অফিসের সহকর্মীদের সাথে যাচ্ছিলাম বনভোজনে। কিন্তু মাঝ রাস্তায় বস বললো, আপনাকে চাকরীচ্যুত করা হলো। আপনি বাস থেকে নেমে যেতে পারেন!
আমার মাথায় আকাশ ভেঙ্গে পরলো! আমি জানতে চাইলাম, বস আমার ভুল টা কী তা জানতে পারি?
বস বললো, আপনাকে পরে জানানো হবে।
মুহূর্তে ই যেনো গায়ের জোর সব শীতল হয়ে গেলো। আমার ভুল টা কী তা ই বুঝতে পারছি না। সহকর্মীরা আমার দিকে হা করে তাকিয়ে রইলো।
বাসায় এসে বৌকে বলার পর সে বললো, আল্লাহ্ যা করে ভালোর জন্য ই করে।
ঝারি দিয়ে বললাম, তা ম্যাম এখন সংসার টা চলবে কীভাবে? বাসা ভাড়া, বিদ্যুৎ বিল। এই বিল সেই বিল। কোথা থেকে আসবে শুনি?
ইলমা কিছুক্ষণ ভেবে বললো, এতো কিছু তো জানি না। তবে আল্লাহ্ যা করে ভালোর জন্য ই করে।
খুব রাগ হচ্ছে! জানি না চাকুরী যাওয়ার মাঝে ইলমা ভালো কী দেখলো?
আমি মন খারাপ করে সোফায় বসে রইলাম। আমার জন্য চিংড়ি মাছের তরকারি রান্না করতে ইলমা রান্নাঘরে গেলো। কিছুক্ষণ পর শুনলাম ইলমার চিৎকার! আমি দৌড়ে গিয়ে দেখলাম ইলমার পা কেটে গিয়েছে দা'য়ে পা পরে!
আমি ইলমাকে কোলে নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামছি, হাসপাতালে যেতে হবে। হাসপাতাল বাসার সামনে ই। কী অদ্ভুত কারবার! ইলমার পা থেকে রক্ত ঝরছে আর সে ঐ অবস্থাতে ই আমার কপালে হাত রেখে বললো, চিন্তা করছেন কেনো? সামান্য পা ই তো কেটেছে। তাছাড়া আল্লাহ্ যা করে ভালোর জন্য ই করে।
আমার রাগ উঠলো। মন চাচ্ছে কোল থেকে মাঠিতে ফেলে দিই! পা কেটে গিয়েছে, রক্ত ঝরছে অবিরত! আর সে আমার বিস্মিত চেহারা দেখে বলে, আল্লাহ যা করে ভালোর জন্য ই করে!
হাসপাতালে নেওয়ার পর ইলমার পায়ে ব্যান্ডেজ করা হলো। মেয়েটার তবু ও হাসি-মুখ! বেডে শুয়ে আছে। আমি ইলমার হাত টা ধরে কিছু বলতে যাবো তখন ই ইলমা বললো, আল্লাহ্ যা করে ভালোর জন্য ই করে। দেখবেন পা কাটার কোনো ভালো ফল আছে।
কথা টা বলে শেষ করতে পারলো না ইলমা। সাথে সাথে ঠাস করে একটা বোম ফুটবার আওয়াজ শুনলাম। হাসপাতালের সবাই দৌড়ে বাহির হলো। সঙ্গে আমি ও। এ কী! আমাদের বাসাতে ই তো বোম ফুটলো!
দুই মিনিটে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেলো! আমি দৌড়ে আবারো ইলমার কাছে এসে বললাম, তোমার পা কাটার ফল হলো বাসা পুড়ে ছাই হয়ে যাওয়া, বোমের আগুনে না?
ইলমা হলো আরেক বোম! সে এখন ও হাসছে। মনে হলো খুব খুশি! আমাকে বললো, কাছে আসো। তোমার কপালে একটা চুমু পাওনা আছে!
আমি ডানে-বামে তাকিয়ে দেখলাম কেউ নেই! মেয়েটার মাথায় সমস্যা হয়ে গেলো? ঐ দিকে আমাদের ঘাট পালঙ সব পুড়ে ছাই হয়ে গেলো আর আমার নাকি চুমু পাওনা আছে! রাগ হলো খুব আবারো।
কেবিনের দরজা বন্ধ করে তবু ও কাছে গেলাম। ইলমা আমার হাতে ধরে বললো, আমার পা কাটার ফল তো আমি পেয়ে গিয়েছি।
আমি ঝারি দিয়ে বললাম, তা কী পাইছেন?
ইলমা ভেঙচি দিয়ে বললো, এই যে আপনাকে! আমার যদি পা টা না কাটতো তাহলে অবশ্য ই আপনি আমাকে হাসপাতালে নিয়ে আসতেন না। আর আমরা দুজনে বাসাতে ই থাকতাম এই সময়, ঠিক?
তাহলে তো আমরা ও পুড়ে ছাই হয়ে যেতাম। তাই না? আমরা হাসপাতালে ছিলাম বলে বেঁচে গিয়েছি না? আপনাকে জীবিত পাওয়ার চাইতে পা কাটার ফল আর কী হতে পারে শুনি? আর আমাকে কোলে করে এই মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য আপনার চুমু পাওনা বুঝছেন?
আমি কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলাম। ভেবে দেখলাম কথা টা তো ঠিক ই আছে। ভাবতে না ভাবতে ই ফোন এলো। তাকিয়ে দেখি এক বন্ধুর ফোন। ফোন টা তুলতে ই সে লম্বা করে বললো, দোস্ত।
আমি অবাক হয়ে বললাম, কী?
সে লম্বা লম্বা শ্বাস নিয়ে বললো, তুই বেঁচে আছিস? তুই না অফিসের সবার সাথে পিকনিকে গেলি?
আমি বললাম, তা পিকনিকে গেলে ই মানুষ মারা যায়?
হারামী টা ঝারি দিয়ে বললো, ক্যামনে বেঁচে আছিস? তোর অফিসের বাস না কিছুক্ষণ আগে আরেক বাসের সাথে সংঘর্ষে ওলটপালট হয়ে গেলো? সবাই ই তো মারা গেলো! আমি মাত্র টিভি তে দেখলাম!
আমি ফোন টা কেটে ই হাসপাতালের টিভিটাতে গিয়ে চোখ রাখলাম। হ্যাঁ খবর টা তো সত্যি ই! ফের ইলমার কাছে গিয়ে ব্যাপার টা বললাম। ইলমা ভেঙচি দিয়ে বললো, দেখছো আল্লাহ্ যা করে ভালোর জন্য ই করে? তোমার চাকুরী না গেলে তো তুমি ও এখন ঐ বাসে ই থাকতে আর তুমি ও... বেঁচে থাকলে আরো অনেক চাকুরী করতে পারবে।
বলে শেষ করতে পারলো না ইলমা। আমি ইলমার মুখ বন্ধ করে বললাম, আল্লাহ্ যা করে।ভালোর জন্য ই করে। এখন আমার পাওনা টা দাও।
আল্লাহ্তে বিশ্বাস
লেখকঃ- সিয়াম আহমেদ জয় (গান গবেষক)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4206
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ŧ:ā§Ģā§Ļ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ