******★★বাসর রাত★★******
.
লেখক: Ashikur Rahman
______________________________
.
বাবার মায়ের এক মাত্র আদরের ছেলে রাজ।
রংপুর বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।
দেখতে অনেক সুন্দর। প্রথম দিন যেদিন
ক্যাম্পাসে যায়। একটা মেয়ে কে তার
চোখে পরে। কোন কথা না বলে রাজ চলে
জায় মেয়েটির সামনে।
.
_ হেই আমি রাজ
_ হ্যালো আমি তানহা
_ নাইচ নেম নতুন নাকি? (চোখ বাকিয়ে)
_ হ্যা আজ কেই প্রথম ( ভয়ে)
_ এই ভয় পাও কেন। সরি তুমি বলে ফেললাম!!
আমিও নতুন বাসা বগুড়া।
_ ও আমার বাসা সিরাজগঞ্জ।
_ ওহ পাশাপাশি তো বাসা তাইনা। আচ্ছা
আবার দেখা হবে।
.
মেয়েটি চলে যাচ্ছে বার বার পিছু
তাকাচ্ছে । রাজ ও মেয়েটার পিছু ছারে নাহ।
ধিরে ধিরে তাদের প্রেম হয়ে যায় । রাতের
পর রাত ফোনে কথা বলা আর বিকাল হলে
ক্যাম্পাস বসে আড্ডা দেওয়া। রাজকে অনেক
ভালবাসে তানহা। ক্যাম্পাসের ক্যান্টিনের
দোকান টা রাজের জন্য বাজেট জা ইচ্ছা
খাবা। অনেক কেয়ার করে। রাজ অন্য রকম সারা
খন ফোনে কথা বলে।
অনেক গুলা রিলেশন করে।
তানহা এই গুলা কিছুই জানেনা। কোন দিন
ফোন ওয়েটিং ও পায় নাই। কি করে বুঝবে।
ক্যাম্পাসে এসেও কারো সাথে দেখে নাই
রাজ কে।
কিছু দিন রিলেশন যাওয়ার পর রাজ তানহা
সেক্স করার জন্য প্রস্তাব দেয়।
তানহা শিকার করে না। রাজ বলে তুমি
আমাকে ভালই বাসো না। রাজ রিলেশন নষ্ট
করতে চায়।
তানহা বলে তুমি যদি আমার সাথে এই কারনে
রিলেশন নষ্ট করতে চাও তো কর আমি তাও এই
কাজ করতে পারবো নাহ।
.
রাজ তানহার কথা শুনে আরো পাগল হয়ে যায়
এই কি কথা বলে তানহা।
রাজ একদিন বিকালে তানহা কে বলছে একটু
ক্যাম্পাসে এসো। তানহা রাজের কথা
ফেলতে পারবে না পাগলেত মতো ছুটে
এসেছে রাজের কাছে।
.
_ এতো সময় লাগে আসতে কি করলে কখন হতে
বসে আছি (রাজ)
_ হ্যা মানে গোসল করছি মাত্র আর তুমি ফোন
দিছো।
_ হ্যা ভালো আজ কাল তুমি তো আমাকে অন্য
চোখে দেখো আমি কি আর তোমার আপন জন
আমি তো কেও না তোমার।
_ রাজ এই ভাবে কথা কেন বলছো কি হইছে
তোমার ( গালে হাত দিয়ে)
_ উফ কিছু হয়নাই হাত সরাও।
_ বাবু আমার দিকে তাকাও তুমি, কি হইছে
বলবা তো।
_ কিছু হয়নাই আমার সাথে চলো আমার বন্ধু
বাসায় যাব।
_ মানে কেন।
_ রাফাত অসুস্থ ওকে দেখতে যাইতে হবে।
_ তো তুমি যাও আমি কেন।
.
_ এই এতো কথা কেন বল তুমি যাবা নাকি?
( রেগে)
_ রাজ এমন কেন করছ তুমি পাগল হইছো তুমি
(তানহা)
_ হ্যা পাগল হইছি
_ রাজ কেন এমন কর তুমি
.
_ তানহা কি করলাম আমি বললাম তো রাফাত
অসুস্থ ওকে দেখতে যাব।
_ আচ্ছা বাবু চলো তাড়াতাড়ি কিন্তু মেসে
ফিরব আমার মেসে ৫টার পর ঢুকতে দেয় না ।
_ঠিক আছে।
.
এক টা রিকশা নিয়ে চলে গেলো রাজ আর
তানহা রাফাতদের বাসায়। ফ্লাট বাসা
ভিতরে কেও কাও কে খুন করলেও বাইরে
থেকে কোন শব্দ শোনা যাবেনা।
রিকশা থেকে নেমেই বাসার ভিতরে ঢুকতে
কেমন জানি গা শিহরিয়ে ওঠে তানহার।
রাফাত শোফায় বসে আছে টিভি দেখছে।
_ হে রাফাত কি অবস্থা।(রাজ)
_ এই তো তোর অপেক্ষায় ছিলাম। ভাবি আসেন
বসেন।
_ হ্যা ভাইয়া আপনি নাকি অসুস্থ (তানহা)
_ হ্যা একটু সুস্থ আর কি ( রাফাত)
_ মেডিসিন নিয়েছেন তো (তানহা)
_ হ্যা নিলাম (রাফাত)
_ ভাইয়া আন্টি আংকেল কই ডাকেন (তানহা)
_ ওহ তানহা এই মাত্র একটা জরুরী কাজে আব্বু
আম্মু ফুপুর বাসায় গেছে আসতে রাত হবে।
(রাফাত)
_ মানে কি রাজ চল বের হউ আমার মাথা ঘুরছে
মেসে যাব ( মুখ ঘামছে )
_ আরে ভাবি সমস্যা কি যাবেন এক টু পরে
জান। রাজ ভাবি কে নিয়ে অই রুমে জা এটাশ
বাতরুম আছে ফ্রেস হয়ে নে। কিছু খেয়ে যা
(রাফাত)
_ তানহা উঠো (রাজ)
_ রাজ আমি চলে যাব বের হউ।
_ রাফাত কি বললো চলো ।
.
বাথ রুমে থেকে ফিরে এসে দেখে তানহা
বিছানায় বসে আছে।
_ I love you tanha (চেপে ধরে)
_ রাজ কি করছ ছাড় প্লিজ
_ আমার চাই তানহা দিতে হবে তোমার
_ রাজ কি বলতেছো এই সব
_ হ্যা আমার চাই
_ রাজ এই ভাবে তাকাইতেছো কেন
_ দিতে হবে
_ না না না
_ তানহা আমাকে জোড় করিও না দিতে হবে
তোমার।
_ রাজ আমি চিৎকার করব।
_ কেও শুনবে না করো।
_ রাজ ছাড় বলছি রাজ নাহ রাজ...........
.
কিচ্ছু করতে পারে নাই তানহা। কারন তানহা
রাজকে ভালো বাসে। অনেক চেষ্টা করছে
নিজের সত্তা কে বাঁচাতে পারে নাই। কি
করবে সে। নারি হয়ে কেমন করে ছুটবে।
ভাবতে পারে নাই রাজ এমন টি করবে।
অনেক বেশি বিশ্বাস করে ছিলো রাজকে
কে, করলো এই টা রাজ। দুই চোখ দিয়ে শুধু
অঝোর ধারায় পানি পরছে কিছুই করতে
পারছে না।
_ এই টা খেয়ে নেও (রাজ)
_ --------(চুপ)
_ কি কথা শুনতে পাও না।
_ রাজ কি করলে তুমি (চোখ দিয়ে পানি পরছে)
_ ভালবাসি তোমার আমার ইচ্ছা আমি পুড়ুন
করছি তোমায় ভালবাসি আমি।
_ রাজ রাজ তুমি আমায় ছেড়ে যেও না রাজ।
আমার আর কিছুই রইলো না রাজ কিচ্ছু রইলো
না। তুমি আমার সব আমার জীবন রাজ। তুমি
আমায় ছেড়ে গেলে আমি মরে যাব। (পা ধরে
কান্না করে)
_ যাবনা কোন দিন না।
.
সেই দিন চলে আসে ওই খান হতে রাজ তানহা।
শেষ করে দিলো নিজের এক মাত্র সম্বল।
কিছুই রইলো না। এ কেমন মিলন তাদের। কত
আশা ছিল। একটা সুন্দর বাসর ঘর হবে। রাজ
মাথায় পাগরি পরে আসবে তার কাছে। আর কি
করল রাজ??
মনে মনে তো তানহা রাজ কে স্বামী জানে।
কিন্তু তার স্বামী জানোয়ার রুপে আসলো
তার কাছে। রাতে তানহা ফোন দেয় রাজকে।
_ রাজ খাইছো ( মন খারাপ করে তানহা)
_ হুম খাইছি।(রাজ)
_ কি করতেছো কিছু ভাল লাগছে না রাজ পুরু
শরিল টা কেমন জানি করছে আমার।
_ কি আসব আবার নাকি।
_ আমায় বিয়ে করবা তো রাজ?
_ হ্যা করছি তো বিয়ে আচ্ছা রাখো ঘুম
পাইছে তুমিও ঘুমাও।
.
ফোন কেটে দেয় রাজ।
আর ক্যাম্পাসে ডাকেনা। ফোন দিলে ধরে
নাহ কেমন জানি হয়ে গেছে রাজ। তানহা,
তানহার মত কর ভালবেসে যাচ্ছে তার রাজ
কে। কিন্তু রাজ অন্য মেয়েদের সাথে তার
দিন পার করছে। তানহা কে মনেই করেনা।
মাসে দুই একবার ক্যাম্পাসে দেখা করে। ভুলে
গেছে রাজ তানহা কে। কিন্তু তানহা অনেক
বেশি ভালবাসে রাজকে। রাজকে ভুলতে
হলে যে তানহা কে জীবন দিতে হবে।
.
কিছু দিন পর তানহা শুনতে পায় রাজ শুধু তার
সাথে নয় অনেক গুলা মেয়ের সাথে রিলেশন
করে। তানহা নিজের চোখ কে আজ বিশ্বাস
করতে পারছে না। রাজ অন্য মেয়ের সাথে
বসে আছে। তানহার ফোন আর ধরে না। কি
করবে তানহা কি হবে তার।
.
তানহার সাথে আর দেখা নাই রাজের।
ভার্সিটিতেও আসে না।
রাজ তানহাকে ফোন দেয় কিন্তু তানহার খবর
নিতে পারে না ফোন বন্ধ । কেমন করে নিবে
খবর। এর পর আর তানহাকে দেখা যায় নাই।
.
তানহা বার বার ক্যাম্পাসে সকলের সামনে
পা জড়িয়ে ধরছে রাজের কিন্তু রাজ এই গুলা
কিছু মনেই করে নাই। ।
গল্প কি এই খানেই শেষ??
কেও এমন কিছু করনা যাতে তানহার মত
হারিয়ে যেতে হয়।
ভালবাসো ভাল কথা। কিন্তু মন দিয়ে বাসো
দেহ দিয়ে নয়।
ভাল থাক সবার ভালবাসা।
ভাল থেকো তানহা ওই পারে গিয়ে!!
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļুāĻ্āϰāĻŦাāϰ, ā§Ŧ āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3098
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ģ:ā§Ļā§Ļ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ