āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ā§§ā§Š āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰী, ⧍ā§Ļā§§ā§Ž

4165

প্রায় তিনদিন হলো তরুণ একই স্বপ্ন দেখছে । নীল শাড়ি পরা একটি মেয়ে এসে বলতেছে এই তরুণ ওঠো, আরে ওঠো না কেন? সকাল হয়ে গেছে তো । তখনি ধড়ফড় করে উঠে বসে তরুন। উঠে দেখে কেউই নেই । শুধু অ্যালার্ম ঘড়িটা একলা টিকটিক করছে নীল দেয়ালে। এই স্বপ্নের কোনও মানে খুঁজে পায়না তরুণ। তবে সে ভাবে এরপরের দিন যদি সে একই স্বপ্ন দেখে তাহলে এবার সে মেয়েটার সাথে কথা বলবে । তাই সে খাতা কলম নিয়ে লিখতে বসে কি কি প্রশ্ন করবে মেয়েটাকে ...
এই পাঁচটা প্রশ্নই মনে হয় যথেষ্ট প্রথম দিনের জন্য । তাই সে অপেক্ষা করতে থাকি আরেকটি রাতের । সারাদিনের ক্লান্তিতে একসময় ঘুমিয়ে পড়ে তরুণ । আবারো সেই কণ্ঠের ডাক ...
এই তরুন ওঠো, ওঠো না কেন? এইবার তরুণ আর জেগে ওঠেনা। জিজ্ঞেস করে ...
আপনি প্রতিদিন নীল শাড়ি পরে কেন আসেন?
মেয়েটা চলে যায়। আর কোনওদিন স্বপ্নে আসেনা তরুণের । তারপর তরুণ অনেক ভেবেছে মেয়েটা আসলে কেন আসতো। কে সে। কিবা চাইতো। নীল শাড়ি পরা কাউকে দেখলেই জিজ্ঞেস করেছে আপনার নাম কি নবনী? কিন্তু আজও পর্যন্ত খুঁজে পায়নি। জানিনা কোনদিন খুঁজে পাবে কিনা। সে কেন এত খুঁজেছে নবনীকে তা সে জানেনা। তাহলে কি নবনীকে সে ভালবেসে ফেলেছে? তা কিভাবে হয় । ভালো করে মুখটাই তো দেখা হয়নি । যখন তরুণ ভাবতে ভাবতে বুঝতে পারলো নবনীকে আর সে খুঁজে পাবেনা । মায়ের পছন্দে বিয়ে করল তরুন । বিয়ের রাতে মেয়েটা খুব কাঁদছিল ...
আমি অন্য একজনকে ভালোবাসি, বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিয়েছে ...
ও আচ্ছা , আচ্ছা আপনি তাহলে এখানে শুয়ে পড়ুন আমি নিচে ঘুমাচ্ছি ...
সকালে মেয়েটার ঘুম ভাঙে আগে। ঘুম ভেঙে দেখে আরে এইতো সেই ছেলে যে স্বপ্নে আসতো। স্বপ্নে এসে বলত নবনী, এই নবনী ঘুম থেকে ওঠো । আর আমি কত অপমান করেই না ছেলেটাকে তাড়িয়ে দিয়েছিলাম । তারপর কত খুঁজলাম আর কোনদিন পেলাম ই না ...
নবনী বিয়ের লাল শাড়ি খুলে নীল একটা শাড়ি পরে।  নীল টিপ দেয় কপালে । তারপর ডাক দেয় তরুণকে। তরুণ, এই তরুণ, ওঠো সকাল হয়ে গেছে তো। তরুণ ভাবে আজ আবারো নবনী এসেছে স্বপ্নে। সে কোনওভাবেই এই ঘুম ভেঙে উঠবে না। কারণ ঘুম ভাঙলেই যে নবনী হারিয়ে যাবে

নীল শাড়ির নবনী |
Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ