গল্পঃ "দুষ্ট-মিষ্টি প্রেম"
.
মুমুর রাগের মাত্রাটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ইচ্ছে করছে চলতি ক্লাসেই মার্জিকে ডেকে বলতে- এই আমাকে দেখতে পাচ্ছোনা। বিদ্যাধর এমন মনোযোগ দিয়ে ক্লাস করছে যে, আমি তার দিকে তাকিয়ে এতবার ইশারা করলাম কিন্তু সে নোটিশই করলোনা। তার উপর আবার ক্লাসে দেরী করে এসে এমন এক জায়গায় বসেছে যে তাকাতে তাকাতে আমার ঘাড় ব্যথা হয়ে গেলো। ক্লাসটা শুধু শেষ হোক আজকে দেখাবো মজাটা।
.
মার্জি কয়েকমিনিট লেট করে ক্লাসে ঢুকেছে আর তার প্রিয় টিচারের ক্লাস এ খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছে। কিন্তু এদিকে যে তার প্রিয় মানুষটি তাকে ইশারা করেই যাচ্ছে মার্জি সেটা বুঝতেই পারছেনা।
.
ক্লাস শেষ। ক্যাম্পাসের বারান্দায় মার্জি আর মুমু দাঁড়িয়ে,
- কেমন আছো
- সেটা তোমার না জানলেও হবে, আগে বলো ক্লাসে আমাকে দেখতে পাওনি? এতবার যে ইশারা করছি খেয়ালই করলেনা যে,
- না মানে, ক্লাস টা খুব ইম্পরট্যান্ট ছিল তো তাই
- ও আমি তো ইম্পরট্যান্ট না, তাইনা? গোটা ক্লাসে তুমি একবারও আমার দিকে তাকালেনা, কেনো?
- আচ্ছা সরি। এখন তাকায় থাকতেছি
- যাও তুমি, এখন তাকানোর মাঝে কি ওই ফিলিংস হবে
.
মুমুর দুগাল হাত দিয়ে ধরে বলছে- হবে হবে, হবেনা কেনো?
মার্জির দুহাত সরিয়ে মুমু বলছে,
- আচ্ছা তুমি লেইট করে ক্লাসে আসছো কেনো?
- মাত্র তো তিন মিনিট
- ওই তিনমিনিটই অনেক, আমি বুঝছি তুমি বিয়ের পর অফিস করে বাসায় লেইট করে ফিরবা
- উহু, ফিরবনা
- না তুমি ফিরবা
- আরে বললাম তো ফিরবনা
- না, আমি জানি তুমি ফিরবা
- আচ্ছা যাও, দেরী করেও ফিরবো
- কি.... কি বললা আবার বলো দেখি, দেরী করে ফিরলো ওই রাতে তুমি আমার সাথে থাকতে পারবেনা
- তাহলে কার সাথে থাকবো শুনি?
- আমি কি জানি!
- সুন্দরী বউ ছাড়া আমি থাকবো কিভাবে একা একা
- দেরী করে ফিরবানা তাহলেই তো থাকতে পারবা
এমনি ভাবেই দুজনের কথা হয়, মিষ্টি কথা ঝাল কথা সহ সব ধরনের কথা হয়। রাগ অভিমান সব হয় কিন্তু সব শেষের ফলাফল অনেক ভালবাসা অনেক প্রেম।
.
প্রকৃত ভালবাসা মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, মনের অজান্তেই দুটি মানুষ স্বপ্ন বুনে দুজনকে নিয়ে। তাইতো মুমুও হারাতে চায়না মার্জিকে আর মার্জিও কিছু কল্পনা করতে পারেনা মুমুকে ছাড়া। ভালবাসা বেড়েই চলেছে সারাটা জীবন হাতে হাত রেখে পথ চলার আশায়।
.
একদিন রাতে দুজনই ফোনে কথা বলছে, ওপাশে শুনশান নিরবতা আর এদিকে মার্জি,
- এই মুমু, মুমু, কি হলো কথা বলছোনা কেনো? কি ব্যাপার হটাৎ চুপ হয়ে গেলে কেনো? মুমু , এই মুমু
- একটা কথা বলবো
- হ্যা বলো, চুপ করে ছিলা কেনো
- আমার কথাটা তুমি সহ্য করতে পারবে কিনা জানিনা, তবুও বলতে হবে
- এই কি বলো এসব কি এমন কথা বলবা যে আমি সইতে পারবনা
- মার্জি
- কি
- মার্জি আমাকে ক্ষমা করো
- আজব তো! কি হইছে তোমার? কি করছো তুমি যে ক্ষমা করবো
- মার্জি আসলে,
- কি?
- বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে
কর্ণকুহর দুটি গরম হয়ে আসছে মার্জির, টুপ করে ফোনটা হাত থেকে পরে গেলো। নিজেকে মরুপ্রান্তরের তৃষ্ণার্ত পথিকের মত একা মনে হতে লাগলো, মুমুর সাথে কাটানো সময়, তার কথাগুলো কানে ভাসতে লাগলো, মাথাটা এলোমেলো হয়ে গেলো।
.
পরদিন ক্লাসে যাওয়ার ইচ্ছেই করছিলোনা মার্জির, কিন্তু এসাইনমেন্ট আর একটা ইম্পরট্যান্ট ক্লাসের জন্য যেতেই হলো। ক্লাসে গিয়ে দেখে মুমু আসেনি, খুব খারাপ লাগতে শুরু করলো তার। কিন্তু কিছুক্ষন পর মুমু আসলো, আজ মার্জিই তার দিকে বার বার তাকাচ্ছে ছল ছল চোখ নিয়ে, কিন্তু মুমু দেখছেইনা একবারও। এতদিনের ভালবাসা এমন একটা ঝড়ে শেষ হয়ে যাবে এমনটি ভাবতে ভাবতে মার্জির চাপাকান্না বাড়তেই লাগলো। নাহ এ হতে দেওয়া যায়না।
.
ক্লাস শেষে, মার্জি আর মুমু পাশাপাশি দাঁড়িয়ে,
মুমু বলছে,
- চোখ এত লাল কেনো?
হালকা কেঁদে ফেলেই মার্জি বললো,
- আমি তোমায় অনেক ভালবাসি মুমু, তুমি কি পারবে অন্যজনকে বিয়ে করতে, বলো,
- না
মুমু এবার খিলখিল করে হাসছে,
- এই তুমি হাসছো কেনো? আমাকে কাঁদিয়ে তুমি হাসতে পারছো?
- হা হা, আমার বাবুটা রে.. কাছে আসো এই বলে মার্জিকে হালকা জড়িয়ে ধরে আস্তে আস্তে বললো- সরি, আমি তোমাকে দুষ্টামি করে ওই কথা বলছি, তোমায় ছাড়া আমি কাউকেও বিয়ে করতে পারবনা। আচ্ছা তুমি আমায় এত ভালবাসো কেন?
মুমুকে ছাড়িয়ে মার্জি বলছে- কে বলছে তোমায় আমি ভালবাসি? আমি তোমায় ভালবাসি না।
- কি বললা?
- বাসি তো অনেক ভালবাসি,
এই বলে অল্প একটু আলিঙ্গন।
.
.
লিখাঃ আমিম এহসান
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4709
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:⧍⧝ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ