āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ā§§ā§Š āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4174

রিদওয়ানের মন খারাপ। ফেব্রুয়ারির শুক্রবার। কোথায় শীতের সকালে জম্পেস একটা ঘুম দিবে তা না, বরং বাবা-মার ঝগড়া শুনে ঘুম ভেঙে গেল। রিদওয়ানের মা বলছে, 'শোন, বাড়িওয়ালা খালাম্মা ফোন দিয়েছিল। কালকের মধ্যে বাড়ি ভাড়ার টাকা দিয়ে দিতে বলেছে।' বাবা বলছে,' হাতে তো টাকা একদম নেই। এখন কিভাবে টাকা দেই ? তুমি কোথাও থেকে ম্যানেজ কর।'
-আমি কিভাবে ম্যানেজ করব? সিদ্দিক মামা কে যে ১৫,০০০ টাকা দিলে এক বছর হলো । ঐ টাকা ফেরত চাও।
-তা কখন পারবে শুনি ? নিজেদের চলতেই কষ্ট হয়। অন্যকে টাকা দিয়ে সাহায্য করে আমাদের কী লাভ?
টিউশনি করে কিছু টাকা জমিয়েছিল রিদওয়ান। পরিকল্পনা ছিল এই মাসে ভালো একটা স্মার্টফোন কিনবে। কিন্তু আর হলো কই? টাকাটা বাড়ি ভাড়ার জন্য দিয়ে দিতে হলো। টাকা দিতে হয়েছে এর জন্য রিদওয়ানের মন খারাপ না। বরং সে বাবা-মাকে সাহায্য করতে পারলে খুশি। তার বরং দুঃখ তার বাবাকে নিয়ে। তার বাবা সহজ সরল মানুষ। ছোটখাট ব্যবসা করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তা তিনি। তার সরলতার সুযোগ নিয়ে অনেকে তাকে ঠকায়। কত লোকের কাছ থেকে যে তিনি টাকা পান। কেউ ফেরত দেয় না। এই নিয়ে রিদওয়ানের মনে খুব ক্ষোভ। রিদওয়ান ভাবছে যদি সে পড়াশোনা শেষ করে চাকুরি করে, অনেক টাকা উপার্জন করে, সে তখন কারো প্রতি দয়া দেখাবে না। কাউকে টাকা ধার দিবে না। সে কঠিন হৃদয়ের অধিকারী হবে। এই পৃথিবীর মানুষদের জন্য সে কোনো দয়া দেখাবে না।
এইসব ভেবে সে ফুটপাত দিয়ে হাঁটছে। ফুটপাতের পাশে একটা নালা। সেই নালার অপর পাশে একটা দেয়াল। দেয়ালের এক পাশে একটা ছোট ফাটল। একটা বড় কুকুর আর একটা বাচ্চা কুকুর ফুটপাতে দাঁড়িয়ে আছে। বড় কুকুরটা নালার উপর লাফ দিয়ে দেয়ালের ফাটল দিয়ে চলে গেছে। তার দেখাদেখি বাচ্চা কুকুরটা লাফ দিতে গিয়ে ঝপাৎ করে নালার পানিতে পড়ে যায়। কুকুরটা নালার এক পাশ থেকে আরেক পাশে ছুটছে। কিন্তু কোন ভাবেই নালা থেকে ফুটপাতে উঠতে পারছে না। ফাটল দিয়ে দেয়ালের অপর পাশেও যেতে পারছে না। রিদওয়ান এই দৃশ্য দেখে অস্থির হয়ে পড়ে। কী করবে বুঝতে পারছে না। আরো অনেক মানুষ ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। কেউ তাকাচ্ছে, কেউ তাকাচ্ছে না। রিদওয়ান চলে যেতে পারছে না।
একটা কুকুর এভাবে পানিতে মারা পড়বে তা সে মেনে নিতে পারছে না। এক লোক তার পাশে দাঁড়িয়ে কুকুরটিকে দেখছে। সে লোকটিকে বলল, 'ভাই একটা উপায় বলুন তো। কী করা যায়?' লোকটি বলল, 'কী আর করবেন? নালার ময়লা পানি গায়ে লাগাবে ? যেমন আছে তেমন থাক। একটা মানুষ রাস্তায় দুর্ঘটনায় পড়লে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। আর এটা তো একটা কুকুর।'
না, কিছু একটা করতে হবে। কুকুরের বাচ্চাটা আবার দেয়ালের ফাটলের পাশে এসে ওঠার চেষ্টা করছে। সারা গায়ে নালার ময়লা পানি। রিদওয়ান হাত বাড়িয়ে কুকুরটাকে তুলে ফাটলের ভিতের ঢুকিয়ে দিল। হাতে তার নালার ময়লা পানি। আহ! রিদওয়ানের মনে সে কি শান্তি। একটা প্রাণ বাঁচানো গেল। পরদিন একই ফুটপাত দিয়ে রিদওয়ান হেঁটে যাচ্ছিল। দেখে গতকালের সেই কুকুরের বাচ্চাটা তাকে দেখে 'উ উ' করে আওয়াজ করছে।
রিদওয়ান জিজ্ঞেস করল, 'কিরে কেমন আছিস ?' কুকুরটা তার পিছনে পিছনে আসছে আর লেজ নাড়ছে। রিদওয়ান মনে মনে হাসছে। আসলে চাইলেই মনে থেকে মায়া, মমতা, ভালোবাসা ঝেঁটিয়ে বিদায় করা যায়? সবাই তা পারে না। ভালোবাসা হারায় না, ভালোবাসা হারে না।

ভালোবাসা হারায় না | শাইখ মাহমুদ |

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ