āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4253

কাল্পনিক ভালবাসা
-
-
টিং টিং টিং
ফোনটা কেটে দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম
টিং টিং টিং
এবার ফোন রিচিভ করে তুমুল এক ঝাড়ি দিলাম।(নাম্বারট
া না দেখে)
আমি:-কোন হালারে এত সকালে আমার ঘুমের বারোটা
বাজালো।
রিধি:-ওই তুই কী বললি আবার বল(কন্ঠটা শুনে আমার
ফেটে গেছে)
আমি:-কই জানু কিছুই বলনি।বলছি তুমি কী করো।
রিধি:-আমাকে বয়রা ভাবিস না।আমি ঠিকই শুনেছি আজ
কলেজে আয় তোর একদিন কী আমার একদিন।
আমি:-সরি জানু নাম্বারাটা না দেখেই এসব বলেছি।সরি
রিধি:-তুই আধা ঘন্টার মধ্যে কলেজে আয়।
এই বলেই রিধি ফোনটা কেটে দিলো।
আমি মনে মনে ভাবছি আজ আমার কপালে শনি আছে।
এখন তাঁড়াতাঁড়ি ওঠে কলেজে যেতে হবে।
৪০ মিনিট পর।
আমি:-জানু কী করো।(রিধির পাশে বসতে বসতে)
রিধি:-তোকে উপরে পাঠানোর ব্যবস্থা করছি।
আমি:-জানু আমাকে উপরে পাঠালে তুমি কেমনে থাকবা।
রিধি:-সকালে তুই আমাকে কী বলেছিলি সেটা আবার
বল।
আমি:-সরি জানু আর এমন হবেনা।এই দেখো কান ধরছি।
রিধি:-ওই আমার কান ধরেছো কেনো।তোমার কান ধরো।
কিছুক্ষণ কারো মুখে কোন কথা নেই।রিধিই নিরবতা
ভেঙ্গে বললো--
রিধি:-আমাকে এখন আর ভালো লাগেনা তাইনা।
(অভিমানি কন্ঠে)
আমি:-হ্যাঁ ভালো লাগেনা।(রাগানোর জন্য বললাম)
রিধি:-সত্যিই আমাকে আর ভালো লাগেনা।(চোখ দিয়ে
পানি পড়ছে)
আর রাগানোর দরকার নেই।ও কাঁদলে আমারো খুব কষ্ট হয়।
আমি:-আরে আরে কাঁদছো কেনো।আমি আমার
পাগলিটাকে অনেক ভালবাসি।(চোখের পানি মুছে
দিয়ে)
রিধি আর কিছু না বলে আমাকে জরিয়ে ধরলো।আমিও
পরম আদোরে জরিয়ে ধরলাম।
---আমি কিন্তু দেখে ফেলেছি----
আমি রিধি দুজনেই এমন কথা শুনে লজ্জা পেয়ে গেলাম।
পিছনে তাঁকিয়ে দেখি আমার ফাজিল বন্ধুটা দাঁড়িয়ে
হি হি করে হাঁসছে।
আমি:-দিলিতো সুন্দর একটা মুহুর্ত নষ্ট করে।আজ তোর
খবর আছে।এই বলে রাসেলের দিকে ছুটলাম আমি।আমি
রাসেলকে ধরার চেষ্টা করছি।আমার আর রাসেলের
পাগলামি দেখে রিধি হাঁসছে।আমিও হাঁসছি।
-
-
-
লেখক:-অভিমানি ছেলে

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ