āϰāĻŦিāĻŦাāϰ, ā§Ē āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4000

গল্প(: ভালবাসি!
    (ইহা কাল্পনিক একটা গল্প)
লেখক: শেখ আফরান

--নিজের হাতের রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেছি!(মা)
--তো এখন কি করবে?(বাবা)
--কেন মা, রান্না তো ভালই হয়েছে!
--তাহলে ভাল করে খা?(মা)
--তো কি করবে?(বাবা)
--বিয়ে দিব!(মা)
--কাকে?
--আফরান কে?(মা)
--কি আমি!
--এতে অবাক হওয়ার কি আছে।(মা)
--এই বয়সে ছেলের বিয়ে!
--না হলে তুমি করবে না কি?
--বয়স তো এখনও যায়নি!
--কি?
--না, কিছু না!(বাবা)
--বাবা, আমি তোমার পাশে আছি,
--সত্যি বলছিস?(বাবা)
--হ্যা, শুনলাম কাল নতুন ভাড়াটিয়া আসছে,আর?
--আর কি?
--ওদের সাথে যে মহিলা এসেছে, সে তো হেব্বি দেখতে।
--বলিস কি?(বাবা)
--নতুন ভাড়াটিয়া আসছে,এতে তুমি অবাক হওয়ার কি আছে?(মা)
--না,এমনি!(বাবা)
--আর তুই, অফিস যাবি না(মা)
--যাব তো।
--তাহলে যা, অন্য ছেলে মেয়েরারে দেখ ভার্সিটি জীবনেই প্রেম টেম করে শেষ, আর আমার হত ভাগারে দেখ, ভার্সিটি শেষ করে চাকরী করছে এখন ও একটা মেয়ে কপালে জুটাতে পারল না।
--মা,
--কি হয়েছে?
--আমার কপালে না জুটলেও বাবার কপালে জুটবে!
--কি?
--তোমার সতীন (বলেই দৌড়)
--কি?(মা)
--বাবা, সত্যি বলছিস(বাবা)
--তুমিও(মা)

অফিসে এসে নিজের চেয়ারে বসতেই ল্যান্ডফোনের আওয়াজ?
--হ্যালো?
--আফরান সাহেব(অফিস বস)
--জ্বি ম্যাম?(বস মাইয়া)
--আমার কেবিনে আসুন!
--আসছি?
উফ অসহ্য, প্রতিদিন অফিসে আসতে না আসতেই এই মেয়ের ডাক। বস হয়েছে বলে কি শান্তিতে একটা মুহূর্ত থাকতে দেবে না!
ম্যামের কেবিনের সামনে এসে বেল দিলাম
--ভিতরে আসুন!
ভিতরে ঢোকতেই
--বসুন?
একটা চেয়ারে বসে পড়লাম.....
--আফরান সাহেব?
--জ্বি?
--আপনি তো বিয়ে করেননি?
--না!
--করবেন না?
--না!
--কেন?
--এসব ঝামেলা বয়ে বেড়ানোর কোনো ইচ্ছে নেই!
--ঝামেলা কিসের?
--বিয়ে মানে বউ, আর বউ মানে প্যারা!
--কি বললেন?
--হ্যা,
--ঠিক আছে নিজের কাজ করুন গিয়ে?

অফিস থেকে বাসায় গিয়ে দেখি হাওয়া উল্ট দিকে বইছে!মানে, মা রুমে দরজা লাগিয়ে আছে,আর বাবা ক্ষিধের জ্বলা সহ্য করতে না পেরে নিজেই রান্না করছে।
--বাবা, হাওয়া উল্ট কেন?
--সকালে ওই কথার পর ও দরজা লাগিয়ে কান্না করতেছে,এখনও দরজা খোলেনি?
--কি বলছ!
--হ্যা
--পরিস্থিতি এত খারাপ, দাড়াও কিছু একটা করতে হবে?
--কি করবি?
--শুন, তুমি জোরেশোরে বল তুমি নতুন ভাড়াটিয়ার বাসায় যাচ্ছ!
আমার কথামত বাবা বলতে লাগলেন....
--আমি যাচ্ছি নতুন ভাড়াটিয়ার বাসায়,ডিনার ওখানেই করব?
বলতেই ঠাশ করে দরজা খোলার শব্দ পেলাম!
--বাবা,চালিয়ে যাও?
--আফরান?
--জ্বি বাবা!
--তুইও চল,
--চল তাহলে?
হঠাৎ মা ঝাড়ু নিয়ে হাজির....
--আজ ঝাড়ু পিটা করব?
--কাকে?
--তোমাকে!
--আফরান, আমাকে বাচা বাপ?
--তোমরা রোমিও জুলিয়েটের মধ্যে আমি নেই!

পরেরদিন অফিসে এসে ঢোকতেই বস ম্যামের ডাক?
--ম্যাম আসব?
--আসুন,আর আমাকে ম্যাম ডাকবেন না?
--তাহলে বস ডাকব?
--না
--তাহলে কি আপু ডাকব
--না(ধমক দিয়ে)
কিন্তু এই আপু ডাকলে মাইয়া গুলা ছেতে কেন?
--আমাকে রুপু বলে ডাকবে?
--নাম ধরে?
--হ্যা,
--না ডাকলে?
--চাকরী খেয়ে ফেলব?
--ঠিক আছে,
ম্যামের রুম থেকে বের হয়েই মাথায় একটা জিনিস বারবার খেলছে। যে প্রতিদিন ম্যাম অফিসে আসলেই ডাকা, তারমধ্যে আনমনা হয়ে আমার দিকে চেয়ে থাকা,এখন নাম ধরে ডাকা,
কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি।

অফিস থেকে বাসায় ফিরতেই মায়ের বক্তব্য শুরু!
--আমি আর কোনো কথা শুনতে চাইনা।কালকেই তোমার বিয়ে?
--কি?
--হ্যা,
--এসব কি বলছ?
--যা বলছি, সত্য বলছি।
--বাবা, বাবা,
--তোমার বাবাকে ডেকে লাভ নেই।
--কেন?
--কেননা তোমার বাবা আমার পক্ষে!
--দরকার পড়লে ইঁদুরের বিষ খাব,তবুও বিয়ে করব না।
--তাতে আমাকে ইম্প্রেস করতে পারবে না!
--কিন্তু কারসাথে?
--সেটা বিয়ের পর জানবে?
--মানে?
মা চলে গেলেন। বাবা অসহায়ের মত আমার দিকে চেয়ে আছেন।
--বাবা?
--কিছু করার নেই!
--কেন?
--তর মা আমারে ট্রেড দিছে!
--কি?
--বলছে, তর পক্ষে থাকলে বাড়ি ছেড়ে চলে যাবে। আর এই বয়সে আমাকেই বা কে মেয়ে দেবে।

পরেরদিন,বিনা অনুমিততে, জোরপূর্বক আমাকে বিয়ে করতে হল, কোন এক অজানা মেয়ে কে।

এখন নিজের রুমে ঢোকতেই সাহস পাচ্ছিনা।কেমন যেন লাগছে, অজ্ঞতা রুমে ঢোকতেই হল।
রুমে ঢোকে দেখি, লাল বেনারসি পড়া,ইয়া মোটা ঘোমটা দিয়ে রমণী বসে আছেন।
আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসলাম।
হঠাৎই মাইয়া ঘোমটা তোলে আমায় জড়িয়ে ধরল!
মেয়েটার মুখ দেখে আমি নিজেই অবাক!!!!
--একি ম্যাম আপনি?
--হ্যা,আমি। আর ম্যাম ম্যম কি, রুপু ডাকবা।
--এখন আমার কাছে কিছুটা হলেও পরিষ্কার, মেয়ের আনমনা হয়ে চেয়ে থাকা,নাম ধরে ডাকা, তা কিসের জন্য?
--ভালবাসি তো তাই!!এবার বলেন বউ মানে কি !
--প্যারা!!
.............বাকিটা বলার মত না।
..........সমাপ্তি।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ