--- কেমন আছিস??
.
--- যেমন রেখে গিয়েছিলি তেমন !
.
--- একটু ও বদলাস নি তুই
.
--- এত্ত সহজে মানুষ বদলে যায় ! কারো থাকা না
থাকাটা কি মানুষ বদলিয়ে দেয়??
.
--- নাহ ! বদলে গেছিস তুই
.
--- হয়তো। তবে...
.
--- তবে কি??
.
--- (একটু হেসে) বলবো?
.
--- হা
.
--- এখনো মিস করি তোকে।
.
--- হাও ফানি
.
--- আজব। হাসার কি হলো এতে??
.
--- ভালবাসলে কি এভাবে ছেড়ে যেতি?? যোগাযোগের
একটা মাধ্যম ও তো রাখতে পারতি এটলিস্ট !
কত্ত বার তোর ফোনে ট্রাই করতাম দিনে জানিস??
.
--- সিম গুলো আমি ফেলে দিয়েছিলাম।কারন আমি
জানতাম ,, এত্তগুলা মিস কল এলার্ট দেখে আমি আর ধরে
রাখতে পারবো না নিজেকে।
.
--- কিন্তু আমার নাম্বার টা তোর মুখস্থ ই ছিলো। কেন
করলি না যোগাযোগ?
.
--- এখনো তো মুখস্থ ই আছে
.
--- তাই?? ভুলতে পারলি না পাগল ! এখনো পাগলামী
স্বভাব টা আছে তোর??
.
--- নাহ রে। এখন আর রাগ করিনা কারো উপর ! আসলে
রাগ করার মানুষ নেই যে। কার উপর রাগ করে দূরে দূরে
থাকবো ?
.
---
.
--- আচ্ছা তিথী "
.
--- বল
.
--- তোর কারনে অকারনে ম্যাসেজ ব্লক মেরে,, ফোনটা
অফ করে দেয়ার স্বভাব টা আছে নাকি গেছে??
.
--- হি হি ! ম্যাসেজ ব্লক খাওয়ার অধিকার টা শুধুই তোর
ই ছিলো। আর আমিও ফোনটা বন্ধ করতাম,,
শুধু তোর জন্যই । কারো রাইট নাই এর উপর।
.
--- হুম,,
আমার এরকম পাগলামী ও টা আর কত্তজনে বা সহ্য
করতো।
.
--- আমিতো করতাম।
.
--- হা
.
--- কী??
.
--- বলে কি হবে?? সেই তো হারিয়ে ফেলা দিনগুলোর
স্মৃতি,, আবারো দোলা দিবে মনে!
.
--- পিয়াল!! তুই ও তো ফোন বন্ধ করে রাখতি !
.
--- এহহ!! আমি কিন্তু ফিরতাম..
.
--- হু... রোজ ৩
.
আবারো আমার সেই শেষ বারের মতো খুন হওয়া হাসিটা
দিয়ে তিথী বলে উঠলো,,
--- এখনো ভালবাসিস আমায়??
.
--- হয়তো।
.
--- নাহ!! তুই কখনো ভালবাসতি না আমাকে,,
ভালবাসতাম শুধুই আমি। তাইতো আজ ও কাউকে ঘেঁষতে
দেই নাই আমার আশে। একজনের শুন্যতা অন্যজন দিয়ে
পূর্ন হয় না, বুঝলি ।
.
--- এমন ভাব ধরলি যেনো,, আমি নতুন আরেক টা প্রেম
করতাছি।
.
--- করতে ই তো পারিস। কথাবার্তা র স্টাইলে মনে
হচ্ছে,,
পুলা তো বড় হইয়া গেছে।
.
--- বদলাই নি। অনূভুতিহীন হয়ে গেছি। আর চিন্তা করিস
না!
.
--- কেন???
.
--- আমার মন টা কোন টং দোকানের চা না যে,,
যাকে চাইলেই দিয়ে দেবো। আমি তোর ই থাকবো....
.
--- মিথ্যা!!
.
--- (মুচকি হেসে) হয়তো
.
---
.
--- কী মনে করিস তুই?? তোকে আমি দূরে রেখেছি,, তাই
বলে কি ভুলে থেকেছি??আমি নিয়মিত তোর খবর
নিয়েছি।
.
--- জানি আমি । তবে যোগাযোগ করলি না কেন কুত্তা??
.
--- একটা কথা বলছিলাম আমি তোরে হারামী! মনে
আছে ??
.
--- (অবাক হয়ে) কোনটা!
.
--- যাকে আমি ছেড়ে আসি.. তার জীবনে আর ফেরত যাই
না।
.
--- তো ফিরলি কেন??
.
--- কোথায় ফিরলাম?? আমিতো একটু খবরাখবর নিলাম।
হি হি,, অক্সিজেন নিতে এসেছি
.
--- অক্সিজেন তো নিলি.. কিন্তু নাইট্রোজেন টা যে
রেখে গেলি।
.
--- (হেসে হেসে) এখনো ভুলতে পারিস নি।
.
--- কি বলতে চাচ্ছিস তুই?? তোর কি মনে হয়!!
তোকে আমি মন থেকে মুছতে পারবো??
.
--- মুছে ফেল
.
--- পারবো না
.
--- আমি ও
.
--- ভালবাসিস??
.
--- না ! তুই??
.
--- আমি ও না।
.
--- যাই রে...
.
চিরচেনা সেই নি:স্ব করে দেয়া হাসিতে...
তিথী বলে উঠলো,,
আবারো সেই চলে যাওয়া ! আমাকে বাকরুদ্ধ করে দেয়া।
তারপর যখন ইচ্ছা এসে শ্বাস প্রশ্বাস টা চালু করে রেখে
যাওয়া।
.
--- হা
.
--- পিয়াল!!
কাইন্ডলি একটা হেল্প করবি??
.
--- বল!!
.
--- আমার জীবনে আর ফেরত আসবি না,, কেমন??
.
---(মুচকি হেসে) আচ্ছা!! ভাল থাকিস..!!
.
সব ভালোবাসা পুর্নতা পায় না। কখনো নিষ্ঠুর
বাস্তবতার কারনে,, আলাদা হতে হয় ভালোবাসার মানুষ
গুলোকে।
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4278
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ģ⧍ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ