সকালে মা এসে বলল আজ তোকে দেখতে আসবে। আমি কিছু বলার আগে মা রুম থেকে চলে গেল। ছেলেরাও
দেখতে চলে এলো। একটু রাগ হলো। তারপর ও আমি কিছু না বলে যত সুন্দর নিজেকে দেখানো যায় সেভাবে
সাজুগুজু করলাম যাতে ওরা আমাকে না করতে পারে না। ঠিক তাই হলো। ছেলের মামি আমাকে দেখে ঠাস। আমিও
আর চোখে ছেলেটাকে দেখলাম। দেখতে তো ভালই মনে হলো।
ওরা আমাকে রিং পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে গেল। দিন দশকের মধ্যে আমার বিয়ে হয়ে গেল। আমার ছেলেটার সাথে এর ভেতর মাত্র এক বার দেখা হয়ে ছিল তাও শপিং এর সময় কিন্তু কোনও কথা হয়নি। আজকে আমার ফুল সজ্জা। আমি ঠিক করলাম সবার মতো আজকের রাত আমি কাটাবনা ওকে আগে একটু জেনে নেই। ও আসার আগে আমি চেঞ্জ করে ফেললাম। ও আসতে না আসতেই বললাম 'চলো আজ আমরা সারা রাত ঘুরব, তাও আবার পালিয়ে! ও আমার কথা শুনে হা।
বলল- 'সত্যি?' আমি বললাম 'হ্যাঁ।' ও রাজি হয়ে গেল। আমরা সবার আড়ালে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম। অনেক সময় পর ও আমাকে বলল 'তুমি কি আমাকে লাইক কর?' আমি বললাম- 'না! তোমার মামিকে দেখে তোমাকে বিয়ে করেছি।' ও এই বিষয়ে আর কিছু বলল না। তারপর বলল 'চলো বাসায়, অনেক যে ঘুরাঘুরি হলো |'
ভোর ৪ টায় আবার বাসায় ঢুকব। ঢুকতে যেতেই ওদের বাসার কুকুর ঘেউ করে তারা করল। সবাই ভাবল চোর। সবাই জেগে গিয়ে , বাইরে এসে দেখল আমরা। কেউ কিছু না বলে ভেতরে আসতে বলল। আমরাও চলে গেলাম। ইতোমধ্যে সকাল হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে এসে তো অবাক। দেখি আমাকে উদ্দেশ করে একটা চিরকুট লিখে রুম এর বাইরে চলে গেছে | লেখা আছে-
'আমি তোমাকে বিয়ে করতে চাইনি। কিন্তু যখন তুমি বললে আজকে বাইরে কাটাব, তখনই তোমার প্রেমে পড়েছি | তুমি কি আমার প্রেমিকা হবা, নাকি মামি কে নিয়ে সংসার করবা? যদি প্রেমিকা হতে চাও তাহলে রেডি হয়ে নাও | আজকেই আমরা কক্সবাজার যাব।'
চিরকুট পড়ে আমি হাসলাম। তারপর রেডি হয়ে ওর পাশে দাঁড়িয়ে বললাম- 'মামিকে সঙ্গে নীলে কেমন হয়!'
ভালোবাসা বুঝি এমনই হয় যে মানুষ টাকে জানতাম না, আজ তার হাতে হাত রেখে বসে আছি সমুদ্রে ...
পরের গল্প টা..| নাজ জেসমিন |
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ