গল্প : থাপ্পরের মহিমা
-শোন না I LOVE U
- থাপ্পর খাইতে মন চাইছে?
- না না থাক। এমনেই ভালো আছি। মেয়ে মানুষের থাপ্পর কি অপমান জনক।
- ঔই চুপ থাক। চল খুদা লাগছে খাবো।
- ওকে চল ক্যান্টিনে যাই ?
- ওকে চল।
এতক্ষণ যে দুজন কথা বলছিলো তারা হলো হাসান আর তিথি । খুব ভাল বন্ধু দুজন। আসলে বন্ধুত্ব বলতে তা আজ ভালবাসায় পরিণত হয়েছে । কিন্তু সেটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ। বন্ধুত্ত টা যদি নষ্ট হয় তাই কেউ কাউকে মনের কথা কিছু বলে না।
তবে হাসান মাঝে মাঝে মজার ছলে এই কথা গুলা তিথিরে বলতো। কিন্তু তিথি বুজতো না। ও শুধু মজাই মনে করতো।
চলছিল এমনেই ।
কিন্তু হঠাৎ একদিন।
-হাসান : ঔই তিথি শোন না
- তিথি : হুম বল।
-হাসান : I LOVE YOU
ঠাস করে একটা চড় পড়লো হাসানের গালে।
হাসান গালে হাত দিয়ে
- তুই জানলি কেমনে যে আজ তোকে সত্যি সত্যি ভালবাসার কথা বলছি।
তিথি : মানে।
হামান : হুম, যা শুনলি সত্যি। আমি তোকে সত্যি অনেক ভালবাসি। জানিনা তুই আমাকে ভালবাসিস কিনা। তবে জেনে রাকিস আমার ভালবাসার কোনো কমতি নেই। তুই আমার সব। তোর জন্য আমার বৃত্ত টা পুর্ন। প্রত্যেকটা মুহুর্ত আমি তোকে নিয়েই সাজায়। মন চাই সারাদিন তোর পাশে পাশে থাকি। ফেন্ড শিপের জন্য এতোদিন কিছু বলতে পারি নি। কিন্তু আজ তোকে কেন জানি খুব কাছে থেকে পেতে মন চাইছিলো। তাই বললাম। ভুল হইলে ক্ষমা করে দিস।
আমি যাই,
বলেই হাটা দিলো হাসান
পিছন থেকে তিথি হাসান শোন
হাসান : হুম বল
তিথি : তুই কি আমার তুমি হবে
হাসান : মানে
তিথি: কি মানে মানে করো। তোমায় ভালবাসি এটাই জানি।
হাসান: তাইলে থাপ্পর টা মারলে কেন? ?
তিথি : আসলে তুমি সব সময় মজা করো তাই মারছি। আমি যদি জানতাম তবে তোমায় সত্যিই মারতাম না। আমি সব সময় ভাবতাম তুমি হয়তো আমায় বলবে তুমি আমায় ভালবাসো। কিন্তু তুমি কখনো আমাকে সত্যি বলো নি। তুমি যখন আমায় মজা করে i love you বলতে । আমি তখনো ভাবতাম সত্যিই বলছো কিন্তু একটা থাপ্পরের ভয়ে তুমি থেমে যেতে। আর কিছু বলতে না। খুব রাগ হতো । মনে হতো ...... না থাক ।
আচ্ছা খুব লাগছে না।
হাসান : না না তোমার মতো পেইন রে সারাজিবন সহ্য করতে পারবো আর সামান্য একটা চড় কোনো ব্যাপার না।
তিথি : কি বললে আমি পেইন না। ওকে থাকো তুমি আমি যাচ্ছি।
হাসান : আরে বাবা সরি এমনি বলছি তো ।
তিথি : এমনি না, তোমার শাস্তি আছে।
হাসান : আবার কিসের শাস্তি।
তিথি : শাস্তি হলো আমাকে প্রপোজ করতে হবে।
হাসান : ও প্রপোজ ওকে জানু I LOVE YOU.
ঠাস,
হাসান : এটা কি হলো আবার মারলে কেন।
তিথি : এটা কোনো প্রোপোজ স্টাইল হলো। ভাল করে প্রপোজ করো।
হাসান : ও ও
হাসান হাটু গেরে দিয়ে I LOVE YOU THITI.
তিথি : I LOVE YOU 2 JANU.
মিলন হলো দুটি হৃদয়ের ।
আসলে কিছু কিছু ভালবাসা এমনই হয় খুব বেশি ভালবাসা থাকা সর্তেও কেউ কাউকে বলতে পারে । তবে দুজন মানুষের চাওয়া পাওয়া যখন সব কিছুকে হার মানিয়ে দেয় তখনই বন্ধুত্তটা ভালবাসায় পরিনত হয়।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ