#অণুগল্প_বউ!!
লেখক: শেখ আফরান(আলী)
১২টা বাজতে আর কিছুক্ষণ বাকি!
আমি টেবলা, এখন গামলার পাশে বসে আছি,
ঘড়ির কাটাটা যখন ১২টা বাজবে,তখন আমাকে এই মোটা গামলার ভিতরের পানিতে স্নান করতে হবে,এই শীতে। এতরাতে আমাকে শাস্তি সরূপ এই স্নান করতে হচ্ছে।
এখন বুঝতে পারছি, বাবা কেন আমাকে বিয়ে করতে বাধা দিয়েছিল,
কিন্তু আমি তো শুনিনি। মাথা মোটা আহাম্মক একটা। কিসের জন্য যে বিয়ে করতে গেলাম।
আর সেই বউ আমাকে শাস্তি সরূপ এরকম একটা কাজ করতে বলল।
এই মাইয়া গুলা জীবনটা তেনা হেচড়া করে দিল।
নিজের রুমে শুয়ে ছিলাম! তখনই আপদটা সামনে এসে হাজির!বিছানার মধ্যে বসতেই চৌকিটা বিকট একটা শব্দ করল! মনে হচ্ছে তার জানটা বের হয়েই গেল।
--তোমার ওজন কত?
--কেন? (ধমক দিয়ে)
--না,যেভাবে বিছানাটা শব্দ করল!
--কি বলতে চাইছ, আমার ওজন বেশি?
--সারাদিন তো বসে বসে খাচ্ছ আর খাচ্ছ! বেশি হবে না তো কম হবে!আর
--আর কি?
--তার উপরে মুখে আটার বস্তা!!
--কি?
--হ্যা,
--কি বললি তুই,
আর তার জন্যই আমাকে শাস্তি সরূপ এই স্নানটা করতে হচ্ছে।
তখনই পিছন থেকে মাইয়া এসে হাজির!!
--কি গুজুরগুজুর করছ?
--না কিছু না!
--তাহলে স্নান করছ না কেন?
--এবারের মত ক্ষমা!
--না, সম্ভব নয়।
--কেন?
--আমাকে মোটা বলার শাস্তি এটা!!
হঠাৎ একটা বালতী নিয়ে আমার উপরে পানি ঢেলে দিল।
ঠিক সেই মুহূর্তে নিদ্রাহীন হয়ে গেলাম।ভাল করে চেয়ে দেখলাম আমি ভিজে গেলাম কি না।
না ভিজে নি। তাইলে মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম।
..........সমাপ্তি।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ