āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

174

-কেমন আছ?
-এত দিন পর! ফোন না দিলেওতো পারতে
-হুম পারতাম,কথা বলতে ১টু ইচ্ছা হল তাই
ফোন দিলাম।কেমন আছ বললেনাতো?
-তোমাকে ছাড়া বেশ ভালোই আছি
-সত্যি কি তাই!
-তোমার কি মনে হয়?
-হুম অনেক ভালই আছ দেখতেইতো পাচ্ছি
-যাক তাহলে বুঝতে পেরেছ
-হুম,আচ্ছা আমাকে কি তুমি মিস করোনা?
-এ কথা কেনো?
-না মানে গত এক মাসেতো একবারেও ফোন
দেওনাই
-হুম দেইনাতো কি হয়েছে? তুমিতো আমাকে
ছেড়েই ভাল থাকতে চেয়েছ!
-হুম অনেক ভাল আছি এখন
.
বিথির সাথে কথা বলতে খুব কষ্ট হচ্ছিল তাই
নেটওয়ার্ক প্রবললেম করছে বলে ফোনটা
কেটে দিয়ে সুইচ স্টপ করে রেখে দিলাম।
.
ও আমার বিবাহিতা স্ত্রী,বিয়েও
করেছিলাম রিলেশন
করে।
কখনো ভাবিনি এভাবে কখনো দুজনকে
আলাদা
হয়ে থাকতে হবে।
.
ওকে যে এ গত এক মাসে একবারেও মিস
করিনাই
এমনটা না তবে প্রতিটা মহুর্তেই ওর শূন্যতা
অনুভব
করেছি।
.
ঠিকমত খাওয়া নেই,গোসল নেই,ঘুম নেই। ভুলেই
গেছিলাম আমি একটা মানুষ।
অবশ্য এসবই আমার পাপের শাস্তি।
আমার কারনেই ও আজ আমার থেকে এতটা
দুরে!
.
বিয়ের প্রায় চার মাস পরে ঘরে স্ত্রী
রেখেও রিয়া নামের অন্য একটা ময়ের সাথে
নিয়মিত দুই একদিন পর পর কথা বলতাম।
.
রিলেশন করতাম বললে ভুল হবে,বন্ধুদের সাথে
বাজি ধরেই রিয়াকে পটিয়েছিলাম।
শয়তানিকে প্রশ্রয় দিলে যা হয় আর কি
.
রিয়ার সাথে যা যা কথা হত সব রেকর্ড করে
রাখতাম আর বন্ধুদের শুনাতাম। বলতাম এই
দেখ বিবাহিত হয়েও আমিও যে পারি এটাই
তার প্রমান ।
অবশ্য রিয়াও জানত আমি বিবাহিত।
.
কথা বলা শেষে মেমোরি কার্ডটা খুলে
রাখতাম।
হ্যাঁ সেদিনেও খুলেই রেখেছিলাম,একটু
অসাবধানতার কারনে ওটা বিথির হাতে চলে
যায় কিন্তু বুঝতে পারিনি যে মেমোরি
কার্ডটা ওর কাছে।
.
-আচ্ছা তুমি আমার মত করে কতজনকে
ভালবাস? (বিথী)
-মানে!
-তুমি আমার মাঝে কিসের অভাব অনুভব
করো?
-আরে কি বলছ এসব!
-আমাকে যদি ভাল নাই লাগে তো বিয়ে
করলে কেনো?
.
বুঝতে পারছি যে সিক্রেট বিষয়টা মনে হয়
একটু ফুটো হয়ে গেছে। ফাইল খোজার কথা
বলে ব্যাগের চেইনটা খুললাম।
.
-ফাইল খুজতে হবেনা, এই যে মেমোরীটা
আমার কাছে।
(আমার মাথাটা যেন হ্যাঙ হয়ে গেল,কি
বলবো বুঝতে পারছিনা।)
-বিথি দেখ আমায় অবিশ্বাস করোনা
প্লীজ,আমি....
-হুম থাক্ থাক্ আর বলতে হবেনা,তোমাকে
আমি ভালবেসে বিয়ে করেছিলাম
শুধু এতটুকুই জেনে রেখো,আর কিছু বলার নাই
আমার।
.
লজ্জাকর পরিস্থিতিটা থেকে রেহাই
পাওয়ার জন্য
একটু বাহিরে বের হলাম,ভাবলাম দুই এক ঘন্টা
বাহিরে
থেকে পরে এসে সরি বলে নেব ।
.
হঠাৎ বিথির ফোন থেকেই কল
আসলো,ফোনটা
পিক করিনাই। আসলে আমি এমন একটা ভুল
করে
ফেলেছি যা কখনো মেনে নেয়ার মত নয় তবুও
সেটা আমার স্ত্রীর কাছে। এজন্যই অনেক
খারাপ
লাগছিল।
.
আরো দুবার ফোন আসল,বাধ্য হয়ে ফোনটা
পিক
করে পাশের বাসার এক ভাবীর কন্ঠে শুনতে
পেলাম যে বিথি সুইসাইড করার জন্য বিষ
খেয়েছে,হসপিটালে নিতে হবে।
.
বিষয়টা কাউকে না জানিয়ে দ্রুত হসপিটালে
নিয়ে
গেলাম,ডাক্তার বলল কন্ডিশন খুব খারাপ যা
করার
তারাতারিই করতে হবে।
.
নার্সরা ইতিমধ্যে ওর হাত পা বেডের সাথে
বেঁধে
ফেলেছে,ডাক্তার দ্রুত ভিতরে নল ঢুকিয়ে
ওয়াশ
করতে লাগলেন। আমার কিচ্ছু করার
ছিলনা,শুধু দাড়িয়ে
থেকে দেখতে হচ্ছিল ওর যন্ত্রনা গুলো।
.
আমার দুইটা চোখ থেকেই পানি
ঝরছে,নিজেকেও শেষ করে দিতে ইচ্ছা
করছে এই মহুর্তে।
হ্যাঁ এটাই অঙ্গীকার করেছিলাম,যদি তুমি
বেঁচে
যাওতো আমি আমার কোন ক্ষতি করবোনা
তবে
তোমার যদি কিছু হয়ে যায়তো আমিও আর
নিজেকে বেঁচে রাখবোনা।
কেনোইবা বাঁচিয়ে রাখবো নিজেকে...?
.
হুম বিথি এখন সুস্থ তবে ও এখন আর আমার
কাছে নেই।
যাওয়ার সময় একটা কথাই বলেছে বাট আমার
কাছে কোন উত্তর ছিলনা।
.
আমায় হসপিটালে কেনো নিয়েছ?
যদি তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ
করার চেষ্টা করোতো আবারো এমন কিছু
করবো যা তুমি ভাবতেও পারবেনা।থাকো
তুমি তোমার রিয়াকে নিয়ে,শেষ পর্যন্ত
আমাকে তোমার থেকে দুরে সরিয়ে
নিতেইহচ্ছে...
.
পাথরের মত দাড়িয়ে থেকে ওর চলে
যাওয়াটা দেখছিলাম। ও কি আবার কখনো
ফিরবে জানা নাই,নাকি ডিভোর্স পেপারটা
গিফ্ট হিসাবে পাঠিয়ে দেবে?
.
সেই এক মাস পর ও আজ ফোন দিয়েছে কথা
বলার জন্য।ফোনটা অন করলাম হয়তো আবার
একটা ফোন কলের আশায়...
হুম বিথি আবার ফোন দিয়েছে
.
-একটা বার দেখা করতে পারবে আমার
সাথে?(বিথি)
-হুম পারবো,তুমি যদি চাও তো হাজার বার
পারবো
-তো চলে এসো
-কোথায়?
-রুম থেকে বেরিয়ে আসো তবে দেখতে
পারবে
.
ওর ফিরে আসা দেখে অনেক খুশি হয়েছি
কিন্তু হাসতে পারিনি হয়তো এটাও আমার
পাপের শাস্তি
//
\\___ Md Rasel Akand

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ