১
বহুদিনের বহু ভাবনা আত্ম-জিজ্ঞাসা
জ্ঞান আর বৈদগ্ধের তল
নেমে গেল ভেঙে, হুড়মুড় করে যেন
গাঙের পাড় ভাঙা বরষার জল।
শুধু একটিবারের দেখায়, এক লহমার ভুল
দেখেছিলাম শুধু- তুমি কেমনে বাঁধো চুল!
২
তোমার ওই কালো তিলের কৃষ্ণগহ্বরে
বোখারা-সমরখন্দ তুচ্ছ নিশ্চয়!
ইরানের হাফিজ! বেটা ছিল মহা কিপ্টে
আমি হলে দিতাম- বিশ্বের পুরোটাই।
দেখেছিলাম শুধু, তুমি কেমনে বাঁধো চুল
আহ্সান কবীর
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ