গল্পঃ "প্রপোজ"
.
'একটু দাড়াও, কথা আছে'-এই বলে ঝুমুর পথ আটকালাম। ঝুমু একটুখানি বিরক্ত স্বরেই বলে উঠলো,
- যা বলবেন তাড়াতাড়ি বলুন।
- অনেকদিন ধরে কথাটা বলবো ভাবছি, কিন্তু শত চেষ্টা করেও পারছিনা,
- শতবার তো হয়নি, কেবল ছয়দিন। আর আমার মনে হয় আজকেও আপনি কিছুই বলতে পারবেননা,
.
গত ছয়দিনে ছয়বার ঝুমুর পথ আগলেছিলাম মনের কথা বলবো বলে, কিন্তু সাহস হয়ে উঠেনি। অব্যক্ত কথা অব্যক্তই রয়ে গেছে। আজ সপ্তমবারের মত ঝুমুর সামনে আমি আর আমার সামনে ঝুমু। যে করেই হোক আজ আমি বলবোই বলবো।
.
- তাহলে বলেই ফেলি নাকি?
- হ্যা বলে ফেলুন, নাহলে এভাবে প্রতিদিন পথ আটকালে তো অনেক সমস্যা
- সামনের দিন থেকে পথ আটকাবো না কথা দিলাম
- আচ্ছা ঠিক আছে, এখন বলুন যা বলতে চাচ্ছেন
- ঝুমু?
- কি?
- তুমি আমার স্ত্রী হবে?
.
সব কিছুই নিস্তব্ধ। আর হবেইবা না কেনো! ঝুমুকে বলতে চেয়েছিলাম- 'ঝুমু তোমায় আমি অনেক ভালবাসি, আমাকে একটু ভালবাসবে কি?' কিন্তু না সব গুলিয়ে কি একটা বলে ফেললাম। এরকম প্রপজ এর উত্তর যে তেঁতো হবে এ ব্যাপারে আমি নিশ্চিত। তাই সবকিছু যখন নিরব আমি পিছন ঘুরে ধীরে ধীরে হাঁটা শুরু করলাম।
.
ঝুমুর সাথে পরিচয় অল্প কদিনের। হুট করে খুব ভাল লেগে গেলো তাই কোনো কিছুর তোয়াক্কা না করে মনের মধ্যে তার ছবি বসিয়ে নিলাম। নিজেই আগ বাড়িয়ে হাবিজাবি কথা বলে পরিচয়টাকে 'ভালই পরিচিত' নামক সম্পর্কে নিয়ে এসেছি।
.
একে অপরকে সময় দেওয়াটাই বুঝি সুসম্পর্কের প্রাথমিক স্তর। তাই আমি যেদিন থেকে তাকে ভালবাসার প্রস্তাব দিতে চেষ্টা করা শুরু করেছিলাম প্রতিটাদিন সে শুনতেই চেয়েছিলো আমার কথা, কিন্তু কি! আমি গর্ধব একটা, কিছুই বলতেই পারিনি। আজ যখন বললাম তাও আবার প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব।
.
খুব ধীরে ধীরে হাটছি, কেননা পিছন থেকে ঝুমুর ডাকের আশা করছি। কিন্তু একি! করিডোর শেষ হয়ে যাচ্ছে তবুও ঝুমু ডাকছেনা। সে চলে গেছে কিনা এখনও আছে সেটাও দেখতে পারছিনা। বুক টা ধ্বক করে উঠলো। বুকের কোথায় জানি খুব যন্ত্রনা হচ্ছে ঝুমু আমার হবেনা এই ভেবে। তবে না হলেই বা কি করার আছে! জীবন তো আর সিনেম্যাটিক না যে ভালবাসার জয় হবেই হবে, কেননা বাস্তব জীবন অনেক কঠিন। না পাওয়ার বেদনা নিয়ে বেঁচে থাকতে হয় আজীবন।
.
নাহ! ঝুমুর পিছন ডাকের সত্যিই আর সম্ভাবনা নেই। এক নদী বেদনা নিয়ে দ্রুতগতিতে হাঁটার জন্য পা বাড়ালাম, এমন সময় ঝুমুর ডাক- 'দাড়ান।'
.
নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। শোনার ভুল মনে করে আবার পা বাড়ালাম। আবার ঝুমুর ডাক তবে সম্বোধন পালটে, '-এই দাড়াও।'
.
একরকমের দৌড়ে গিয়ে ঝুমুর সামনে দাড়ালাম। ঝুমু বলে উঠলো,
- আমি রাজি আছি
- কিসে রাজি আছো?
- কিসে আবার? তোমায় ভালবাসতে রাজি আছি।
- সত্যি?
- হ্যা সত্যি, তবে একটা কথা
- কি কথা?
- আমি তোমার স্ত্রী হতে পারবনা
- কি? স্ত্রী হতে পারবানা তো! কি হতে পারবা শুনি?
- আমি তোমার বউ হতে চাই
- আমার জানামতে বউ আর স্ত্রী তো একই!
- না একই না
- কেনো একই না?
- স্ত্রী কথাটা অনেক জটিল আর বউ কথাটা অনেক সরল আর সুন্দর।
- এমন করে কখনও ভাবিনি তো!
.
মুচকি মুচকি হাসছি আর ঝুমুর চোখের দিকে তাকিয়ে আছি। ইস কি প্রেম! চোখ জোড়ায়! ইচ্ছে করছে হারিয়ে যাই প্রেমের গভীরে।
.
লিখাঃ আমিম এহসান।
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž
4688
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§§ā§Ŧ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ