āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4710

" নীরব ভালবাসা "
.
দেখা হওয়ার পরে এবং হাটতে শুরু করার আগে অনুরাগ আর দেবপ্রিয়ার কথা হয়েছে যৎসামান্য। অনুরাগ বলেছিলো- চলো কিছুক্ষন হাটি, আর দেবপ্রিয়া জবাবে বলেছিলো- আচ্ছা। সেই তখন থেকে তারা হাটতেই আছে খুব একটা জোরেও না আবার খুব একটা ধীরেও না।
.
কেউ কোনো কথাই বলছেনা শুধু পাশাপাশি হাটছে আর হাটছে যেনো তারা অনন্তকাল এভাবে একসাথে হাটতেই চায়। মাঝে মাঝে হচ্ছে কি,  অনুরাগ দেবপ্রিয়ার দিকে তাকাচ্ছে, যেমনি চোখাচোখি হচ্ছে অনুরাগ তেমনি চোখ  সরিয়ে নিচ্ছে।  দেবপ্রিয়া মনে মনে চাইছে তার প্রিয় মানুষটা তার দিকে সারাক্ষন দেখুক, কিন্তু কি, চোখাচোখিতে এমন লজ্জা পাওয়ার মধ্যে একটা অন্যরকম অনুভুতি আছে যা আসলেই অনেক মজার।
.
চলতে চলতে হটাৎ একজনের হাত আরেকজনের হাতে লাগছে, কেপে উঠছে দুজনেরই শরীর অদ্ভুত শিহরনে। অনুরাগের খুব ইচ্ছে করছে দেবপ্রিয়ার হাতটা শক্ত করে ধরতে তবে সেটার থেকে অনেক আনন্দের লাগছে যখুনি অবাঞ্চিতভাবে হওয়া স্পর্শগুলো।
.
দেবপ্রিয়ার চুল বাতাসে উড়ছে মাঝে মাঝে অনুরাগের মুখে গিয়ে স্পর্শ করছে। অনুরাগের এতে খুব ভাল লাগছে, অবাধ্য উড়ন্ত  চুলের গন্ধে সম্পুর্ন বায়ুমন্ডলটাই সুগন্ধ লাগছে। ইচ্ছে করলেই অনুরাগ দেবপ্রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে চুলে নাক ডুবিয়ে গন্ধ নিতে পারে কিন্তু না উড়ন্ত চুলের অনিয়মিত গন্ধটাই তার দারুন লাগছে।
.
অনুরাগের এবার একটু কথা বলা দরকার কিন্তু কি বলবে খুজেই পাচ্ছেনা, দেবপ্রিয়াও ভাবছে অনুরাগ আগে কিছু বলুক সব প্রশ্নের উত্তর দিতে সে প্রস্তুত কিন্ত কিছুতেই কিছুনা দুজনই চুপ,  হাটছে তো হাটছেই। অতঃপর দেবপ্রিয়ার মনের চাওয়া পূর্ন করে অনুরাগ বলে উঠলো,
- কি? পা ব্যথা করছেনা?
- না তো। তোমার করছে কি?
- না, কতক্ষন হাটবে?
- যতক্ষন  পা ব্যথা হয়নি ততক্ষন
- আচ্ছা চলো
- হ্যা চলো
কথা শেষ, আবার দুজনের মাঝে নীরবতা।
.
দুজন দুজনকে একটাদিন না দেখে থাকতে পারেনা, প্রতিদিন দেখা হয় কিন্তু কথা হয় খুবই কম। পাশাপাশি হাটা, পাশাপাশি বসা, চোখের দিকে তাকিয়ে থাকা এইভাবেই তাদের দুজনের দেখা করার সময়টুকু পার হয়ে যায়।
.
একদিনের ঘটনা, অনুরাগ সাহস করে দেবপ্রিয়ার চোখের দিকে তাকিয়েছে কিন্তু দেবপ্রিয়া লজ্জায় চোখ তুলে তাকাতেই পারছেনা।
- তাকাও একটু
- না, পারবনা
- আহা অল্প একটু
- না না না না
অনুরাগ দেবপ্রিয়ার থুতনী ধরে দু জোড়া চোখ সামনা সামনি করে নিলো, দেবপ্রিয়া তো লজ্জায় লাল,  সাহস করে অবনমিত চোখ উঠাতে উঠাতে অনুরাগের চোখে চোখ রাখলো। যেমনি চোখে চোখ পড়লো, মনে হলো তাদের ভালবাসার একটা অকৃত্তিম বন্ধন আরোও দৃঢ় ভাবে স্থাপিত হলো। দুজনরই যেনো সময় থমকে গেছে, থমকে যাওয়া সময়ে সব অনুপস্থিত, শুধু তারা দুজন, না তারা দুজনও অনুপস্থিত শুধু তাদের দুজোড়া চোখ উপস্থিত যেখানে রয়েছে গভীর ভালবাসা, অনেক প্রেম,  মায়া মমতা, শত আশা,  অল্পখানি লজ্জা সহ আরও অনেককিছু।
.
হাটতে হাটতে সন্ধ্যা নেমে আসলো, অনুরাগ মনে মনে ভাবছে আজকে দেবপ্রিয়াকে ভালবাসি বললে কেমন হয়! বলবো কি বলবোনা এমন করতে করতে অনুরাগ আস্তে করেই বলে ফেললো,
- খুব ভালবাসি তোমায় দেবপ্রিয়া
- কি কিছু বললা?
একবার বলতেই সাহস পাচ্ছিলোনা আবার আস্তে বলার কারনে উনি শুনতেই পাননি,  এ যেনো মহাবিপর্যয়।
- বলেছি,  খুব ভালবাসি তোমায়
একটা মিষ্টি হাসি দিয়ে দেবপ্রিয়া বলছে,
- আমাকেও কি বলতে হবে ভালবাসি
- হ্যা, খুব শুনতে ইচ্ছে করছে
- ভালবাসি, ভালবাসি। তবে কি জানো?
- কি?
- ভালবাসা, প্রেম তো এক অদৃশ্য অনুভূতির নাম,  এটা তো কানে শোনা গুরুত্বপূর্ণ নয়। ভালবাসি না বলেও যে ভালবাসা অনুধাবন করা যায় উপলব্ধি করা যায় সেটাই আসল ভালবাসা।
.
এরপর আবার কি, দুজনই নীরব।

.
লিখাঃ আমিম এহসান

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ