" পুনঃ মিশ্রন(রিমিক্স) কাওয়ালী "
.
.
দ্বিচক্রযান লইয়া ফুরফুরে বায়ু অঙ্গে অনুভব
করিতে করিতে ব্যাক্তিগত শিক্ষকের নিকট
অধ্যয়ন করিতে যাইতেছি। পথিমধ্যে
যানজটের দরুন ব্রেক কষিয়া থামিয়া আছি।
ইতিঃমধ্যে কোনও এক বালিকা বিদ্যালয়ের
বাহন আমার পাশাপাশি আসিয়া থামিলো।
জানালা দিয়া ডজন খানিক সুশ্রী কুশ্রী
বালিকা আমার দিকে চাহিয়া নানা
ধরনের কথা বার্তা, ভাব ভঙ্গিমা প্রদর্শন
পুর্বক আমাকে উত্যক্ত করিতে লাগিলো। ভদ্র
ছেলে দেখিয়া বুঝি আমি বালিকাদিগের
উত্যক্তের স্বীকার হইতেছি।
.
কিন্তু এইভাবে আর কতক্ষন আমাকেও এর দাঁত
ভাঙ্গা পাল্টা জবাব প্রদান করিতেই হইবে।
আমি শার্টের দুই তিনটা বোতাম খুলিয়া,
কেশ এ অঙুলি চালনা করিয়া কয়েকটা
বালিকার প্রতি নেত্র পল্লব সংকুচিত
করিয়া চোখ মারিলাম। এবং গান শুরু করিয়া
দিলাম.. ঠুমকা লাগালি, প্রেমের বিজলী
গিরালি, তোকে দেখে গাইছে এ মন
রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি
প্রেমের রিমিক্স কাওয়ালি। আমার
কার্যকলাপ অবলোকন করিয়া বালিকারা
একে অপরের মুখ চাওয়া চাওয়ি করিয়া একে
একে মুখ ঘুরাইতে লাগিলো.......
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ