āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

176

পাশের ফ্লাটের পিচ্চি ছেলেটা হঠাত্‍ বাসায় এসে মামণি কে বলতেছে,
- আন্টি, তোমার বড় মেয়ে এই বাসায় থাকে কেন ?
- তাহলে কোথায় থাকবে বাবা ?
- আমার বউ আমার বাসায় থাকবে!
- তোমার বউ ?
- হুমমমম, বড় পু কে আমি বিয়ে করছি তো !
- তুমি খাওয়াতে পরাতে পারবা ?
- পারব না কেন? আর, ও আমাকে তো খাইয়ে দেয় !
- ওকে কিভাবে নিয়ে যাবা ?
- হাটিয়ে নিয়ে যাব..
টুকটুক কথা শুনে রুম থেকেই বললাম,
- কে আসছে আম্মু?
- এসেই দেখে যা !
যেয়ে দেখি আমার পিচ্চি বর টা আসছে !!
- কি গো তুমি এখানে? কি ব্যপার?
- আমার বউ আমার বাসায় থাকবা, চলো..
- এখনি যেতে হবে ?
- হ্যাঁ !
- এমনি এমনি তো যাব না! দেখোনা কত সুন্দর করে বউকে সাজিয়ে নিয়ে যায়?
- দাড়াও, আসতেছি..
দুম করে দরজা টেনে বেড়িয়ে গেল, কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় এর মত ছুটে এল হাতে কিছু নিয়ে ।।
অবাক হয়ে বললাম,
- এগুলো কি ?
- আম্মুর শাড়ি,চুড়ি,গলার মালা,কানের দুল..
- আম্মুর গুলা আমি কেন পরব ?
- আমি বড় হয়ে চাকরী করে তোমাকে কিনে দিব!
- এগুলা কেন আনছ ?
- এগুলা পরবা, তারপর আমার বাসায় যেয়ে থাকবা..
আম্মু ওদিকে হেসেই কুটিকুটি!
- নে, এবার তোর বর কে সামলা..
- উফফ আম্মু! তুমি ও না!
ওদিকে আমার বর ভ্যাঁ ভ্যাঁ করা শুরু করে দিছে ,
অগত্যা বাধ্য হয়েই শাড়ি এবং যা আনছে সব পরলাম..
হাত ধরে প্রায় ঝুলে আছে!
ঘ্যান ঘ্যান করে বলতেছে, "চলো আমার সাথে"...
বাধ্য মেয়ের মত ওর পিচ্চি হাতটা আমার হাতের মুঠোতে নিয়ে ওদের বাসায় গেলাম,তাকে দুপুরের খাবার খাইয়ে দিলাম..
কিছুক্ষণ বসলাম..
আন্টি ওকে ঘুম পাড়িয়ে দিল..
আর, অতিরিক্ত ভালোবাসার নিদর্শন স্বরূপ ও তখনো আমার হাত টা ধরেই রেখেছে ।।
বাবুটা যখন ঘুমিয়ে পড়লো তখন আস্তে করে হাতটা ছাড়িয়ে চলে আসলাম..
আহা! এত্ত বালুভাশা !!

- বালিকা অপ্সরী

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ