"ম্যাশ"
.
লিখাঃ আমিম এহসান
.
.
টিউশনিতে এসেছি। ফিজিক্সের একটা সহজ টার্ম ভুল করায় ছাত্রটাকে জোড়ে একটা ধমক দিলাম। বাসার আর সবাই হুমড়ি খেয়ে এ ঘরে প্রবেশ করলো। প্রথমে ছাত্রের বড় বোন তারপর তার মা তারপর তার বাবা। পরিবারে আর কেউ নেই, থাকলে তিনিও আসতেন।
.
"কি হয়েছে? কি হয়েছে?" কথাটা মুহূর্তের মধ্যেই পরস্পরের মুখ থেকে কপি পেস্ট হয়ে ঘরটা মুখরিত হয়ে উঠলো। একটুখানি ধমকের জবাবদিহি আমি এতজনকে দিতে রাজি নই, তাই কোনো কথা না বলে চুপ করে আছি।
.
ছাত্রের সুন্দরী বোন সুযোগ পেয়ে বলা শুরু করলো,
.
"রাগ, ধমকে কি আর ছাত্র পড়ানো যায়! একটু ভাল বোঝায় দেখে নাকি এ টিচার বাদই দেওয়া যাবেনা যত্তসব। এরকম শত শত টিচার মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইতেছে।"
.
রাকিব আমার ছাত্রের নাম আর তার বড় বোনের নাম ইমা। এমন দু একটা বাজে কথা ইমা ই বলে কেননা রাকিবের বাবা মা আমায় এমন কথা কোনোদিনো বলবেনা কারণ তারা আমার নিজের চাচা-চাচী। চাচী বলা শুরু করলো,
.
"ধমক ছাড়া আর কিছু দিতে পারিস না? পিটিয়ে পিঠের চামড়া তুলে দিতে পারিস না? পড়ালেখা বাদ দিয়ে শুধু টই টই করে ঘুরে বেড়ানো।"
.
রাকিবের থেকে আমি পাঁচ ছয় বছরের সিনিয়র কিন্তু সেটা শুধু পড়ালেখার সময় আর বাকি সময় আমরা এক সাথে ঘুরাঘুরি আর দুষ্টামি করে বেড়াই। তাই চাচীর কথাটার কোনো উত্তর না দিলে রাকিব দু একটা এটম বোমা ছাড়তেই পারে এটাই স্বাভাবিক, তাই বলা শুরু করলাম,
.
"উহু চাচী তোমরা যাও তো, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা।"
.
আরোও দু চার মিনিট বাক বিতন্ডার পর চাচা চাচী চলে গেলেন কিন্তু উনাদের সুকন্যা রয়েই গেলেন। তিনি কিছুতেই যাবেন না, আমার পড়ানো বসে বসে তিনি দেখবেন আর এ সিদ্ধান্তে তিনি অটল। রাকিব এত তাড়ানোর চেষ্টা করলো ইমাকে কিন্তু ইমা এক পা ও নড়লোনা।
.
ইমা তার জায়গা থেকে নড়লো যখন রাকিব রাগ হয়ে চলে গেলো তখন। ইমা আমার পাশে এসে বসলো। পছন্দের মানুষটির পাশে এভাবে বসে ইমার শান্তিই হচ্ছেনা তাইতো সে আরো ঘনিষ্ঠ হয়ে বসার চেষ্টা করছে।
.
ইমা আমাকে পছন্দ করে, চাচা-চাচীও করেন। কিন্তু ইমার সাথে প্রেম আর ইমাকে বিয়ে করতে আমি রাজি নাই। এত রূপবতী আর গুণবতী মেয়েটার প্রেমের জাল থেকে আমি সবসময় নিজেকে বাঁচিয়ে রেখেছি। এর পিছনের ছোট্ট কারন হলো, ইমা জাতীয় টিমের ম্যাশ কে পছন্দ করে। ইমা আমার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো,
.
"আজকে আমায় ঘুরতে নিয়ে যাবি? স্যরি, যাবা?"
"না, পারবনা, তুই তোর ম্যাশকে নিয়ে যা।"
"উহু, ম্যাশকে পেলে কি তোমাকে বলতাম!"
"যা,ভাগ।"
"রাগ হচ্ছো কেনো? আচ্ছা তুমিই আমার ম্যাশ।"
"না না না, আমি তোর ম্যাশ হইতে পারবনা।"
.
ইমা আমার ডান হাতটা জাপটে ধরে আছে। ছাড়াবার চেষ্টা করতে আরো শক্ত করে ধরলো। রাগ হয়ে জোরে জোরে কয়েকটা ধমকানি দিলাম।
.
ধমকানি শুনে বাসার সবাই হুমড়ি খেয়ে ঘরে প্রবেশ করলো। "কি হয়েছে? কি হয়েছে?" শব্দটা আবার সবার মুখ থেকে কপি পেস্ট হয়ে ঘর মুখরিত হতে লাগলো।
.
তবে ঘরে এবার আরেকটা নতুন শব্দ যুক্ত হলো আর সেটা হলো ইমার কান্না। বাধ্য হয়ে তাকে ঘুরতে নিয়ে যেতে রাজি হলাম কিন্তু না তাতে তার মনে শান্তি আসলোনা। বললাম যে,
.
"কিসে তুই খুশি হবি বল?"
"আমাকে তুমি করে বলবা, আর একটা কথা বলতে হবে।"
"কি কথা বলতে হবে বলো?"
"তুমি বলবা যে, 'আমি তোমার ম্যাশ'।"
"পারবনা, ভাগ।"
.
পাঁচ মিনিট মেয়েটাকে কাঁদিয়ে ডাক দিলাম,
.
"ইমা,"
"কি?"
"আমিই তোমার ম্যাশ।"
"সত্যি।"
"হ্যা, সত্যি।"
"ইয়াহু! তুমি এত ভাল কেনো অমি? স্যরি ম্যাশ।"
.
.
.
~সমাপ্ত~
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4674
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ļā§Ģ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ