āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4670

গল্পের নামঃ "চুল"
.
.
পুরো বাস জুড়ে শুধু একটা সিটই ফাঁকা আছে। তাই অন্যদের সুযোগ না দিয়ে অতি দ্রুত সিটটা দখল করে নিলাম। মনে মনে একটু খুশিই হলাম কেননা আমার পাশে রূপবতী এক মেয়ে। এক ঝলক দেখেই বুঝতে পারলাম মেয়েটার সৌন্দর্যের অর্ধেকই হলো কৃত্তিম।
.
বাস চলা শুরু করলো ড্রাইভারের নিয়ন্ত্রিত গতিতে। জানালা খোলা থাকার কারনে একটু মিষ্টি সমস্যায় পড়ে গেলাম। মেয়েটার এক গুচ্ছ চুল বাতাসের সাথে তাল মিলিয়ে আমার মুখের উপর ছিনিমিনি খেলছে। শুনেছি মেয়েদের চুলে মাতাল করা গন্ধ থাকে, তাই শোনা কথার বাস্তব অভিজ্ঞতা পেতে মেয়েটার উড়ন্ত চুলের গন্ধ নেওয়ার চেষ্টা করলাম। চেষ্টা সার্থক হলো, শ্যাম্পুর গন্ধ ছাড়া কিছুই পেলাম না। ঠিক সিগারেটের মত, যে যত আবেগের সাথে সিগারেটের মর্ম বুঝাকনা কেনো সেখানে আমি ধোয়া ছাড়া কিছুই পাইনি প্রথম টানের অভিজ্ঞতায়।
.
আমার মুখের উপরে মেয়েটার অবাধ্য চুলের দাপাদাপি খেলাটা যতই মিষ্টি আর রোমান্টিক হোকনা কেনো এটা আর আমার ভাল লাগছেনা। তাই মেয়েটাকে নিচু স্বরে বললাম- "চুল ঠিক করেন।"
.
মেয়েটা যতটুক সম্ভব চুলটা ঠিক করে নিলো। কিন্তু  চুলগুচ্ছ আবার মালিকের অবাধ্য হয়ে আমার মুখের উপর আছড়ে পড়লো। পাশের মেয়েটা অপরিচিত না হয়ে যদি আমার খুব পরিচিত অথবা প্রেয়সী হতো তাহলে হয়তো ব্যাপারটা অনেক আনন্দ আর অনুভূতিময় হতো। কিন্তু এই মেয়েটার উড়ন্ত চুলের ক্ষেত্রে আমার অনুভূতির ছিটে ফোটা মাত্রও পরিবর্তন হচ্ছেনা, যদিও ছেলে হিসেবে ব্যাপারটা আমার উপভোগ করা দরকার।
.
আমি আবার মালিককে উনার চুলের বিরুদ্ধে নালিশ করলাম। নালিশের সাথে পরামর্শ যোগ করে বললাম- "মাথায় ওড়না দিন না হয় চুল সুন্দর করে বেঁধে রাখুন।"
.
মেয়েটা বিরক্ত হলো নাকি ভাব দেখালো তা ঠিক আঁচ করতে পারলাম না। কেননা মেয়েটা আমার কথা খুব ভাল করে শুনতে পেয়েও উনার চুলের বিরুদ্ধে কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলনা। আর এদিকে দুষ্ট চুল গুচ্ছ আমার সাথে দুষ্টামি করেই চললো।
.
বেশ কিছুক্ষণ নিয়তির খেলা সহ্য করে মেয়েটাকে রাগ দেখিয়ে বলেই ফেললাম- "জানালাটা তো বন্ধ করে রাখতে পারেন, তাহলে বাতাসও আসবেনা, আপনার চুলও উড়বেনা।" মেয়েটাকে এভাবে রাগ দেখিয়ে কথাটা বলা  ঠিক কি বেঠিক হলো তা বুঝতে পারলাম না। কেননা মেয়েরা অবলা, সৌন্দর্যের খনি এবং প্যাঁচ বিশিষ্ট। তাই এদের সাথে ভদ্র-নম্র আর নরম করে কথা বলতে হয়।
.
হ্যা, আমিই ঠিক। মেয়েটাকে রাগ দেখিয়ে কথাটা বলা ঠিক হয়নি। সুন্দর আর মিষ্টি করে অনুরোধ করলেও পারতাম। আমার রাগের বিনিময়ে পালটা রাগ দেখিয়ে মেয়েটা এবার লাউডস্পিকার এ বলা শুরু করলো- "কি সমস্যা আপনার? কেনো এমন করছেন? অসুবিধা হলে সিট ছেড়ে দাঁড়িয়ে যান।"
.
মেয়েটার কথা শোনার জন্য মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতই ছিলাম তাই প্রতিউত্তর স্বরুপ নিজের চোখের দিকে আঙুল দিয়ে ইশারা করে বললাম - "এই যে দেখেন, আপনার চুলের জন্য আমার চোখের কি অবস্থা।"
.
আমার লাল চোখ দেখে মেয়েটা বুঝি নরম হলো। নরম হওয়াটাই স্বাভাবিক, কেননা মেয়েদের এটা বৈশিষ্ট্য। মেয়েটা সুন্দর করে "স্যরি" বলে ব্যাগ থেকে ব্যান্ড বের করে চুল বাঁধলো।
.
খুশি হলাম। আমারও হাসি মুখ, মেয়েটারও  হাসিমুখ। কিন্তু ঘটনা ঘটলো দু চার মিনিট পর। আমি কি জানি একটা জিনিস খুব মিস করতে শুরু করলাম। মনে হচ্ছে আমার প্রয়োজনীয় কোনো একটা জিনিস অনুপস্থিত। ব্যাকুল হয়ে খুজতে লাগলাম সেটা।
.
অনেক ভেবে চিন্তে বের করলাম আমার উদাসী মনের অনুভূতি। প্রায় ঘন্টা খানেক ধরে মেয়েটার একগুচ্ছ চুলের সাথে আমার চোখ মুখ নাকের একটা অসহযোগ আন্দোলন চলছিলো যেটা বন্ধ হওয়ার পর থেকে ভীষণভাবে মিস করছি ব্যাপারটাকে। যেমন একটা কথা আছেনা "কাছের মানুষটি চলে যাবার পর বোঝা যায় যে সে কতটা কাছের ছিল" ঠিক তেমনি ঘটনা ঘটছে আমার সাথেও। আমার চোখ মুখ নাক খুব করে চাইছে সেই শ্যাম্পু করা একগুচ্ছ চুলের সাথে লহরী খেলতে কিন্তু ইচ্ছে থাকলেও পারছেনা।
.
হয়তো মেয়েটার চুল গুচ্ছও আমার মুখের সাথে সখ্যতা ভেঙ্গে যাওয়ায় নিয়তিকে খুব গালি দিচ্ছে যে কেনো তার সাথেই এমনটি ঘটতে হবে। স্বাধীনভাবে যে একটু উড়বে তাতেও বাঁধা।
.
খাঁচাবন্দী বেঁচারা চুল গুচ্ছ।
.
লাজ লজ্জার মুখ পুড়ে মেয়েটাকে এখন খুব বলতে ইচ্ছে করছে-"চুল গুলোকে আগের মত একটু মুক্ত করে দেবেন, প্লিজ।" কিন্তু না, আমার লাজ লজ্জার মুখ না পুড়তেই গন্তব্যে চলে আসলাম। আর আমার অপূর্ন ইচ্ছে অপূর্নই রয়ে গেলো। আর এদিকে বাস জার্নিতে জানালার বাতাস নাকি অন্যকিছুর বাতাস আমাকে পুরষ্কার স্বরুপ সর্দি আর মাথা ব্যথা দিয়ে গেলো। উফফ কি যন্ত্রণা।
.
.
লিখাঃ আমিম এহসান.

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ