āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ā§§ā§Š āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4180

প্রিয় অনিশা, তোমাকে লেখা এটাই আমার প্রথম চিঠি। মা, ভালোবাসার সঠিক সার্থকতা সঠিক সংজ্ঞা তুমি আমার জীবনে আসার পর আমি বুঝতে পেরেছি। একজন মা তার সন্তানকে কী পরিমান ভালোবাসে, সেটা কেবল একজন মা-ই বলতে পারে। হ্যাঁ এটা সত্য আমি তোমার একজন আদর্শ মা এখনো হতে পারিনি!হয়তো কখনো হতে পারবোও না তবুও তোমাকে এটা মানতে হবে এই জীবনে আমি তোমাকে সবচে বেশি ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসাটা না আমি লিখে তোমাকে বোঝাতে পারবো না। 
তুমি আমার জীবনে আসার প্রথম দিন থেকে ২২ মাস পর্যন্ত আমি তোমার জন্য সংগ্রাম করছি। একজন বাবা এবং একজন মায়ের দায়িত্ব আমি একা পালন করার চেষ্টা করছি। আমি জানি, তোমার সব প্রয়োজন আমি এখনো পুরোপুরি পূরণ করতে পারি নি,  তবুও চেষ্টা করি। তুমি কি জানো, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার মুখে 'মা' ডাকটা শোনার জন্য?
আমি যখন যেখানেই থাকি না কেন, সব সময় তোমার কথাই আমার মাথায় থাকে। বিশ্বাস কর,  বাইরে কিছু খেতে গেলে কিংবা কেউ কোনো খাবার দিলে সবার আগে তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তুমি তো এখন ছোট, তাই বুঝতে পারো না। তবে মাঝে মাঝে আমি না কেউ আমাকে কিছু খেতে দিলে সেটা নির্লজের মত তোমার জন্য বাসায় নিয়ে চলে আসি! কি, লজ্জা লাগছে মা কী করে এটা শুনে? আসলে কেন যেন তোমাকে ছাড়া কোন খাবারই গলা দিয়ে নামতে চায় না।
তুমি হওয়ার দিন থেকে অনেক কষ্ট করছি আমি। শুধু মাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে শক্ত করে রেখেছি! না হলে এতদিনে আমি ভেঙ্গে ছাড়খার হয়ে যেতাম। তোমাকে প্রথম কোলে নেওয়া, তোমাকে প্রথম খাওয়ানো, তোমার প্রথম পড়ে যাওয়া- প্রতিটা মুহুর্ত আমার চোখের সামনে সব সময় ভাসে। আমি জানি কীভাবে একজন মায়ের ভালোবাসা প্রকাশ করতে হয়, তবে বিশ্বাস করো পৃথিবীতে আমি তোমাকেই সবচে বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি।
আমি চাই তুমি অনেক সফল একজন মানুষ হও। তোমার প্রতি আমার ভালোবাসাটা কোন বিশেষ দিন হিসেবে আসেনি, বিশেষ দিন হিসেবে আসবেও না। সব সময় তুমি আমার ভালোবাসার সর্বোচ্চ স্থানে থাকবে। ভালো থেকো মাম্মাটা...

অনিশা | আদ্রি আহমেদ |

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ