- আর কোনদিন যদি বলছো আমাকে শাড়ি পড়তে তাহলে তোমার খবর আছে। 😡😡
- কেনো গো? আমি কি করছি? 😮😮
- আর ঢং করা লাগবেনা। তুমি রীতাকে বলোনাই। শাড়ি পরলে তোমাকে সুন্দর লাগবে?
- রীতা তো তোমার বোন। 🐯🐯
- তাই বলে কি ওকেও তোমার বলতে হবে যে শাড়ি পড়লে সুন্দর দেখাবে?
- আচ্ছা সরি আর কোনদিন বলবোনা। 🙏🙏🙏
- মনে থাকবে? শুধু আমাকে দেখবা শাড়িতে 😍😍। অন্য কাউকে না।
- আচ্ছা। 😩😩
- কি ব্যাপার কাঁদতেছো কেনো? ওহ এখন আমাকে দেখতে আর ভাল লাগেনা। বুঝি তো। সব ছেলেরাই এমন। পুরোনো হয়ে গেছি না। 😭😭
- আচ্ছা তোমার বান্ধবী আছে না একটা... ঐযে ফারিয়া। ওর কি খবর? কদিন ধরে দেখিনা তোমার সাথে। মিস করি খুব। 😘😘
- ও তাই না? ওরে খুব মিস করতেছো ? 😭😭 ওরে কিসের ইমুও দিচ্ছো? 😭😭 কোনদিনও ফোন দিবানা 😡😡 আমি তোমাকে ভালবাসিনা 😡😡 তুমি একটা লুইচ্চা 😡😡 আই হেইট ইউ 😡😡
- ঠিক তো? ভালবাসোনা? আচ্ছা শুভ রাত্রি।
বালিকা রাগ করে আর রিপ্লে দিলোনা। চোখের পানি মুছছে। বালককে লুইচ্চা বলে অনেক কষ্ট হচ্ছে। বালকের ইনবক্সে দিকে তাকিয়ে আছে। বালক কিচ্ছু টাইপ করছেনা। গত দশ মিনিট পার হবার পর।
- শুনো। 😍😍
- কি? 😒😒
- রাগ করছো? 😢😢
- না। লুইচ্চাদের রাগের অরাগের কিছু নাই। তারা সনসময়ই লুইচ্চামিতে ব্যাস্ত থাকে। 😒😒
- সরি তো । 😭😭 আর লুইচ্চা বলবানা নিজেকে। আমি জানি তুমি লুইচ্চা না। আমার কষ্ট হয়। আমার উনাকে লুইচ্চা লুইচ্চা বলতে পারবানা 😭😭
- আমি কি সত্যি সত্যিই বলছিলাম? আমি তো তোমাকে রাগাইতে বলছিলাম। তোমাকে রাগাইতে ভাল লাগে তাই। আর তুমি... 😷😩 আর ভাল তো বাসোনা তাহলে কেনো আবার নক করছো?
- কাঁদবো কিন্তু 😭😭 আমাকে রাগাবা বলে অন্য মেয়েকে নিয়ে রাগাইতে হবে? আর কিছু নাই? বললেই ভালবাসিনা হবে নাকি? 😭😭
- 😷😷
- কিছু বলো না কেনো? 😰😰
- ভাল লাগছে না। ঘুমাবো। 😷😷
- উফ। এটুকুর জন্য এতো অভিমান? অসহ্য 😡😡
- সহ্য করতে হবেনা। অভিমান করবো না আজ থেকে কথা দিলাম। 😭😭
- কি বললা? তার মানে কি? অন্য কারো উপরে অভিমান করবা না? কে মেয়েটা নাম বলো। 😭😭
- আরবী 😘😘
- তুমি না! দিনদিন অনেক ফাজিল হয়ে যাচ্ছো। আরবী তো আমি 😍😎
- আচ্ছা আর ফাইজলামু করবো না। কথা দিলাম। 😷😷
- আচ্ছা কাল নীল শাড়ি পরে আসতে পারবো না। তোমার দেয়া শাড়িটা পরে আসবো। 😍😍
- কেনো নীল শাড়ি গেলো কই? 😡😡
- রাগ করোনা। ঐটা পরে ছোটবোন কাল বান্ধবীর বিয়েতে যাবে। 😍😍
- আচ্ছা। 😔😔
- আচ্ছা কি? বলো ঐটা। 😡😡
- কোনটা? 😕😕
- বলবানা? 😡😡
- না বললে কি করবা? 😎😎
- মুখ সেলাই করে দিবো। 😎😎
- ভালবাসি 😍😍
- কাকে? 😍😍
- জানোনা?😔😔
- জানিনা। তুমি বলো। 😍😍
- তোমাকে 😍😍
- Love You Too লুইচ্চা 😍😍
.
.... অভিমান ও শাড়ি
__Siam Ahmed Joy (গান গবেষক)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŽāĻ্āĻāϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§
178
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§:ā§Ģ⧝ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ