āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4204

"ছেলেটি 'হিমু' হতে চেয়েছিল"
.
( বিতর্কিত কিছু প্রশ্নের উত্তর হয়তো এই গল্পে পাবেন)
.
নিজেকে হিমু ভাবা হিমেল ছেলেটি লেখক হুমায়ুন আহমেদ এর সামনে দাঁড়িয়ে আছে । হিমেল, হুমায়ুন আহমেদ কে দেখে অনেকটাই বিস্মিত । হুমায়ুন স্যার তো অনেক আগেই মারা গেছেন তবে সে এখানে আসলো কি করে !
.
-- স্যার আপনি কি সত্যি আবার পৃথিবীতে ফিরে আসছেন ?
.
-- হ্যা তোমাদের মতো হিমুদের জন্য আমাকে মাঝে মাঝে পৃথিবীতে ফিরে আসতে হয় ।
.
-- স্যার এসে খুব ভালো করেছেন । আমি হিমু হতে চাই । কিন্তু হিমুর বৈশিষ্ট্য গুলো আমার কাছে রহস্যাবৃত । আমি অনেক কাল ধরে চেষ্টা করছি হিমু হওয়ার জন্য কিন্তু পারছি না ।
.
-- হিমু হওয়া খুব সহজ আবার খুব কঠিন । তবে সবাই কে যে হিমু হতে হবে এর কোন মানে নেই ।
.
-- কেন মানে নেই স্যার । হিমু তো সমাজের রোল মডেল, তবে হিমু হওয়া দোষটা কোথায় ।
.
-- হলুদ পাঞ্জাবি আর খালি পায়ে রাস্তা দিয়ে ঘুরলেই হিমু হওয়া যায় না । হিমুর মা বাবা ছিল না কিন্তু তোমার মা বাবা আছে ।  হিমুর কোন পিছুটান ছিল না কিন্তু তোমার আছে । হিমুকে কখনোই মসজিদে নেওয়া যায়নি কিন্তু তোমরা মসজিদে যাবে । আমি জীবিত অবস্থায় আমি আস্তিক বা নাস্তিক ছিলাম সেটা বড় কথা না । বড় কথা হলো মৃত্যুর পর আমি সত্যিটা অবশ্যই জেনে গেছি ।
.
-- সত্যিটা কি বলবেন স্যার ?
.
-- তোমরা পৃথিবীতেই সত্যিটা তালাশ কর পেয়ে যাবে ।
.
-- আমি না হয় হিমু হয়েই সত্যিটা তালাশ করবো ।
.
-- না, আমি আগেই বলেছি হিমু হওয়া এতো সহজ না । হিমু একটি আমার মস্তিষ্ক থেকে নির্গত চরিত্র । হিমুর মাঝে আমি আমার ছায়া দেখতে পাই । তারপরেও বলবো হিমু একটি মায়া । যে, এ মায়ায় জড়াবে সে ধ্বংস হয়ে যাবে কারণ আমি আগেই বলেছি মৃত্যুর পর আমি সত্যি দেখতে পাই ।
.
-- কিন্তু স্যার আমি যে রাগ করে বাড়ি থেকে বেড়িয়ে এসেছি হিমু হব বলে ।
.
-- উচিত হয়নি । ফিরে যাও হিমেল স্বাভাবিক জীবন যাপন কর সত্য কে তালাশ কর ।
.
কথাটা বলা শেষ হতেই হাওয়ায় মিলিয়ে গেলেন স্যার । এখন শুধু রাস্তার মাঝে ল্যাম্পপোস্টের হলুদাভ আলো বিরাজমান যে আলোয় রঙের নিজেস্বতা বিলিন হয়ে যায় ।
.
হিমেল চিন্তিত সে এতক্ষণ কার সাথে কথা বলছিল । সেকি স্বপ্ন দেখছিল ? কই নাতো এই যে শরীরের অনুভূতি স্পষ্ট ।
.
-- তুমি এতক্ষণ কার সাথে কথা বললে ?
.
এরকম আচমকা প্রশ্নে পেছন ফিরে তাকিয়েছে হিমেল
.
-- কে তুমি ?
.
-- আমার বেশভূষা দেখেও আমাকে চিনতে পারছ না ? স্যার কে দেখে তো ঠিকই চিনতে পারলে । আমি হুমায়ুন আহমেদ স্যারের অমর সৃষ্টি 'হিমু' ।
.
-- হিমু !
.
-- হ্যা হিমু । স্যার যদি মৃত ব্যক্তি হয়েও বাস্তবে পৃথিবীতে আসতে পারে তবে আমি কেন তার সৃষ্টি হিমু হয়ে পৃথিবীতে আসতে পারবো না ।
.
-- হিমু হওয়া অনেক মজা, তাই না ?
.
-- তোমাদের কাছে হিমু চরিত্রটা একটা মিথ কিন্তু আমার কাছে চরিত্রটা একটি কষ্টে ভরা উপাখ্যান ।
.
-- হ্যা আমরা সেটা তো জানি তোমার অনেক কষ্ট । প্রতিনিয়ত তোমার কষ্টের মাঝে বসবাস করতে হয় ।
.
-- না সেই কষ্ট না, আমাকে ভুল ভাবে রূপায়ণ করা হয়েছে । সাইকোলজি বৈজ্ঞানিক কিংবা আধ্যাত্মিক ব্যাখ্যায় হিমুর কোন শক্তি নেই তবে অনেকেই ভুল মোহে আমার পেছনে ছুটে বেড়ায় । আমার মতো বাউণ্ডেলে হয়ে পৃথিবী জয় করতে চায় । কিন্তু হিমু হয়ে নিজের জীবন উচ্ছন্নে দিয়ে পরিবার এবং মা বাবার স্বপ্ন কে ধুলিসাৎ করে সমাজ এবং দেশের কল্যাণ কখনোই আশা যায় না ।
.
-- কিন্তু তুমি নিজে হিমু হয়ে হিমুর বিরোধীতা করছ ?
.
-- হ্যা করছি কারণ আমি আমাকে জানি । তোমরা হিমুতে যত মোহগ্রস্থ হয়ে আনন্দিত হও ঠিক সেই পরিমাণ কষ্ট আমি আনন্দের বিপরীতে পাই ।
.
-- তবে আমার কি করা উচিত ?
.
-- স্যারের মতো আমিও বলবো তুমি ফিরে যাও স্বাভাবিক জীবনে, ফিরে যাও পৃথিবীর তরে । তোমাদের যে খুব বেশি প্রয়োজন ।
.
আবার কিছু ধুলো, আবার হাওয়ায় মিলিয়ে গেছে হিমু নামের চরিত্রটি ।
.
কি হচ্ছে এগুলো । হিমেলের মস্তিষ্ক কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছে । মস্তিষ্কের মাঝে কি যেন জাগ্রত হচ্ছে বিদ্যুতের মতো । হঠাৎ করে হিমেলের মনো হলো সে এখানে কেন ? তার তো হাসপাতালে থাকার কথা ।
.
দুইজন নার্স এবং একজন ডাক্তার কে এদিকে ছুটে আসতে দেখা গেল ।
.
-- হিমেল সাহেব আপনি হাসপাতাল থেকে কখন বেরিয়ে আসলেন ? আপনি জানেন না আপনি মানসিক ভাবে অসুস্থ । আপনার মস্তিষ্কের নার্ভ গুলো ঠিক ভাবে কাজ করছে না ।
.
এখন করবে ডাক্তার । আর মনে হয় আমার মাথায় গন্ডগোল হবে না । আমি আমার উত্তর পেয়ে গেছি । আমি আর হিমু হতে চাই না । আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই ।
.
✍ Azad Abul Kalam

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ