#অণুগল্প_প্রপোজ!
লেখক:শেখ আলী(আফরান)
ফেইসবুকে উকি মারাটাও কিন্তু একটা আর্ট যা সবাই পারে না।কিন্তু এতে আমি এক্সপার্ট। গল্প লেখি, তারপর অফলাইন, কমেন্টের উত্তর দেই তারপর ও অফলাইন।
যার ফলে সবাই ধরে নেয় যে আমি ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টা অনলাইন থাকি।
সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেয়ার পর আমি বাড়ি চলে গেলাম। সেখানে ঘটল আরেক বিপত্তি।
বাড়িতে যেতেই মা এসে হাজির!!
--এ কি অবস্তা হয়েছে তর,শুনলাম সারাদিন লেখস,সারারাত লেখস।
--না মা,
--কি না, না করছিস,মুখের অবস্তা দেখেই বুঝা যাচ্ছে।
তখনই ভাইয়াও এসে হাজির....
--কি রে কি অবস্তা!
--এই তো!
--লেখালেখি কেমন চলতেছে?
--ভাল!
--কত করে বললাম ডায়েরীতে প্রথমে লেখবি!
--ভাই আমি তো ডায়েরীতে প্রথমেই লেখি!
--তবুও, কপি তো হচ্ছে?
--হ্যা ভাইয়া।
--নিজে লেখছ, আর অন্য জনে সেটা তার নামে দেয়।
--ওসব তো আটকানো সম্ভব নয়।
--শুন,
--বল?
--কবিতা আর ফেইসবুকে দিবি না!
--কেন?
--ওগুলো অনেক সুন্দর! যেদিন শততম কবিতা লেখবি,
ঠিক তারপরেই বই বের করব!
--কি?
--হ্যা,
--আচ্ছা ভাই আমাদের পুকুরের পানি কি এখন ও নষ্ট
--হ্যা
--তাইলে এক বালতি নষ্ট পানি এনে আমার মাথায় দেও!
--কেন?
--বইয়ের স্বপ্ন মাথা থেকে ফেলে দাও।
--কেন?
--শততম কবিতা, কখন হবে সেটা আমি নিজেও জানি না।
--হবে হবে!!আর শুন?
--কি?
--বাড়িতে এসেছিস,ভাল কথা! বেশি ঘুরবি না!আর ওই পিছনের বাড়িতে তো যাবিই না।
--কেন?
--ওই বাড়ির মেয়ে একটা তর উপরে ক্রাশ খাইছে!
--কি?(অবাক হয়ে)
--হ্যা।
--তুমি জানলে কিভাবে!
--আরে, মাইয়াটা তো প্রপোজটা আমার কাছেই করছে!
--কি?
এ কেমন মাইয়া ছোট ভাইয়ের উপর ক্রাশ,প্রপোজ বড় ভাইরে। মানসম্মান বলতে আর রইল না!!
.....সমাপ্তি।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ