āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3038

ব্রেকআপ।
""
দুপুরে খাওয়ার পর একটু বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো।বাহ বেশ ভালই।
কিন্তু কিছুক্ষন যেতেই ফোনটা বেজে উঠলো।আমার বিরক্তি ভাবটাও জেগে উঠলো।এই দুপুর বেলা আবার কে। ফোন হাতে নিয়ে দেখি ইতির ফোন।
"
ইতির সাথে আমার রিলেশন মাত্র কয়েকদিনের।এর মধ্যেই মেয়েটা আমাকে একদম আপন করে নিয়েছে।খুব বেশিই ভালবাসে।তবে রেগে গেলে রাগ ভাঙানো খুব কঠিন হয়ে পড়ে।
"
আমি ফোন ধরতেই ইতি বললো,
-বিকেলে দেখা করবা।
ইতির কন্ঠে বেশ রাগ দেখতে পেলাম।কি হইছে আবার!আজ যদি দেখা করি তাহলে সব রাগ আমার উপর ঝাড়বে।আমি বললাম,
-আজ তো একটু কাজ আছে,কাল দেখা করি।
-না।আজই।
নাহ মেয়েটা মনে হচ্ছে ভালই রেগে আছে।ভাবলাম আজ রাগ কমুক কাল দেখা করবো।কিন্তু এখন মনে হচ্ছে আজও কপালে ঝাড়ি আছে।
""
কিছুদিন আগেও ইতি আমাকে ফোন দিয়ে বললো দেখা করতে।আমারও কোন কাজ না থাকায় রাজি হয়ে গেলাম।তবে সেদিন ওর কন্ঠে আজকের মত অত রাগ ছিল না।
'
ইতির সাথে দেখা করতেই ওর ঝাড়ি শুরু হয়ে গেলো।কিছুই বুঝলাম না।টানা পনেরো মিনিট ঝাড়ির পর মেয়েটা থামলো।
ঘেমে একদম অস্থির হয়ে গেছে।তা না হলে আরও কিছুক্ষন বলতো।
আমি ইতিকে বসিয়ে পকেট থেকে টিস্যু বের করে ওর মুখ মুছে দিতে দিতে বললাম,
-কিছু হয়েছে?
-পিচ্চিটা সব চকলেট খেয়ে ফেলছে।
-ও।তো এটার জন্যে আমাকে এত কথা শোনালে কেন?
-আসলে অনেক রাগ উঠে গিয়েছিলো।ওকে কিছু বলতে পারিনি তাই।
ইতির কথা শুনে আমি হাসবো না রাগ করবো বুঝলাম না।কি মেয়েরে বাবা।রাগ করবে একজনের সাথে আর সেই রাগ ঝাড়বে অন্য জনের উপর।
সেদিনের পর থেকে ইতি রেগে থাকলে আমি ওর সাথে দেখা করতে চাইতাম না।কোন মতেই ঝাড়ি খাওয়ার ইচ্ছে আমার নাই।
""
আজ ইতিকে দেখে মনে হচ্ছে বেশ ভালই রেগে আছে।আমি চুপচাপ ইতির পাশে বসতেই মেয়েটা দাঁড়িয়ে ।এটা কি হলো!আমি ইতিকে কিছু বলতে যাব তার আগেই ইতি বললো,
-ব্রেকআপ।তোর সাথে ব্রেকআপ।
মেয়েটার আবার কি হলো বুঝলাম না।এর আগে অনেক বারই এইরকম হয়েছে কিন্তু ও কখনও ব্রেকআপ বলেনি।আজ কি এমন হল যে একদম ব্রেকআপ।
আমি ইতিকে বললাম,
-কি হয়েছে বলো?
-তুই অন্য মেয়েদের নামে গল্প লেখস কেন?
'
ও এবার বুঝলাম আসল কারন।আসলে আমি টুকটাক লেখালেখি করি।আর সেখানে চরিত্র ফুটাতে অনেক নামই ব্যাবহার করা হয়।কিন্তু মেয়েটা যে এতে রেগে যাবে সেটা ভাবিনি।আমি বললাম,
-আচ্ছা ঠিক আছে।এখন থেকে সব গল্প তোমার নাম দিয়েই লিখবো।
-তোর পোষ্টে এত মেয়েদের কমেন্ট কেন?কারা ওরা।তুই যা ওদের সাথেই থাক।
ইতির কথায় এবার আমার মেজাজটা খারাপ হয়ে গেলো।আরে ভাল লাগলে কমেন্ট তো যে কেও করতে পারে।এতে সমস্যা কি!মেয়েটা আসলে একটু।বেশিই সন্দেহ করে।
-কমেন্ট করলে সমস্যা কি?
-কোন সমস্যা নাই।তুই যা ওদের সাথেই থাক।
ইতিকে এবার অনেক ভাবেই বুঝালাম কিন্তু কোন কাজ হলো না।মনে হচ্ছে ব্রেকআপে ও সিরিয়াস। আমি কিছু বলতে যাবো তার আগেই ইতি আবারও বললো,
-তোকে বলছিলাম পাবলিকে এক্সাম দিতে কিন্তু তুই দিলি না।থাক তুই তোর ন্যাশনাল নিয়ে আমি গেলাম।ব্রেকআপ।
'
আরে বলে কি মেয়েটা!পাবলিক ছাড়া নাকি প্রেম হয় না।আরে এই তুচ্ছ কারনে যদি ব্রেকআপ করতেই হয় তাহলে রিলেশনে জড়ালি কেন!
এতক্ষনে বুঝলাম ওর ব্রেকআপের কারন পাবলিকে চান্স বা এক্সাম না দেওয়া।
'
ইতি প্রায় অনেকটা দূরে চলে গেছে।কিন্তু আজ আমি ওকে আর আটকাবো না।যে মেয়ে সামান্য কারনে ব্রেকআপ করতে পারে তার মনে কি আছে সেটা আমার ভাল করেই জানা হয়ে গেছে।
'
আরে তোরা তো আমাদের জন্যে না।তোরা তো ওই সব পাবলিকের জন্যেই।যারা দু একদিন বাইকে নিয়ে ঘুরবে, খাওয়াবে, গিফট দেবে আর সুযোগ বুঝে বন্ধুর বাসার খালি রুমটা শব্দে ভড়িয়ে ফেলবে।
'
মেয়েরা এমনই হয়।তবে কিছু কিছু মেয়ে আবার বড় ছেলে নাটকের রিয়ার মতোও হয়।কিন্তু সেগুলা দেখা যায় না।বিলুপ্ত প্রায়।
""
বাসার দিকে রওনা দিলাম।এখানে আর কতক্ষন।আজ আর রিক্সা নিলাম না।হাটতে বেশ ভালই লাগছে।আমি হাটছি আর গান গাচ্ছি,
আজ বলবো কি যে তোমায়
তুমি অনেক ভাল থেকো
আমি আমার মত না হয়
প্লিজ নিজের খেয়াল রেখো।
অনেক ভাল থেকো
প্লিজ নিজের খেয়াল রেখো।
------------------------------
----
(ব্রেকআপ স্টোরি)
'
Abdul Ahad(অলস বালক)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ