#অনু___গল্প
ভালোবাসা তোমায় দিলাম ছুটি
!
!
--কেমন আছো শুভ?
--ভালো।
--কতখানি ভালো?
--যতোখানি ভালো থাকা দরকার
--জানতে চাইবে না আমি কেমন আছি?
--আমি জানি তুমি ভালো আছো
--কিভাবে?
--ভালো থাকার জন্যই তো তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন।
--আমি ভালো নেই।
--ভালো না থাকার কোন কারণ থাকতে পারে না তোমার!
--কাউকে ভালোবাসো?
--হ্যা ভালোবাসি,খুব খুব ভালোবাসি,যতোদিন এ দেহে প্রাণ বায়ু নামক কোন বস্তু থাকবে ততোদিন তাকেই ভালোবেসে যাবে।
--আমাকে ক্ষমা করা যায় না?
--যে ভুল করে তাকে ক্ষমা যায়,কিন্ত তুমি তো কোন ভুল করো নি।
--তোমার ভালোবাসাকে আঘাত করেছি এটা কোন ভুল নয়?
--না ভুল নয়।তাছাড়া আমি কোন বড়লোক ঘরের সন্তান নই যে আমার ভালোবাসায় মুল্য থাকবে।
--তাহলে এখন যাকে ভালোবাসো তাকেই ভালোবাসবে আমাকে না?
--এখন যাকে ভালবাসি তাকেই ভালোবাসে যাবে চিরদিন নয় তো কাউকে না।
--ও!ভালো থেকো।
--হুম।
.
চাইলেই পারতাম তোমাকে মনের কথা গুলো বলতে,বলতাম আমার মনে শুধু তোমারি বসবাস তুমি হিনা এ জীবন শূন্য বালুরচর,যেখানে কিনা শুধুহাহাকার।
তুমি বিনা এ জীবন অর্থহীন কোন বাক্য,যে বাক্য থাকলেও কিছু যায় আসে না।
তোমায় ভালোবাসি বলি না বলে তুমি রাগান্বিত হয়ে কিছু কটু কথা বলেছিলে,ভাবছো সেজন্য আমি এরখম করছি জানো তুমি এগুলো ভুল ভাবছো।
জানো ইচ্ছে করেছিলো তোমায় জড়িয়ে ধরি আর বলি তোমায় ভালোবাসি অনেক ভালোবাসি,যেও না আমায় ছেড়ে.।
চাইলেই পারতাম তোমার হাত দুটি ধরতে,জানি তুমি বাঁধা দিতে না বরং না একটু অবাক হতে এই ভেবে আমি তোমার হাত ধরেছি!কিন্ত কোথায় যেন কথা গুলো বলতে বাঁধা পায়।আর বাঁধাগুলো যে অনেক বড় পাহাড় সমান,উচ্চ শ্রেণী আর মধ্যোবিত্ত বলে কথা।
জানি আমি হাজার চেষ্টা করলে ও তোমায় পাবো না,কারণ তুমি যে ধরা ছোয়ায় বাহিরে।জীবনটা তো আর সিনেমা নয় যে সবকিছুই সম্ভব হবে,এ জীবনে হাজারো কাকোতি মিনতি করে তোমাকে পাওয়া সম্ভব না।পাওয়া যাবে শুধু দু চোখের কোণ দিয়ে অঝোর ধারার অশ্রু বন্যা,আর বন্যায় ভেসে গেলে কূল কিনারা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আমার পক্ষে।জানি পৃথিবীতে আমায় সবচেয়ে বেশী ঘৃণা করবে।
তবু আজ থেকে আমার এই অব্যক্ত কথাগুলোর ছুটি দিলাম,
ছুটিদিলাম তোমায় এজীবন থেকে কিন্ত মন থেকে কোনদিন দিতে পারবো কিনা জানি না,জানি তোমায় কোনদিন ও পাবো না তাই তোমার ভালোবাসা বুকে লালন করে কি লাভ!
তাই ভালোবাসা তোমায় দিলাম ছুটি।
Md Jasim uddin Shuvo (ক্ষুদ্র লেখক)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ē āĻ āĻ্āĻোāĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2975
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§:ā§Šā§Š AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ