āϰāĻŦিāĻŦাāϰ, ā§Ē āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

3992

#অণুগল্প_: পরীক্ষা!
লেখক: শেখ আলী(আফরান)

আপনমনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রথম পরীক্ষাটা দিচ্ছিলাম। পিছন থেকে কলমের খোঁচা দেয়ায় লেখতে খুবই সমস্যা হচ্ছিল। যার সত্যতা যাচাই করতে পিছন দিকে থাকালাম
,চেয়ে দেখি এক রমনী উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে।
--খোঁচা দিচ্ছেন যে?
--আপনি কি এক নাম্বার প্রশ্নের উত্তর লিখেছেন?
--হ্যা,
--একটু দেখান,
--দাঁড়ান......

দশমিনিট পর......
--লেখা শেষ,
--এই তো আর কিছুটা।(মায়া ভরা মুখে,একটা মিষ্টি হাসি দিয়ে)

প্রায় আধঘণ্টা যাবত রমণী একটা চার লাইনের উত্তর লিখিলেন। যার ফলে আমার আর দু অক্ষর লেখা হয়ে উঠল না।
পরেরদিন একাউন্টিং পরীক্ষা ছিল!
আমি আপনমনে প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখে ফেলেছি......
তখনই পিছন থেকে খোঁচা দেয়া শুরু?
--বলেন?
--এক নাম্বার লিখেছেন?
--না,
--দুই নাম্বার!
--না।
--তিন নাম্বার?
--না!
--তাইলে লেখছেনটা কি?
--কিছুই না।

ওমনি রমনীর বিদুষী রুপ দেখলাম।যাহার অগ্নি দৃষ্টি
দেখে আমি বেঞ্চি থেকে পড়ে গেলাম।
এ কেমন রমনী, একের মধ্যে দুইয়ের রুপ!
তাতে আমি কি করিতে পারি!!
.....সমাপ্তি।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ