āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4713

ঘুমাবার আগে শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় দীপা টুপ করে পাশে শুয়ে বলছে- আচ্ছা এবার ঈদে আমাকে নিয়ে কোনও গল্প লিখলেনা যে?
কি উত্তর দিবো ভেবে পাচ্ছিলাম না! কথা কাটিয়ে বললাম- আচ্ছা আজকে ঈদের কয় দিন?
- কেনো তৃতীয় দিন,
- ওহ, তাহলে আজকে কিছু লিখি
- হয়েছে থাক, আপনাকে আর লিখতে হবেনা
- উহু,  আমি লিখবই খুকিবেবি
- যাও, তিনদিন পর ঈদের গল্প লিখতে আসছে, যত সব আলগা দরদ,  আমাকে আর ভাল লাগেনা বললেই পারো
- ঠিকই বলছো এক ফ্লেভার আর কতদিন...
- রুহী তুমি কি বললে? আবার বলো দেখি?
- তুমি রাজি থাকলে আমি আরেকটা বিয়ে করতে পারি, সতীনের ঘর করতে পারবেনা তুমি? তুমি হবে বড় বউ তোমার আলাদা একটা পাওয়ার থাকবে
- আমাকে রাগাতে চাচ্ছো নাকি কাঁদাতে চাচ্ছো?
- আরে একরাত তোমার ঘরে আরেক রাত ছোট বউয়ের ঘরে, হেব্বি হবেনা বাবু? এই বলে জড়িয়ে ধরতে চাইলাম কিন্তু হিতে বিপরীত হলো, দীপা হাউমাউ করে কেঁদে উঠলো।
.
বিভিন্ন কায়দায় অনেক আদর করে ডেকেও বউকে থামাতে পারিনি। নিরবেই অশ্রু বিসর্জন করছে আর যখনি কিছু বলতে চাচ্ছি ঠিক তখনই হাউ মাউ করে উঠছে, ছুঁতে তো পারছিইনা। কথা বাড়ালে কথা বাড়ে আর কেন যে কথা উলটো দিকে ঘুরিয়ে বউকে কাঁদালাম ধ্যাৎ, নিজের আঙুল নিজেই কামড়াতে ইচ্ছে হচ্ছে, আসলে ফাযলামির সীমা আছে আর সেটা আমি অতিক্রম করে ফেলেছি।
.
কান্না নেই এখন, কিন্তু হাটুতে মুখ গুজে বসে আছে, অভিমান না ভাঙ্গালে কালকেও সে এভাবেই থাকবে। ভাগ্যিস ডিনার কম্পলিট, তা না হলে তো অবস্থা খারাপ হয়ে যেতো।
.
মিষ্টি সুগন্ধের আতর টার ছিপি খুলে দিলাম,আস্তে আস্তে ব্যাপন প্রক্রিয়ায় ঘর সুগন্ধে ভরে যাচ্ছে, এদিকে দীপাও মুখ তুলে আবার মুখ গুজে নিলো। ঘরের বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বালিয়ে দিলাম লাইট টা অফ করার সাথে সাথেই দীপা বিছানা থেকে উঠে চলে যেতে যেতে বলছে- ঘুমাবনা আজ আমি তোমার সাথে...
এমনি সময় খপ করে হাতটা ধরে বুকের মধ্যে নিয়ে আসলাম দীপাকে। দেখি গাল ফুলিয়ে আছে, আমি বললাম- আজকে নতুন করে আরেকবার বাসর রাত করা যাক লক্ষী বউ আমার,
- এটা কত নাম্বার তাহলে?
- মনে হয় ৭৮ নাম্বার বাসর রাত!
- ৭৮ না ৭৯, কিছুই মনে রাখতে পারোনা ফাযিল কোথাকার, কিন্তু তুমি আগে প্রমিজ করো যে আমাকে আর কাঁদাবেনা,
- উহু,  আমি কি তোমাকে কাঁদাতে চাই নাকি? আমি তো তোমাকে রাগাতে চাই আর তুমি কেঁদে ফেলো, আমার কি দোষ!
- না আর রাগানোরও চেষ্টা করবানা
- ওকে মিষ্টি পাখি ওকে প্রমিস, এখন তাহলে একটা দাও
- কি?  চড়?
- হুম চড়
- এই নাও, এই নাও....
.
তবে কি! চড়ের শব্দ ঠাস ঠাস হয়নি... আসলে সেগুলো তো চড় ছিলোনা, ওগুলো নামেই চড় ছিলো...
.
গল্পঃ নামেই চড়
.
লিখাঃ_আমিম এহসান_

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ