ্ধান্ত নেয় কালকেই রুপার কলেজের সামনে যাবে এবং তাঁর ভালবাসার কথা বলবে।এসব ভাবতে ভাবতেই রাতে ঘুমিয়ে যাই।অপরদিকে রুপা সারারাত কাঁদতে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে"হে আল্লাহ তুমি আমাকে কেনো এমন কালো বানালে"এসব বলতে থাকে আর কাঁদতে থাকে।
-
এখন সকাল ৯টা।রাতুল দাঁড়িয়ে আছে রুপার কলেজের সামনে।রাতুলের চোখ শুধু রুপাকে খুঁজে বেড়াচ্ছে কিন্ত রুপাকে কোথাও দেখতে পাচ্ছে না।আরো কিছুক্ষণ পরে দেখতে পায় রুপা আসছে।চোখগুলো লাল হয়ে আছে হয়ত সারারাত কেঁদেছে।সে দৌঁড়ে রুপার সামনে যাই।রুপা রাতুলকে দেখে ভুত দেখার মত চমকে ওঠে।একদৃষ্টিতে রাতুলের দিকে তাঁকিয়ে থাকে।রাতুলও রুপার দিকে তাঁকিয়ে থাকে।রাতুল রুপার বান্ধবীদের বলে আপনারা একটু ওদিকে যান আমি ওর সাথে কথা বলতে চাই।রুপার বান্ধবীরা চলে গেলে রাতুল বলতে শুরু করে
আমার সাথে ওদিকটার পার্কে যাবে
রুপা কী বলবে ভেবে পায়না।রাতুল রুপার উওররের অপেক্ষা না করে রুপার হাত ধরে টেনে নিয়ে যাই পার্কের মধ্যে।
দুজনে এখন বসে আছে পার্কের মধ্যে।
রাতুল:-আইডি ডিএকটিভেট করেছো কেনো।
রুপা:-ইচ্ছা হয়েছে তাই।
রাতুল:-তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি।তোমার সাথে কথা না বলে থাকতে আমার কত কষ্ট হয় সেটা তুমি বোঝনা।
রুপা:-আমার মত কালো একটা মেয়ের জন্য তোমার কেনো কষ্ট হবে।আমিতো---
রাতুল রুপার মুখ চেপে ধরে বলতে থাকে""'
এই কালো মেয়েটাকেই আমি আমার বউ বানাতে চাই। তুমিকী হবে আমার বউ?"""
রুপা কী বলবে বুঝতে পারেনা।সেকী স্বপ্ন দেখছে নাকি সত্যি।তাঁর দুচোখ দিয়ে পানি ঝরছে।
রাতুল:--হবেনা আমার বউ।
রুপা:-কখনো ছেড়ে যাবেনাতো।
রাতুল:-ছেড়েই যেতে চাইতাম তাহলে কালকে তোমার ছবি দেখার পর আজ এখানে আসতাম না।
রুপা আর কিছু না বলে রাতুলের বুকে মুখ লুকিয়ে আল্লাহর কাছে পরম শুকরিয়া জানাই।রাতুলও রুপাকে জরিয়ে ধরে।রুপা কাঁদছে তবে এই কাঁন্না সুখের কান্না।
ভালো থাকুক তাঁরা।আপনার ওদের জন্য দোয়া করবেন।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ