ব্রেকআপের কিছুদিন পর মেয়েটি
ছেলেটিকে অনলাইনে দেখতে পেয়ে
.
--কেমন আছো বাদল-(নুসরাত)
--এই তো আল্লাহ্ যেমন রাখে, তুমি?-(বাদল)
--আছি,অনলাইনে আসো না যে? -(নুসরাত)
--তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর অনলাইনের
প্রতি যৃনা তৈরী হয়েছে তাই আসিনা,
-- আচ্ছা আমি তোমার সাথে কিছুক্ষন চ্যাট করতে
পারি-(নুসরাত)
--না-(বাদল)
--কেন-(নুসরাত)
--মনে আছে তুমি আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার
আগে কতক্ষন চ্যাট করেছিলে?আর তুমি লাস্ট টাইম
আমায় কি দুঃসংবাদ দিলে,তখন থেকে অনলাইনে চ্যাট
করাটাই ছেরে দিয়েছি,-(বাদল)
--তোমার টাইম লাইনে এত কষ্টের পোস্ট কারন কি?(নুসরাত)
--কারনটা তোমার ভালোই জানার কথা-(বাদল)
--হুম জানি তবে আগে তো তোমার টাইম লাইনে এত
কষ্টের পোস্ট দেখিনি তাই একটু অভাগ হচ্ছি-(নুসরাত)
-- অবাগ হওয়ার কি আছে? আগে তুমি ছিলে তাই
আমার কোন কষ্ট ও ছিল না এখন তুমি নাই কষ্টগুলো
আমায় ঘিরে ধরেছে,তাই একটু আটটু নিজের টাইম
লাইনে প্রকাশ করি-(বাদল)
--আজব তো টাইম লাইনে লিখলে কি কষ্ট কমে যাবে?-(নুসরাত)
--একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে বলবা?-(বাদল)
--হুম বলো-(নুসরাত)
--আচ্ছা তুমি আমায় ছেরে চলে গেলে কেনো? আমি
তো সবসময় তোমার সুখের জন্য যা চাইতে তাই দিতাম যানি হয়তবা আমার প্রশ্নের উত্তর যানা নাই তোমার, কারন তুমি তো কখনো আমাকে মনে প্রানে
ভালোবাসতে পারোনি,ফেইসবুক রিলেশন বলে আমার
ভালোবাসার সাথে প্রতারণা করেছো, নতুন মানুষটার
সাথে নিচ্ছয় অনেক সুখেই আছো?-(বাদল)
--হুম-(নুসরাত)
--জানো! তুমি চলে যাওয়ার পর অনেক কেঁদেছি, তবে এখন আর কাঁদি না, মনে মনে ভাবি আমার কষ্ট গুলো
যদি কখনো বুজতে পারতে তাহলে কখনো আমাকে
ছেরে যেতে না-(বাদল)
--এখনো কি পাগলের মতো হাসো?-(নুসরাত)
--না-(বাদল)
--সে কি তুমি তো কোন কারন ছারাই পাগলের মত
হাসতে-(নুসরাত)
---কারন তখন তুমি ছিলে পুরো পৃথিবীটা আমার ছিল
হাসার কোন কারন লাগত না,এখন তুমিও নাই হাসতেও
ভুলে গেছি :-(-(বাদল)
---সত্যি আমি অনেক বড় ভুল করেছি এবং অনেক বড়
অন্যায় করেছি তোমার সাথে,একটা মানুষের নিস্পাপ
ভালোবাসা নিয়ে খেলা করেছি, ক্ষমা করা যায়না
আমাকে? -(নুসরাত)
--তুমি এসব বলছো কেন? আমি তো ব্যার্থ আমার
ভালোবাসাকে রক্ষা করতে,হয়তবা আমি তোমায়
ভালবাসার যোগ্য ছিলাম না। :-( -(বাদল)
--- তুমি তো আগে অনেক গুমরো মুখো মেয়ে ছিলে সারাক্ষন আমি ফোনে বকবক করে যেতাম,তুমি শুধু হুম
হা বলে যেতে, এখন দেখি অনেক চঞ্চল ও কথা
শিখেছো কে শিখিয়েছে এত্তসব?-(বাদল)
---কেউ না বাস্তবতা শিখিয়েছে,-(নুসরাত)
-- ওহ তাই?-(বাদল)
--হুম!দেখছি তুমি অনেক বদলে গেছো আগের থেকে-(নুসরাত)
--হুম নিজেক অনেক বদলে ফেলেছি,মিথ্যা স্বপ্ন নিয়ে বেচে থাকার চেয়ে মরে যাওয়াই ভাল,তুমি ছিলে আমার
কাছে একটা মিথ্যা স্বপ্ন, তুমি চলে চাওয়ার পর ভেঙ্গে
পড়েছিলাম, তখন লক্ষ করলাম পাখিদের উপর, বন
জঙ্গল থেক খড়কুটা এনে বাসা বানায়, ঝড় বৃষ্টিতে
সেগুলো নষ্ট হয়ে যায়, তারা আবার নতুন করে সৃষ্টি
করে, সেখান থেকে নিজেকে পরিবর্তন করে নিলাম-(বাদল)।
--তোমাকে এই মুহুত্যে একটা ভিডিও কল দিতে পারি?-(নুসরাত)
---না-(বাদল)
---কেন?তোমাকে খুব দেখার ইচ্ছে করছে, ভিডিও তে
দেখতে না দেও প্লিজ এই মুহুত্যে একটা সেলফি তুলে দাও।
---আচ্ছা ওকে দিচ্ছি-(বাদল)
আত:পর বাদল তার একটা সেলফি তুলে নুসরাতকে দিলো।
--- এ কি আবস্থা তোমার শরিরের? আর তুমি কি নেশা করা শুরু করেছো নাকি-(নুসরাত)
---হুম প্রতিদিন নেশা ছারা আমার চলেই না :-( -(বাদল)
---সব কিছু আবার নতুন করে শুরু করতে-(নুসরাত)
---বিশ্বাসী মানুষটা যখন বিশ্বাস ভেঙ্গে দেয়, আর
কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না।
--তুমি কি আমায় এখনো আগের মত ভালোবাসো,,,??-(নুসরাত)
--না বাসি না, তোমাকে ভালোবাসার ইচ্ছেটা মরে গেছে-(বাদল)।
--আমরা কি আগের মত হতে পারি না-(নুসরাত)।
--সুযোগটা রাখোনি-(বাদল)
--তুমি কি আমায় একটু ভালোবাসো না,,?-(নুসরাত)
--না বাসি না,,-(বাদল)
--ওকে তাহলে আমি চলে যাচ্ছি বাই,,?(নুসরাত)
--ওকে বাই(বাদল)
নুসরাত অনলাইন থেকে চলে যাচ্ছে বাদল দেখছে আর
চিতকার করে কাঁদছে কারন সে চাইলেও আর নুসরাতকে তার জীবনের সাথে জরাতে পারবেন না, নুসরাতের সাথে ব্রেকআপ হওয়ার কিছুদিন পর বাদলের পরিবার বাদলের ইচ্ছের বিরুদ্দে তাদের
পছন্দের মেয়ে নাভিনার সাথে বিয়ে দিয়ে দেয় বাদলের
বাদল নাভিনাকে তার মনে যায়গা দিতে না পারলেও
নুসরাতের ভালোর কথা চিন্তা করে তাকে ফিরিয়ে দিছে
কারন অতিরিক্ত মাদক সেবনের ফলে বাদল তার জীবনের প্রায় শেষ অংশে এসে পৌছায় গেছে,তাই
তার অপরিপূণ্য জীবনে নুসরাত কে জড়িত করেনি,
.
বিঃ দ্রঃ কাউকে ভালোবাসার আগে বুঝে নিবেন সে আপনাকে ভালোবাসে কিনা
.
ভুলত্রুটি ক্ষমা করবেন♥
.
--------সমাপ্ত
.
লেখক- আহম্মেদ বাদল(মেঘ বাদল)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4205
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ŧ:ā§Ē⧝ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ