āϰāĻŦিāĻŦাāϰ, ā§Ē āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

3996

#অণুগল্প__পাগলা_ডাক্তার
লেখক: শেখ আলী(আফরান)

ফার্মেসীর উপরে খুব বড় করে লেখা রয়েছে
ডা:শামসুর রহমান,
ব্রেইন ও সাইকেট্রিস্ট।

→চেম্বারে ঢোকে ফুফুকে নিয়ে একটা চেয়ারে বসে পড়লাম।
ফুফুর মাথায় সমস্যা, একটু বেশিই কথা বলেন,তাই ডাক্তার দেখাতে আসা।
হঠাৎ ভিতর থেকে একটা লোক এসে বলল,আনোয়ারা বেগম?(আমার ফুফুর নাম)
--জ্বি?
--ভিতরে আসুন?
ভিতরে ঢোকতেই এক বয়স্ক ভদ্রলোক বসার জন্য ইশারা করলেন।বুঝলাম ইনিই ডাক্তারবাবু!
বসার সাথে সাথেই আমার দূরবাস যন্ত্রটার টুংটাং শব্দ।
--আগে একে সান্ত্বনা দিয়ে আসুন?
--জ্বি,
--যে কল দিয়েছে থাকে সান্ত্বনা দিন।না হলে বেচারি কোন অঘটন ঘটিয়ে ফেলতে পারে।
--আমার ফ্রেন্ড মেসেজ দিয়েছে।(রাগী কন্ঠে)
--ওহ,

ফুফুকে ডাক্তার দেখতেছে,আর দুনিয়ার যা কথা আছে, সেগুলা বলতেছে। বিরক্তিকর একটা পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারছিনা,অসহ্য লাগছিল।
 
ডাক্তার দেখিয়ে বাসায় আসার পথে ফুফু বলে উঠলেন?
--কথা শুনতে শুনতে  কানে জ্বলা শুরু করে দিয়েছে!
--এই ডাক্তার তো নিজেও একটা সাইকো!
--হ্যা,অতিরিক্ত কথা বলে।
--মনে যা আসে তাই বলে,

এই হল ডাক্তারদের বর্তমান পরিস্থিতি!!

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ