āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

173

অামাদের বন্ধুত্ব
®Shopnil Khademul (স্বপ্নময়ী বালক)
.
.
.
.
.-------দুই মাস হয়ে গেল ক্লাস করছি।ইদানিং খেয়াল করছি দুইটা মেয়ে অামাকে ফলো করে।অনেকসময় ক্লাসে তাকাই থাকে।এটা ওটা নিয়ে প্রশ্ন করে।বুঝতে পারছি ওরা দু-জনই অামার প্রতি দূর্বল।কিন্তু অামি কাওকে'ই পাত্তা দেইনা।
.
১৪ফেব্রুআরি ''ভ্যালেন্টাইন ডে''।অামার কোন ইন্টারেস্ট নাই।পড়তেছিলাম।প
াশেই ফোন রাখা ছিল।
হঠাত ফোনে একটা মেসেজ।
---Happy Valentine Day...Ami Nila...Tumake 1ta kotha bolte chai..Janina Ki mone korba... But,bolsii Ami Tumake Onek Valovhasi..I Love You...............Asha kori Reply korba...........
.
অামি যা ভাবছি তাই সত্যি হল নিলা অামাকে ভালবাসে।অামি কিছুক্ষণ পর রিপ্লে করলাম।
.
---Kal Dekha korba Amar sathe....(অামি)
---Asssa...Sokal 9tay...(রিপ্লে করল)
.
পরদিন সকালে ভাবলাম নিলা'র সামনে যাই অাগে দেখি কি বলে।
গেইট থেকে বের হব দেখি একটা মেয়ে ফুল নিয়ে দাড়াই রইছে।এই মেয়েটাই মিলা।ওদের নামটাও কেমন মিল তাইনা??নিলা-মিলা।
মিলা অামাদের বাসার ২বাসা পড়েই থাকে।
অবশ্য অামরা বন্ধুরা মিলে একটা বাসা ভাড়া নিয়ে থাকি। নিজের বাসা না...যাইহোক মিলা
বলল...
: তোমার সাথে একটু কথা ছিল..
: হ্যা বল।
: দেখ অামি সোজা কথার মেয়ে সোজা ভাবে বলছি।অামি তোমাকে ভালবাসি।যেদিন প্রথম তোমাকে দেখলাম সেদিন থেকেই ভালবাসি।তুমি রাজি না হলে সুইসাইড করব কিন্তু।(কেদে কেদে)
: সব্বনাশ
: সব্বনাশ মানে??
: অামিত প্রেম করবনা এখন তুমি সুইসাইড করবা।পুলিশ অামাকে ধরব।
: হ্যা তাই রাজি হয়ে যাও।
: না হলে হয়না প্লিজজ??
: না হয়না তুমি রাজি কিনা বল??
: অাচ্ছা কাল বলব।
: ওকে।
.
.
পরে নিলার কাছে গেলাম নিলা বলল:-
: কেমন অাছ??
: ভাল তুমি??
: অামি তোমার উত্তরটা শুনে বলব ভাল নাকি খারাপ অাছি। অামি তোমাকে খুব ভালবাসি অাবির।
: অামি তোমাকে কাল জানাব কেমন??
: অাচ্ছা অপেক্ষায় রইলাম।
.
.
রাতে ভাবতেছি কি করা যায়??
কে অামাকে সত্যি কারের ভালবাসে??
.
পরদিন একটা বুদ্ধি করলাম।
প্রথমে মিলার সাথে দেখা করলাম।
: দেখ মিলা অামি রিলেশন করবনা।অামি অার ২মাস বাচব।প্লিজ অামার সাথে রিলেশন করে তোমার লাইফটা নষ্ট করনা।
দেখলাম মিলা কথাটা শুনে মন খারাপ করে চলে গেল।
.
পরে নিলার সাথে দেখা করতে গেলাম:-
: নিলা অামি অার ২মাস বাচব।প্লিজ অামার সাথে রিলেশন করে তোমার লাইফটা নষ্ট করনা।
দেখলাম নিলা কথাটা শুনে চোখের পানি ফেলে দিল।শুধু বলল
: ২মাস বাচ অার এক মাস বাচ,যতদিন বাচবা ততদিন তোমার সাথে থাকতে চাই।
: অাচ্ছা অামাকে অার ১টা দিন সুযোগ দাও??কালকে তোমার উত্তর পেয়ে যাবা।
: অাচ্ছা ঠিকাছে।
.
রাস্তা দিয়ে অাসতেছি অার ভাবতেছি মিলা নয় নিলাই অামাকে সত্যিকারের ভালবাসে।মিলা ত অামার কথা শুনে চলে গেল।অার নিলা কেদে দিল।অার বলল তবুও অামার সাথে থাকবে।অাচ্ছা কালকে নিলাকে সত্যিটা বলে দিব।অার হ্যা বলে দিব।
.
কিন্তু অামার বাসায় অাসার সময় দেখলাম মিলা ওর বাবাকে নিয়ে দাড়াই রইছে।
মিলার বাবাই অামাকে বলা শুরু করল।
: বাবা কি হয়েছে তোমার?? জানো অামার এই মা মরা মেয়েটা যখন চা চেয়েছে তাই দিয়েছি।কখনো কোন কিছুর অভাব বুঝতে দেয়নি।ও বাসায় যায়া খুব কান্নাকাটি শুরু করে।তোমার সম্পর্কে সব বলল।বাবা তোমার কি হয়েছে??যতটাকা লাগে অামি দিব।তোমাকে বড় বড় ডাক্তার দেখাব।প্রয়োজনে বিদেশ নিয়ে যাব।প্লিজ অামার মেয়েটাকে ফিরিয়ে দিয়না।
: অাঙ্কেল অাজ খুব টেনশনে অাছি কালকে অাপনাদের জানাব (কিছুক্ষণ ভেবে)
.
.
রাতে অাবার ভাবছি হায়রে কেন যে মিথ্যা বলতে গেলাম।কি করব এখন???
১টু পর অাম্মু ফোন দিল
: বাবা কেমন অাছো??
: অালহামদুলিল্লাহ ভাল তুমি??
: হ্যা ভাল।অাবির তোমার বাবা খুব অসুস্থ।কখন কি হয়ে যায় বলতে পারিনা।তোমার অাব্বু বলল তোমাকে তোমার অাব্বুর বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করে রাখবে।অার কালকেই অাংটি পড়ানো হবে।তুমি সকাল সকাল চলে এসো??
: সব্বনাশ
: সব্বনাশ কেন??
: এমনি অাচ্ছা বিকাল বিকাল অাসি??
: অাচ্ছা..অাইস।তবে অাসবাই কিন্তু তোমার বাবাকে কষ্ট দিয়না অাবির।তোমার মতামত থাকলে বলতে পার।
: অাম্মু কালকে জানাব প্লিজ প্লিজ।
: অাচ্ছা..ঠিকাছে।
.
.
হায়রে কপাল এতদিন প্রেম করতে পারলাম না। অার এখন ১টা ২টা না এক্কেবারে ৩টা কপালে জুটল।অাচ্ছা ওদের ৩জনকে বিয়ে করে নিলে কেমন হয়??উমম না খাওয়াব কি??
একটাই ভাল।কিন্তু কি করব এখন??
লাইফে এত টেনশনে অাগে কখনো থাকিনি।কাল নিলাকে-মিলাকে উত্তর দিতে হবে।অাবার অাম্মুকেও জানাতে হবে।
.
পরদিন সকাল 9টায় নিলাকে অার মিলাকে দুজনকে এক করে।3জন মিলে একটা বড় মাঠে গেলাম।মাঠের পাশেই নদী অাছে।খুব ভাল লাগে এখানে বসে থাকতে।অাবার পাশেই কাশফুলে চারদিক ছেয়ে অাছে।জায়গাটা যা দেখতে!!কি অার বলব?? খুবই সুন্দর একটা পরিবেশ।
.
: মিলা-নিলা তোমাদের দু-জনকেই বলছি প্লিজ অাগে সম্পুর্ণ শোন।জানি,তোমরা দু-জনই অামাকে খুব ভালবাস।কালকে রাত্রে অাম্মু ফোন দিয়ে বলল অাব্বু খুব অসুস্থ অামি রাতেই চলে যাইতাম।শুধু তোমাদের সাথে কথা বলার জন্যই অাছি।অাসলে অামার অাব্বু অামাকে খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছেন।অামি মা-বাবার একমাত্র সন্তান। কখনো অাব্বু-অাম্মুর অবাধ্য হয়নি।অাব্বু খুব অসুস্থ তিনি অামার বিয়েটা ঠিক করে রাখতে চান তার বন্ধুর মেয়ের সাথে।অামি এই মুহুর্তে না করে দিলে অাব্বু হয়তো হার্টএ্যাটাক করবেন।তোমরাই বল অামার কি করা উচিত???
.
ওরা দুজন একসাথে ১০মিনিট ভেবে:-
: অাবির তুমি তোমার অাব্বু'র বন্ধুর মেয়েকে বিয়ে করে নাও (নিলা)
: হ্যা অাবির তাই করো (মিলা)
: কিন্তু একটা শর্ত্য( মিলা+নিলা)
: কি শর্ত্য??
: ভার্সিটিতে যতদিন অাছি অামরা ৩জন খুব ভাল বন্ধু হয়ে থাকব।তোমার ভালবাসা না পাই বন্ধু হয়ে ত থাকতে পারব (নিলা)
: হ্যা অাবির নিলা ঠিকই বলছে (মিলা)
: ওয়েট
.
: হ্যালো অাম্মু অামি রাজি অারেকটু পরই বাড়িতে অাসতেছি।
: জানি বাবা তুই অামাদের কথার অবাধ্য হবিনা।
: অাচ্ছা অাম্মু রাখি।
.
: হ্যা অামি তোমাদের কথায় রাজি 3জন খুব ভাল বন্ধু হয়ে থাকব।
ওয়েট।
অাবার
: হ্যালো অাম্মু অামার 2টা ভাল মেয়ে বন্ধু অাছে ওদের নিয়ে অাসি??
: অায় বাবা
: অাচ্ছা....
.
মিলা নিলা চল তোরাও যাবি তোদের বন্ধুর বিয়েতে।অার হ্যা অাজ থেকে তুই করে ডাকব একে অপরকে।
.
: অাচ্ছা অামাদের গাড়ি দিয়ে যাই?? (মিলা)
: অাচ্ছা ঠিকাছে।
.
মেস(বাসা) থেকে অামার গ্রামের বাড়ি মাত্র দেড় ঘন্টার পথ দুই ঘন্টার মাঝেই বাড়িতে চলে গেলাম।
অামার অাব্বু বন্ধু 2টা মেয়েকে অামার সাথে দেখ হয়ত কিছু ভাবছে...তাই বলে দিলাম অাঙ্কেল ওরা দু-জন অামার খুব ভাল বন্ধু।
.
কিছুক্ষণ পর মেয়েকে অানা হল।
অামি বললাম মেয়ের সাথে অালাদা ভাবে কথা বলব।সময় দেয়া হল।
ছাদে অামি মিলা-নিলা অার ইরা দাড়িয়ে অাছি।এই অামার হবু বউ এর নাম ইরা।
.
মিলা অার নিলা ইরাকে সব বলল।যেহেতু বিয়ে করব কিছু গোপন রেখে কি করব??
.
ইরা কে এটাও বলল যদি কোন প্রবলেম হয় তাহলে ওরা দু-জন অাজকের পর থেকে অামার সাথে অার কথা বলবে না।
ইরা বলল:-
: না না সমস্যা নেই।অাপনাদের বন্ধুত্ব সারাজীবন থাকুক। অামার সমস্যা নেই।অাজ থেকে অাপনাদের মাঝে অামিও যোগ হলাম অবশ্য অাপনাদের সাথে ত থাকতে পারবনা।তো প্রতি মাসে সবাই দুই-বার করে ঘুরব।
.
একটু পর সবাই হাসিমুখে নিচে নামলাম।
ইরাকে অাংটি পড়ানোর সময় মিলা-নিলা দুজনেরই চোখ ছলছল করছিল। অবশ্য তখনই ঠিক হয়ে গেছিল অাবার।
.
বিকাল ৫টা বাজে:-
সবাই মিলা-নিলা কে থাকতে বলল কিন্তু ওরা থাকতে পারবেনা-চলে যাবে।মিলাদের গাড়ির ড্রাইভার সঙ্গে অাসছিল।তাই যেতে সমস্যা হবেনা। অামি ওদের খানিকটা পথ এগিয়ে দিলাম।
.
পরে যখন অাবার বাসায় অাসছিলাম একটা মেসেজ অাসল >>> kire Tor Bou To porir Moto..Bou paya amader jodi vhule jas...Khobor aseee.......... Nila +Mila
অামি মেসেজটা দেখে হাসতে থাকলাম।
.
পরে ২দিন বাড়িতে থেকে অাবার ভার্সিটিতে চলে গেলাম।
নিলা,মিলা অার অামি খুব মজা করি।অার মাসে ২বার করে ইরা+নিলা+মিলা ঘুরতে যাই।
.
অার ৩বছর পর অামাদের বিয়ে হবে।ততদিনে মিলা+নিলার জন্যও পাত্র ঠিক করে ফেলব ইনশাঅাল্লাহ। অার অামরা যতদিন বাচব ইনশাল্লাহ অামাদের বন্ধুত্বটা অটুট রাখব।চাই সারাজীবন বেচে থাকুক অামাদের বন্ধুত্ব .....(সমাপ্ত)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ