#অণুগল্প_৫_ফুচকাওয়ালার_প্রেম!
লেখক: শেখ আফরান,
প্রতিদিনের মত আজও সেই ফুচকাওয়ালার দোকানে হাজির!!
--মামা, এক প্লেট ফুচকা দেন?
--দিচ্ছি মামা।
ফুচকা বানাতে বানাতে হঠাৎ ফুচকাওয়ালা মামা বলে উঠল...
--মামা দেখি প্রতিদিন একাই আসেন!
--হুম
--কিন্তু মামার গফ কই?
--গফ মানে?
--গফ মানে বুঝেন নাই?
--না!
--আরে গার্ল ফ্রেন্ড!যাকে শটকাটে গফ কয়!
শালার ফুচকাওয়ালায় ও গফ চিনে, মাগার মুই ছিনলাম না। গলায় ফাস দেয়া ছাড়া কোনো উপায় নেই।
--খোঁজে পাইনি!!
--এটা কি কন, বিশ্বাস করার মত কথা না?
--হ্যা মামা, সত্যি!!
--এ যুগে সিঙ্গেল কাউকে খোঁজে পাওয়া খুবই কঠিন!
--তা মামা কি ফুচকা খাওয়াইয়া কাউকে পাগল করতে পেরেছেন?
--না, মানে!!
--মানে মানে করা লাগব না, বলেন একটু শুনি!
--ওকে দেখেছিলাম কোন এক সন্ধ্যায়, আমাদের রেস্টুরেন্টের পাশ দিয়ে যেতে!
--তোমাদের রেস্টুরেন্ট আছে?
--হ্যা,
--তারপর......
--প্রায় একবছর ওকে শুধু দেখেছিলাম, যেত, আসত।
--তারপর...
--আমি ওকে দূর থেকে দেখতাম। কিন্তু আমি মনে করেছিলাম শুধু আমিই দেখি,না ওই মেয়েও দেখত আমারে। কাছে আসলেই ব্যাগ দিয়ে মুখ আড়াল করে চলে যেত।
--তা বলেছিলেন করেছিলেন?
--কি?
--ভালবাসি বলেছিলেন?
--প্রপোজ
--হ্যা,
--করেছিলাম।
--কিভাবে?
-- একটা চিঠিতে লিখে ওকে দিয়েছিলাম।
--চিঠিটা লেখল কে?
--কেন আমি!!
--ওহ, উত্তর কি পেলে?
-- অব্যশই হ্যা!
--ভাল, তা ফুচকা খাওয়াইছেন আপনার গফ কে?
--সেটা তো প্রতিদিন খাওয়াতে হয়!!
--এখন আমার ফুচকা দেন। এসব শুনতে অসহ্য লাগছে।
এ জীবন রেখে লাভ কি?
শালার ফুচকাওয়ালায় ও প্রেম করে! গফ চিনে, চিঠি লেখত পারে, প্রপোজ করত পারে,কিন্তু আমি কিছুই চিনলাম না। মাথা মোটা আহাম্মক একটা।
.................সমাপ্তি।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ