দিনটা ২০১৬ সালের ২৭ শে এপ্রিল | বৈশাখ মাসের
ভ্যাপসা গরমে কিরন আর পরির জীবনে বসন্ত
এসেছে | ওদের আজ বিয়ে | না , এই বিয়ের
আগে ওদের জীবনে প্রেম এর 'প' ও পা
দেয়নি ! কিরন স্বভাবে বেশ লাজুক , তাই
কলেজ ইউনিভারসিটিতে সুন্দরী মেয়েদের
দিকে আড় চোখে শুধু তাকিয়েই গেছে |
লাইন মারা, প্রেম করা আর হয়নি ! আর পরির ব্যাপারটা
উল্টো , ওর আজ অব্দি কাউকে বিশেষ পছন্দই
হয়নি ! আর হবেই বা কি করে, গার্লস স্কুল , তারপর
গার্লস কলেজ , তার ওপরে ওর বাবা ! না পরির বাবা
অন্য বাবাদের মতন একটুও রাগী না, একেবারে
বন্ধুর মতন | তাই বন্ধু হিসেবেই স্কুলে , পড়ার
ব্যাচ এ , গানের ক্লাস এ দিয়ে আসতো আবার
নিয়েও আসতো | পারার ফাংসন থেকে যে
কোন অনুষ্ঠানে মেয়েকে একা ছাড়ার
কোনো প্রশ্নই নেই | তাই সুন্দরী পরিকে
ছেলেদের ঝারি অনেক খেলেও , প্রেম
পত্র সমেত প্রেমিক কোনদিনও খুঁজে পায়নি |
তাই অবশেষে দুজনেই মা বাবার স্মরনাপন্ন হয়ে
, মিষ্টি আর রসগোল্লার প্লেট হাতে বিয়ে
করতে রাজি হয়ে যায় | তবে কিরন এর আরো
একটা কারণ ছিল , 'চিংড়ির মালাইকারী'| যেদিন পরিকে
দেখতে গিয়েছিল ওদের বাড়িতে প্রথম ,
সেইদিন দুপুরে খাবার, চালের সরু নরম ভাত, চিংড়ির
মালাইকারী , আমের চাটনি, পাপর, খাইয়েছিল | সবই
পাত্রী নিজের হাতে তৈরী করেছে |
এখনো কিরনের যেন রান্নাগুলো মুখে
লেগে আছে , বিশেষ করে সেই চিংড়ির
মালাইকারী | যেটা খেয়েই কিরন মনঃস্থির করে
নিয়েছিল , যে বিয়ে যদি করে তাহলে এই চিংড়ির
মালাইকারীকে ই করবে , সরি , মানে ইয়ে ,
ওই পরিকেই করবে |
বৌভাতের দিন যদিও সেই পচা গরমটা ছিল না |
কালবৈশাখীর ঝড় আর বৃষ্টি শহরটা কে ভিজিয়ে
দিয়েছে | আজ বেশ ভালো ঘুম হবে , এই
ভেবেই কিরন ঘরে ঢুকলো | এখন ঘরে শুধু
ও আর পরি , আর একটা নিঃস্তন্ধতা ! তবে, ঘরে
ঢোকার আগে একটু যে নার্ভাস হচ্ছিল না কিরন ,
সেটা বললে ভুল বলা হবে | আসলে বিয়ে ঠিক
হয়েছে ফেব্রুয়ারী মাসে, তারপর পরির
সাথে দেখা হয়েছে হাতে গুণে পাঁচবার | ত়া ও
মা, বাবা ভাইয়া সহ | কথা হয়েছে , "কি কেমন
আছ?" , "হ্যা ,আমি ভালো আছি " ,শুধু ওই অব্দিই | আর
ফোন করারও উপায় নেই, পরিদের বাড়িতে
তখনও অব্দি ল্যান্ড ফোনের কনেক্সন নেয়া
হয়নি | আর বুথ এ দাঁড়িয়ে পা ব্যথা করে বকবক করার
মতন কোনো ইচ্ছাই পরি ন নিজে থেকে
দেখায়নি।পরি নিজেও কোন মোবাইল ব্যাবহার
করত না | যাই হোক, এত কিছু ভেবে এখন আর কি
হবে ! বিয়ে করেছে তো একসাথে একই
ঘরে থাকার জন্যই | আর তিন দিন ধরে এই বিয়ের
ধকল এর পর বিছানা যেন ওকে ডাকছে ! সেই
সব ভেবেই ঘরের দরজাটা বন্ধ করলো |
তারপর আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে
এলো | পরি লাল শাড়ী পরে কনের সাজে
বসে আছে | বাহ, বেশ সুন্দর দেখতে
লাগছে তো ! সন্ধ্যে থেকে আত্মীয়
সজন, পারা পরশী , বন্ধু বান্ধবের ভীড়ে
নিজের বউ কে মন দিয়ে দেখার সময়ই পায়নি
কিরন | কিন্তু কিরন বিছানায় এসে বসতেই হঠাত একটা
উল্টো ঘটনা ঘটল ! পরি হাপুস নয়নে কাঁদতে শুরু
করলো ! কিরন তো অবাক ! কি হলো ! কি
করলো ও ! এই ভাবে কাঁদছে কেন রে
বাবা ! ... আমতা আমতা করে কিছু কথা সাজিয়ে কিরন
ভয়ে ভয়ে জিগেশ করলো , "পরি কি
হয়েছে ? কাঁদছ কেন ? আমি তো কিছুই
করিনি !" .... পরি কেঁদে কেঁদে উত্তর দিল ,
"প্লিস কিছু করবেন না ! প্লিস আমাকে ছেড়ে
দিন |
আমি বাবার কাছে যাব | এই রকম সারা রাত একটা অজানা
অচেনা ছেলের সঙ্গে একই ঘরে থাকব !
আমার ভয় করছে |" ... কিরন কথা শুনে আকাশ
থেকে পড়ল , " কি বলছ ? অজানা অচেনা ? কিন্তু
আমি তো তোমার বর |" ...... পরি চোখের জল
মুছতে মুছতেই উত্তর দিল, " সে তো আজ
হলেন ! এতদিন থরী ই না চিনতাম ! আগে এত ভয়
লাগেনি | শাড়ি, গয়না , এত গিফটস এই সবের কথা
ভাবতে ভাবতেই দিন কেটে গেছে ! কিন্তু
আজ সত্যি খুব ভয় করছে | " ............. এর কি
উত্তর দেবে কিরন ! সত্যিই তো | অজানা
অচেনাই বটে | তারপর পরিকে শান্তনা দিয়ে বলল
, " প্লিস কেঁদো না পরি | তুমি আর একটু ভলিউম
বাড়ালেই ঘরের বাইরে লোক জড়ো হয়ে
যাবে ! কে বলতে পারে, ফুলসজ্জার রাতেই
আমি বধু নির্যাতনের কেস এ ফেঁসে জেলখানা
চলে গেলাম।
না বাবা, তার থেকে আমি সোফায় যাচ্ছি | তুমি আরাম
করে হাত পা ছড়িয়ে খাটে ঘুমাও , নো
প্রবলেম |"..... কথাটা বলে কোনো ভাবে
মেক আপ দিয়ে পরির কান্না থামিয়ে সেই রাতে
কিরন সোফার ওপরই নিজের শরীরটা এলিয়ে
দিল | ঘুমনোর আগে শুধু একটা কথাই মনে
হলো , বাবার একমাত্র মেয়েকে বিয়ে করা
সত্যিই চাপের | পরির বয়স ২০ হলেও চিন্তাধারা ১৪
বছরের ! কি লজিক ! গিফট আর গয়নার কথা ভাবতে
ভাবতেই দিন কেটেছে, ফুল সজ্জার কথা তাই
মনেই হয়নি ! যাই হোক, কি আর করা যাবে | এই
ভাবেই মানিয়ে গুছিয়ে দিন কাটাতে হবে |
একমাত্র বউ বলে কথা |
কিন্তু ফুলসজ্জার তিনদিন পর কিরন আর মানাতে পারল
না সোফায় | রাত সারে বারোটায় পরিকে ঘুম
থেকে তুলে রিকুয়েস্ট টা করেই ফেলল ,
"পরি প্লিস, আমি খাটে শুই | তোমার কোনো
চিন্তা নেই , আমি এক কোণে ঘুমোবো |
মাঝখানে দু দুটো পায়ের বালিশ থাকবে |
আসলে এই তিনদিন সোফায় শুয়ে শুয়ে
কোমরে ভীষণ ব্যথা ! আর নেয়া যাচ্ছে না
|".... ভেবেছিল পরি কথাটা শুনে আবার না
সেইদিনের মতন কেঁদে ফেলে ! কিন্তু
এবার ব্যাপারটা উল্টো হলো , পরি সমবেদনার দৃষ্টি
দিয়ে কিরনের দিকে তাকালো , .... "ইশ , আই
এম রিয়ালি সরি | তুমি আগে বলনি কেন তোমার
কোমরে ব্যথা ! আর আমিও কি ! ওই টুকু একটা
সোফায় কেউ ঠিকভাবে শুতে পারে ! সরি ,
আমার জন্য তোমাকে এই ভাবে কষ্ট করতে
হলো | তুমি প্লিস খাটে ঘুমও | আমার কোনো
প্রবলেম নেই |".......... কথাটা শুনে কিরনের
মুখে হাঁসি | যাক, বাঁচা গেল |
আসলে পরি এই তিন দিনে এই অচেনা
ছেলেটাকে একটু হলেও চিনেছে ! একে
ভালবাসা যায় কি না ,এখনো অব্দি ওর জানা নেই !
তবে ভয় পাওয়ার মতন এই ছেলের মধ্যে একটা
লক্ষণ ও নেই |
এই সবের দু সপ্তাহ কেটে গেছে | আজ ওরা
ঢাকায় ফ্ল্যাট এ এসেছে | কিরন ঢাকায় একটি
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে | তাই
সিলেটে আসল বাড়ি হলেও , পেটের দ্বায়ে
ঢাকার বাসিন্দা | পরিও এর আগে অনেকবারই ঢাকা
এসেছে | আত্মীয় , সজনদের বাড়িতে |
কিন্তু আজকের আসাটা একটু অন্য | আজ ও
এসেছে সংসার করবে বলে | সেইদিন
ফ্ল্যাটের দরজা খুলল যখন , ঘড়িতে বাজে দুপুর
একটা | কিরন পাশের হোটেল থেকেই খাবারটা
নিয়ে এলো | পরি গুছল সেরে খাবার খেয়ে
দারুন একটা ঘুম দিয়েছে | সন্ধ্যের পর বারান্দায়
এসে রাতের ঢাকার দিকে তাকিয়েছিল ও , হঠাত
কিরনের কথায় সম্ভিত ফিরল , " বল , তাহলে
রাতে কি খাবে ? আমি বলি সিম্পেল এর মধ্যে
রাখো | চিকেন কারী আর ভাত , |" .. বেশ
হেঁসেই বলল | পরি ঘর দুলিয়ে সম্মতি দিল, "হ্যা,
তাই ভালো | চিকেন কারী আর ভাত |"....... কথাটা
বলেই আবার আনমনে রাতের ঢাকার
পরিবেশের দিকে মন দিল | গুনগুন করে গানও
শুরু করলো, "ঘরে তে ভ্রমর এলো
গুনগুনিয়ে |"....... কিছুক্ষণ বাদে দরজায় বেল
বাজলো | দরজা খুলতেই কিরন হাজির | হাতে এক
থলি বাজার , আর একটা প্ল্যাস্টিক এর ভেতর কাঁচা
মুরগির মাংস | পরির চোখ বড় বড় করে বলল,
"এগুলো কি ? এগুলো দিয়ে কি হবে ?"......
কিরন এক গাল হেঁসেই উত্তর দিল, "আরে
বাড়িতে তো আলু ,পিয়াঁজ কিছুই ছিল না ! চিকেন টা
রান্না হবে কি দিয়ে ! আমি সঙ্গে আদা রসুন
টমেটো ও নিয়ে এসেছি | যাই হোক, নাও
এগুলো ধর | বেশ জমিয়ে রান্না কর , হ্যা
|" ........... পরির শুকনো মুখে উত্তর দিল, " কিন্তু
, মানে , আমি তো রান্না পারি না | আমি ভেবেছিলাম
তুমি সামনের হোটেল থেকে সকালের মতন
চিকেন কারী নিয়ে আসবে |" .... কিরন যেন
ধাক্কা লাগলো , " কি ! রান্না পারো না মানে !
সেইদিন যখন দেখতে গেলাম, কত কি
করেছিলে তো | এচড় আলুর দম, চিংড়ির
মালাইকারী | এত তারাতারি সব ভুলে গেলে না
কি ?"..... পরি নির্বিকার গলায় সত্যবাদী যুধিষ্টির মতন
উত্তর দিল , "সেইদিন তো সব রান্না মিনতি খালা,
মানে আমাদের বাড়ির কাজের খালা করেছিল | আমি
তো সারাদিন বসে বসে শুধু সেজেছিলাম ,
ছেলে দেখতে আসছে বলে কথা |"...
কিরনের তো কথাটা শুনে চোখ কপালে !, "
মানে ? সেইদিন যে তোমার মা বাবা বলল সব
রান্না পাত্রী করেছে | আমি তো সেই চিংড়ির
মালাইকারী খেয়েই হ্যা বললাম?
পরি মিনমিন করে উত্তর দিল , "সেই জন্যই তো
বলেছিল, মিথ্যে কথা | পাত্রী রান্না করতে
জানে না শুনলে তো সুপাত্র পটবে না | তাই
|" ... না, আর কোনো কথা আসছে না ! কিরন
চুপচাপ গিয়ে সোফায় বসলো | মুখটা এখন
থমথমে | এই সব আগে জানলে মিনতি খালাকেই
বিয়ে করত ! কিন্তু এখন তো আর সেটাও সম্ভব
না | তাই এই ভুমিকম্পের আফটার শক কাটিয়ে কিরন
রান্না ঘরে গিয়ে গ্যাস জ্বালালো | কলেজ লাইফ
থেকে একা থাকার অভ্যেস | তাই রান্নাটাও পারে ,
চালিয়ে নেয়ার মতন | শুধু এটা ভাবেনি যে বিয়ের
পরেও 'চালিয়ে নেয়ার মতন' নিজের হাতের
রান্না খেয়েই দিন কাটাতে হবে ! তবে পরি
সেদিন বলেছে, কিরনের হাতের চিকেন
কারীর না কি দারুন টেস্ট |
দিন কাটছে নিজের তালে | কিরন আর পরি ঢাকায়
এসেছে দশ দিন হয়ে গেছে | সেইদিন ছিল
শুক্রবার | কিরন হেলে দুলে ঘুম থেকে
উঠে এগারটার পর রান্না চাপিয়েছে | আজকের
মেনু রুই মাছের কালিয়া আর ভাত | তবে ব্যাস, ওই
রান্না টুকুই ওর দ্বায়িত্ব | কাপড় জামা কাচা পরিই করবে
| আর বাসন মাজাটা মিউচুয়াল কন্ট্রাক্ট , সেটা দুজনে
হাত লাগিয়ে দুটো থালা দিয়ে নেয় | ঠিক ই
আছে ! বিয়ে মানে তো 50 /50 | সব সময় একটা
মেয়েকেই রান্না করতে হবে কেন !
আফটার অল দেশ স্বাধীন , নারীরা স্বাধীন !
এই সব মহান চিন্তা করতে করতেই কিরন রান্না
শেষ করে বারান্দায় এসে দাঁড়ালো | আর হঠাত
বারান্দায় শুকুর দেয়া ওর শার্ট ,আর পাঞ্জাবিটার দিকে
চোখ পরে গেল | পরি তো সকাল বেলা ওর
সাদা শার্ট, পাঞ্জাবি কাচতে নিয়ে গিয়েছিল ! এই সাদা
শার্ট , ঘিয়ে রঙের পাঞ্জাবি এই রকম ডিপ নীল
রঙের কি করে হলো ? কথাটা ভেবেই কিরন
জোরে জোরে পরিকে ডাকলো | পরি
সাবানের ফ্যানা কপালে হাতে মেখে হাজির |
দেখে মনে হচ্ছে যেন বাথরুমে কাপড় জামা
কাচ্ছিল না , যুদ্ধ করছিল কারোর সাথে | কিরন বেশ
গম্ভীর ভাবে বলল , " পরি ? এটা কি ? এই শার্ট ,
পাঞ্জাবি এই রকম কি করে হয়ে গেল ?" ..পরি
বেশ প্রাউডলি উত্তর দিল , " কেন ! বুঝতে পারছ
না ? নীল দিয়ে ধুয়েছি তো | মিনতি খালা তো
দেখতাম, কাপড় জামা ডিটারজেন্ট এ দেয়ার পর
নীলের জলে ডোবাত | কিন্তু মিনতি খালা খুব
কিপ্টে জানো, কয়েক ফোঁটা নীল দিত !
তাতে কি হয় বল ! আমি তো আজ হাফ সিসি
ঢেলে দিয়েছি | কি ভালো পরিস্কার হয়েছে
না ! দেখো |"... কথাটা শুনে কিরনের যেন
কান্নাই পেয়ে গেল | আস্তে গলায় বলল , "
সেই , এত ভালো পরিস্কার হয়েছে যে জামার
রংটাই বদলে গেল ! পরি, প্লিস , বিয়ের পর এটা
আমার সেকেন্ড রিকুয়েস্ট , আমার জামা কাপড়
দারুন ভাবে পরিস্কার করার দরকার নেই | একটু
ডিটারজেন্ট এর জলে ধুয়ে দিও , তাহলেই
হবে | আর সেটাও যদি না পারো, তাহলেই ইট'স
ওকে , একটু জল ধোয়া করে দিলেও হবে
|"....পরি কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝলো না, মুখ
বেঁকিয়ে বলল, "তোমার না, কিছুই পছন্দ হয় না |
যত সব |"...
সময়ের কাঁটা এইভাবেই আস্তে আস্তে এগিয়ে
যাচ্ছে | আজ কিরন আর পরির বিয়ের এক মাস পূর্ণ
হয়েছে | পরি আজ সন্ধ্যেবেলা বেশ
সেজেছে | কিরন অফিস থেকে ফিরে অবাক
, পরি না কি আজ নিজের হাতে রান্না করেছে !
ডাইনিং টেবিল এ বেশ হাঁসি মুখেই বসলো ও ,
কে জানে আজ কি আছে মেনু তে ! পরি
প্রথম রান্না করেছে বলে কথা | একটু ভয় ও
লাগছিল, নুন ,ঝাল , মিষ্টি যেন ঠিকঠাক প্রপর্সনে
হয় ! নইলে যে খাবে তার রিস্ক | এই সব
ভাবতে ভাবতেই পরি হাজির, হাতে একটা বাটি | কি
রান্না আছে ওই বাটিতে ? কিরন বেশ আগ্রহ
সহকারে বাটির ঢাকনা টা সরালো | আর যেটা পেল
সেটা দেখে ও বাকরুদ্ধ | বাটিতে আলু সিদ্ধ মাখা |
পরি এক গাল হেঁসে বলল, "আজকের মেনু,
আলু সিদ্ধ আর ভাত | আজ আমি প্রথম নিজের হাতে
আলুর খোসা ছাড়িয়েছি, সেটাকে সিদ্ধ করেছি,
তারপর তেল, পেয়াজ কাঁচালংকা দিয়ে জমিয়ে
মেখেছি | আর সরি , ভাত টা একটু গলে
গেছে ! আসলে প্রেসারে চারটে সিটি বেশি
পরে গেছে | যাই হোক, আজ তো সবে
শুরু, এরপর আস্তে আস্তে দারুন রান্না শিখে
যাবো আমি , সিওর।
সত্যি এবার পরিকে রান্নাটা শেখাতেই হবে | আলু
সিদ্ধ আর গলা ভাত খেতে খেতে কিরন এটাই
ভাবছিল | তবে মনে মনে , মুখে কিন্তু আলু
সিদ্ধর সুনামে পঞ্চমুখ |
তারপর থেকে শনি রবিবার গুলো দুজনের রান্না
ঘরেই কাটত | পরিকে ধীরে ধীরে আলু
ভাজা, ডাল , তরকারী সবই রান্না করতে শিখিয়ে
দিয়েছে কিরন|
এখন ৬ মাস কেটে গেছে ওদের বিয়ের |
এর মাঝে ঢাকার সব দর্শনিয় জায়গা দেখা হয়ে
গেছে | ফিলিপ্স এর ক্যামেরার দু দুটো রিল
শেষ, উফ,পরির কি সাজের বাহার সেখানে, ,
লিপস্টিক , প্রিন্ট এর শাড়ি, আর কতকি। সত্যি কথা
বলতে কি , কিরনের এই রকম সুন্দরী বউকে
নিয়ে ঘুরে বেড়াতে লাগে দারুন | বেশ একটা
গর্ব হয় নিজের ওপর | ক্যামেরাতে হাত টা বার বার
আপনাআপনিই চলে যায় ওর | কেমন যেন মনে
হয় আজকাল , মুহূর্ত গুলোকে ধরে রাখতে ,
একদম নিজের করে রাখতে |
এর মধ্যে রমজানের শেষে ঈদ চলে
আসে, পরি হঠাত সকালে উঠে কিরনের হাতে
একটা কচি কলা পাতা রঙের শার্ট ধরিয়ে দিল | নিউ
মার্কেট ঘুরে ঘুরে না কি কিনেছে ও এই
শার্টটা, কিরনের জন্য | আজ ওদের কিরনের
মেজ খালার বাড়ি ধাওয়াত, পরির আবদার এই শার্টটা
পরেই কিরন ধাওয়াত রক্ষা করতে যেতে হবে
| কিরনও কথাটা শুনে হাঁসি মুখে সম্মতি জানালো |
কিন্তু খালার বাড়ি গিয়ে আরেক কেস, খালা তো
অবাক ! দরজা খুলেই প্রথম কথা, ---- "কিরে কারন ?
এই কচিকলা পাতা রঙের জামা পরেছিস যে ? মনে
আছে দু বছর আগে ঈদে তোকে এই কালর
এর একটা শার্ট এর পিস গিফ্ট করেছিলাম, আর তুই
কেমন ফেরত দিয়েছিলিস | তোর না কি এই রং
একদম চলে না | আজ নিশ্চই বউ গিফ্ট করেছে |
তাই চুপচাপ পরে ঘুরতে বেরিয়েছিস , কিরে তাই
না ?"...কথাটা শুনে কিরন চুপ আর পরির মুখটা ফ্যাকাসে
| সেই রাতে পরি ওকে জিজ্ঞাসা করেই
ফেলল , "তোমার যখন এই রংটা পছন্দ ছিল না, তখন
আমাকে বললে না কেন ? আমি চেঞ্জ করে
আনতাম |"... কিরন সেইদিন পরির চোখে চোখ
রেখে বেশ দৃঢ় গলায় উত্তর দিয়েছিল, ---
"আসলে সবাইকে না বলতে পারি , কিন্তু
তোমাকে না বলাটা ঠিক আসে না | আর আজ
থেকে কচিকলা পাতা রংটা আমার খুব পছন্দের |"....
কথাটা শুনে পরি লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিল |
আর কোনো কথা খুঁজে পায়নি উত্তর দেয়ার
মতন |
এখন জ্যানুয়ারী মাস |২০১৭ সাল এসে দরজায় করা
নেড়েছে | পরি কিছুদিনের জন্য সিলেটে
এসেছে বাপের বাড়িতে | যদিও মনটা ঢাকাতেই
পরে আছে | এই দু দিনে একটা চিঠিও লিখে
ফেলেছে , আজ যাবে পোস্ট অফিস,
পোস্ট করতে | এইসবই ভাবছিল তখনই কলিং
বেলটা বেজে উঠলো | এখন সকাল ৮ টা
বাজে, এত সাত সকালে কে এলো আবার ! এই
সব ভাবতে ভাবতেই মায়ের গলার আওয়াজটা
কানে এলো | --- " আরে জামাই এসেছে রে
, পরির বাবা, কি গো , তুমি কোথায় আছ ? দেখো
কে এসেছে !"... পরি কথাটা শুনে লাফাতে
লাফাতে ড্রইং রুমে গিয়ে পা টা থমকে গেল |
সামনে ঢাকার ফেলে আসা চেনা মুখটা হাজির |
কিরনও স্থির দৃষ্টি তে পরির দিকে তাকিয়ে , মুখে
একটা লাজুক হাঁসি | এই দৃশ্য দেখে শাশুড়ি মা বলেই
ফেলল , --- "বুঝতেই পারছি , জামাই তো বউকে
ছাড়া দু দিন ও থাকতে পারে না | কি টান |" ... পরি
সেদিন ছাদে দাঁড়িয়ে বলে উঠলো , " ইশ , মা
বাবা কি ভাবলো বল তো ? আমি তো আজই চিঠি
পোস্ট করতাম | আর তুমি যে এই ভাবে হঠাত
চলে এলে , অফিসে এ ছুটি পেতে অসুবিধা
হলো না ?".... কিরন বেপরোয়া ভাবে পরির হাতটা
শক্ত করে ধরে উত্তর দিল, " ধুর, যা ভাবে ভাবুক
| আমার কি ! আমি তো আর অন্য কারোর বউ এর
সাথে দেখা করতে আসিনি | আর ওই ফ্ল্যাট এ একা
থাকার অভ্যাস আমার শেষ হয়ে গেছে |
ভীষণ খালি খালি লাগে | তাই অফিসে এ
এপ্লিকেসন দিয়ে চলে এলাম |" ......
আজ বছর পার হওয়ার দিন | ২৭ শে এপ্রিল | পরি আর
কিরনের বিবাহ বার্ষিকী | দুজনেই সকাল সকাল
রেডি হয়ে নিয়েছে, বেশ সেজে গুজে |
কিরন তো বিয়ের সেই পাঞ্জাবিটা পরেছে |
পরি সেজেছে লাল রঙের তাতের
শাড়ীতে | সিনেমা দেখে , হোটেল এ
খেয়ে বাড়ি ফেরা , সারা দিনের প্ল্যান | সবই ঠিক
চলছিল সকাল থেকে , কিন্তু হঠাত মাঝ রাস্তায়
স্কুটারটা বিগড়ে গেল | আগের বছরই এই
সেকেন্ড হ্যান্ড বাজাজ স্কুটারটা কিনেছিল কিরন |
এই বিবাহ বার্ষিকীর দিন যে এই ভাবে
ভোগাবে এটা কে জানত ! কিছু দূর গিয়ে
গ্যারেজ | পাঞ্জাবি ঘামে একেবারে ভিজে
গেছে স্কুটার ঠেলতে ঠেলতে | আর
সঙ্গে আবার সুন্দরী বউ | রাস্তার সব
লোকেরা ওদের দিকে তাকিয়ে | এত লজ্জা
লাগছিল কিরনের | তার ওপরে রাস্তার কিছু দুষ্টু বাচ্চা
অব্দি ওদের আওয়াজ দিল , " ভাইয়ার গাড়ি বিগড়ে
গেছে, ভাইয়ার গাড়ি বিগড়ে গেছে |" ... উফ,
সকালবেলা কার মুখ দেখে যে উঠেছিল !
যাইহোক গাড়ি ঠিক হওয়ার পর কিরনের মুখ ভার |
সকালের ঘটনাটা ভুলতেই পারছে না ! পরিও আর চুপ
করে না থেকে বলেই ফেলল, ---
" কি হয়েছে তোমার ? এত দুঃখ কিসের ?"...
কিরন মুখ ভার করেই উত্তর দিল , --- " ধুর , আজ যা
হলো সকালে ! আমার ওই স্কুটার এর জন্য
তোমারও লজ্জা | সরি পরি, আর তিন মাস সময় দাও,
এইবার একটা নতুন স্কুটার কিনবই |".... পরি কথাটা শুনে
হেঁসে ফেলল ,-- " কে বলল তোমাকে
আমার লজ্জা লেগেছে ! আর আমি তো
জীবনে আর কিছুই চাইনি | আমি তো প্রথম
থেকেই এই রকম স্কুটার অলা চশমা পরা একটা মিষ্টি
বর চেয়েছিলাম | সেটা পেয়ে গিয়েছি , ব্যাস,
যথেষ্ট | আর আমার নতুন স্কুটার চাই না |"... কথাটা
বলেই কিরনের কাঁধে নিজের মাথাটাকে
এলিয়ে দিল | এক বছর আগের দুটো অজানা
অচেনা মন , আজ ৩৬৫ দিনের ব্যবধানে , খুব
চেনা , খুব কাছের | প্রেম ওদের জীবনে
এসেছে, কবুল বলার পর , অন্য স্বাদে , অন্য
রূপে |
।।।।!!!
.
.
>>>>>>সমাপ্তি<<<<<<<<<
. লেখা:-Koyes Ahmed Kiron(কাল্পনিক রাজপুত্র)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āϰāĻŦিāĻŦাāϰ, ā§Šā§Ļ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§
533
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧍:⧍⧧ AM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ