āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ…āĻ•্āϟোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2977

রুপ সৌন্দর্য দেখে যে ভালোবাসা
হয় সে ভালোবাসা বেশীদিন স্থায়ীত্ব লাভ করে না।
কিন্তু রুপ সৌন্দর্যকে প্রাধান্য না
পেয়ে মনের গভীর থেকে একটু একটু করে যে ভালোবাসা সৃষ্টি
হয় সেটাই হলো প্রকৃত ভালোবাসা। এ ভালোবাসা কখনো ফুরায় না বরং বারতেই
থাকে। আর পৃথিবীতে এ রখম
ভালোবাসা আছে বলেই হয়তো
ভালোবাসা নামটা ও বেঁচে আছে
কিছু মানুষের অন্তরে।
সর্বোপরি সত্যিকারের ভালোবাসা
বেঁচে থাকুক চিরকাল যুগযুগ ধরে।
----শুভ

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ