একটা সুন্দর বিকেল
লেখক:-Hosain Ahmed(অভিমানি ছেলে)
-
-
আমি:-কখন থেকে বসে আছো পাগলী?
(বসতে বসতে)
রুমা:-ওই তুমি এখানে বসবেনা।ওঠো বলছি(রাগী লুক নিয়ে)
আমি:-সরি আর এমন হবেনা।এই কান ধরে বলছি।
রুমা:-ওই আমার কান ধরেছো কেনো।নিজের কান ধরো।
(আরো বেশি রেগে)
আমি:-ও সরি ভুল করে ধরেছি।
রুমা:-আচ্ছা তোমার প্রতিদিন এভাবে দেরি করে আসতে লজ্জা
করেনা।
আমি:-কীযে বলোনা তোমার কাছে আবার লজ্জা কিসের।
রুমা:-তোমার মুখে কিছু বাঁধেনা তাইনা।
আমি:-হুম।
রুমা:-থাকো তুমি তোমার হুম নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি।
আমি:-ঠিক আছে যাও।তুমি গেলেইতো বাঁচি।তোমার মত
পেত্নীকে ভালবেসে আমি সবথেকে বড় ভুল করেছি।
(ওকে রাগানোর জন্য কথাগুলো বললাম)
রুমা:-ওই কী বললি তুই আবার বল।(বেশি রেগে গেলে তুই
তোকারি করে)আর আমি দেখতে পেত্নীর মত তাইনা।আজ
থেকে তোর সাথে ব্রেকআপ।আমার থেকে ভালো
কাউকে খুজে নিস।(কেঁদে কেঁদে)
এই বলেই রুমা যেই চলে যাবার জন্য ওঠতে যাবে ওমনি আমি ওর
হাত ধরে আবার বসিয়ে দিলাম।
আমি:-ওই কই যাও আমাকে রেখে।
রুমা:-জাহান্মামে।
আমি:-আমিও যাবো তোমার সাথে।
রুম:-তোমার জন্য কত সুন্দর সুন্দর মেয়ে আছে তাঁদের
কাছে যাও।
আমি:-তোমার থেকে সুন্দরী মেয়ে আর একটাও নেই।এখন
কান্না বন্ধ করো চোখের কাজল নষ্ট হয়ে যাচ্ছে।
রুমা:-হোকগে তাতে তোমার কী।তুমি যাও এখান থেকে।
আমি:-ওকে যাচ্ছি বাই।
রুমা:-এখান থেকে ওঠে দেখো তোমার হাত পা ভেঙ্গে
দিবো।
আমি:-তুমিইতো চলে যেতে বললে।
রুমা:-আমি বলেছি বলে যেতে হবে।
আমি:-হুম
রুমা আর কিছু না বলে আমার কাঁধে মাথা রাখলো। ও জানে আমি
ওকে ছেড়ে কোথাও যাবোনা।আর আমিও জানি ও কখনো
আমাকে ছেড়ে যাবেনা।
দুজন মিলে পশ্চিম আকাশে সুর্য ডুবে যাওয়া দেখছি।ভালবাসার
মানুষটির সাথে এমন একটা সময় কাটানো সত্যিই অন্যরকম একটা
আনন্দ। ভালো থাকুক প্রতিটা ভালবাসা।
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4257
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Ēā§Ģ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ