āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3032

একমাস আগেই মেয়েটা ছেড়ে গিয়েছিলো ছেলেটাকে।
বলেছিলোঃ
দেখ ! তোমার আমার সম্পর্ক পরিবার মেনে নিবে
না !
তুমি ভালো একটা ছেলে ।
অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো।
ছেলেটা অবাক হয়ে প্রশ্ন করেছিলোঃ
কাউকে ভালোবাসো ?
মেয়েটা রেগে চিত্কার করে বলেঃ
ছিঃ এত নোংরা মানসিকতা তোমার ! আমি তোমাকে
কত ভালোবাসি এটা জানো না বলেই এভাবে বলতে
পারলা !
ছিঃ ছিঃ
অজুহাতটা পেয়ে গিয়েছিলো মেয়েটা!
ছোট এই কথাটার জের ধরে করেছিলো ব্রেকআপ!
কি অদ্ভুত !
সম্পর্ক ভেঙে দিতে কি অসাধারণভাবে খুঁজে নিতে হয়
অজুহাত!
এই মেয়েটাই একদিন কারো মিথ্যা কথায় ভোলামনে
ঘর বাড়ি ছেড়ে যাবে।
যে মেয়েগুলো সম্পর্ক ভাঙ্গার জন্য বলেঃ
পরিবার সম্পর্ক মেনে নিবে না !
তারা পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যেবাদী !
কারণ সে যদি পরিবারকে এতই ভালোবাসতো তবে
অযোগ্য কাউকে জীবনে আনতো না।
নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে হাত ছেড়ে দেয়া দরকার।
মানুষ প্রতি মুহূর্তে বদলায় আর বদলে ফেলে নকল
চেহারা!
ভুলে যায় প্রতিজ্ঞা ।
অথচ মেয়েটা কত আবেগ নিয়ে বলতোঃ
ভালোবাসি।
আমরা মিথ্যাটাকেই ভালোভাবাসা ভাবতে থাকি।
সম্পর্ক শেষ হতেই সিমের তিনশটা কন্ট্রাক্ট
নাম্বার থেকে ডিলেট হয়ে যায় নাম্বার।যে নাম্বারটা
একসময় অন্যমানুষটার মুখস্ত ছিলো ।
কে বলবে যে এই মেয়েটাই টানা কয়েকটা বছর চিঠি
লিখতো !
রাতজেগে মিথ্যা স্বপ্ন দেখাতো।
আল্লাহ এদেরকে প্রচুর ভালোবাসার ক্ষমতা দিয়েছে
। কিন্তু এরা অসন্তুষ্ট!
বিশেষ এক জনকে হাজারভাবে ভালোবাসা যায় কিন্তু
এরা হাজার জনকে ভালোবাসার জালে ফেলে একইভাবে
ধোঁকা দেয়!
ভালোবাসার সমীকরণে একপাশের সংখ্যাটাকে শূন্য
দিয়ে গুন করে দিলেই অন্যপাশের অজস্র ভালোবাসার
বৃহদাকার সংখ্যাটাও শূন্যই হয়।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ