*****ভালবাসার রংধনু******
-
আজকের রাতের আকাশটা বড্ড বেশিই সুন্দর লাগছে।চাঁদ তাঁর সম্পুর্ণ আলো পৃথিবীর বুকে ঢেলে দিচ্ছে।এখন যদি রুপা আমার পাশে থাকতো তাহলে দুজনে মিলে জ্যোৎস্না বিলাশ করা যেতো।রুপাকে একটা ফোন দিই।যেই ভাবা সেই কাজ
টিং টিং টিং
আমি:-হ্যালো
।
রুপা:-বলো।
আমি:-কী করো।
রুপা:-ছাদে বসে চাঁদ দেখি তুমি।
আমি:-আমিও চাঁদ দেখি।এখন যদি তুমি আমার পাশে থাকতে তাহলে খুব ভালো হতো।
রুপা:-আমারো সেটা মনে হচ্ছে।আমাদের বাড়িতে আসতে পারবে এখন?
আমি:-তোমার মাথা খারাপ না পেট খারাপ এখনরাত ১২টা বাজে।এতরাতে তোমার বাড়িতে গিয়ে ধরা খেলে আমার ইজ্জতের বারোটা বেজে যাবে।
রুপ:-প্লিজ একটু আসো ১০ মিনিট থেকেই চলে যেয়ো।
আমি:-প্লিজ বোঝার চেষ্টা করো।
রুপা:-আমি অতকিছু জানিনা এখন তোমাকে আসতেই হবে।তুমি না আসলে আমি সারারাত ছাদে বসে থাকবো।বাই।
আমি:-শোন---টুট টুট
ফোনটা কেটে দিছে।এখন যে কী করি।কেনো যে এই মেয়ের সাথে প্রেম করতে গিয়েছিলাম।আমি না গেলে নিশ্চিত সারারাত ছাদে বসে থাকবে তাই ইচ্ছা না থাকলেও যেতে হবে।ও সরি আপনাদের কাছেতো আমাদের পরিচয় দেওয়া হয়নি।আমি হুসাইন এবার অনার্স ১ম বর্ষে পড়ি।আর এত সময় যার সাথে কথা বলছিলাম ও রুপা।এবার ইন্টার ১ম বর্ষে পড়ে।আমি ওকে যতটুকু ভালবাসি ও আমাকে তাঁর থেকেও বেশি ভালবাসে।
ফোনটা হাতে নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়লাম।আমার আর রুপাদের বাড়ি একই গ্রামে।আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে ৭ মিনিট সময় লাগে।রাস্তা দিয়ে হাঁটছি আর চারপাশে বারবার তাঁকাচ্ছি কারণ রাতে কুকুরগুলো মানুষকে দেখলে দৌড়ানি না দিয়ে ছারে না।রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছে।হাঠাৎ মনে হলো আমার পিছন পিছন কে যেনো আসছে।পিছনে তাঁকিয়ে দেখি কয়েকটা কুকুর আমার পিছন পিছন আসছে।দৌড় দিবো কী দিবোনা ভাবছি।এত ভেবে কাজ নেই দিলাম এক দৌড়।এক দৌড়ে রুপাদের গেটের সামনে। রুপাকে ফোন দিলাম।রুপা বললো গেট খোলা আছে ছাঁদে চলে আসো।ছাঁদে গিয়ে দেখি রুপা বসে আছে।আমি গিয়ে ওর পাশে বসে পড়লাম। মনে হলো রুপা আমার দিকে তাঁকিয়ে চমকে ওঠলো।
রুপা:-তোমার পাঁ কাটলো কী ভাবে।
আমি পায়ের দিকে তাঁকিয়ে দেখি রক্ত বের হচ্ছে।রুপা বললো তুমি বসো আমি স্যাভলন নিয়ে আসি।রুপা ঝড়ের বেগে চলে গেলো আবার ঝড়ের বেগে চলে আসলো।আমার পায়ে একটু স্যাভলন লাগাতেই মনে হচ্ছে পাঁ পুরে যাচ্ছে।রুপা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলো।
রুপা:-একটু সাবধানে চলাফেরা করতে পারোনা।যদি বড় কিছু হয়ে যেতো।
আমি:-আরে তেমন কিছু হয়নিতো।কুকুরের দৌড়ানি খেয়েছি।
আমার কথা শুনে রুপা হেঁসে ওঠলো।আমি ওর দিকে অপলক দৃষ্টিতে তাঁকিয়ে আছি।মনে মনে ভাবছি এত সুন্দর করে কেউ হাঁসতে পারে সেটা ওকে না দেখতে বুঝতাম না।আমার এভাবে তাঁকিয়ে থাকা দেখে রুপা মনে হয় একটু লজ্জা পেলো।
আমি রুপাকে বললাম তোমার কোলে মাথা রাখি।
রুপা:-এটাতে আবার অনুমতি নেবার কী আছে।
আমি আর কিছু না বলে রুপার কোলে মাথা রাখলাম।রুপা আমার মাথায় বিলি কেটে দিচ্ছে আর আমি এক দৃষ্টিতে রুপাকে দেখছি। জানি এদেখা কোনদিন শেষ হবার নয়।
-
লেখক:-হুসাইন আহম্মেদ(অভিমানি ছেলে)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4250
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ē⧍ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ