āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ⧍ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§­

166

******★একটি বার দেখবো বলে★****
.
লেখক: আশিক
.
একদিন বিকালে মাঠে খেলতেছিলাম।
আমি আমার ফ্রেন্ডরা মিলে।আমি একটু খেলে
বসে ছিলাম। মনটা কেমন জানি ভাল লাগতে
ছিল না। তাই ডাটা টা অন করে ফেসবুকে
গেলাম।
.
তেমন কেও নেই চ্যাট এ।একটা মেয়ে দেখি
চ্যাট এ আছে। ভাবলাম এসএমএস দেই। না দিবো
না। যদি রিপ্লে না করে কেমন লাগবে। একটা
এসএমএস দিয়ে দিলাম।
--হ্যালো
.
না কোন রিপ্লে আসে না। একটু পর দেখি
রিপ্লে আসলো। মেয়েটার নাম রাখি।
মনে মনে ভাবলাম এতো খন পর রিপ্লে।
যাই হক বললাম বাসা কই আপনার।
রাখি: রাজশাহী তে আপনার?
আমি: এই তো আপনাদের বাড়ির পাশে।
সিরাজগঞ্জ কিন্তু বগুড়া পড়াশোনা করি।
.
রাখি: সিরাজগঞ্জ আমার বাড়ির পাশে হল
নাকি।
আমি: ওই হল আর কি।আপনি কি student?
রাখি: হুম এই বার ১০ম এ সামনে ssc!
আমি: হুম ভালো তো।
রাখি: আপনি কিসে পরেন?
আমি: আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরি।
রাখি: ওহ ভালো তো।
.
আমি: হুম।
রাখি: আচ্ছা পরে কথা হবে বায়।
আমি: ওকে বায়।
মেয়েটা ফেসবুক হতে জাওয়ার পর ওর আইডি
টা চেক করলাম।
অনেক সুন্দর সুন্দর পোস্ট। সব গুলাতেই লাইক
কমেন্ট করলাম।
ওর পিক এর ভেতর দেখলাম একটা মেয়ের পিক
আছে। ভাবলাম ওর পিক নাকি।
.
মেয়েটার পিক টা অনেক সুন্দরতা আছে।একটা
কমেন্ট করলাম। ওই ভাবে তাকিও না নজর
লাগবে।
কমেন্ট টা করে ফেসবুক হতে বের হয়ে আসলাম।
সন্ধ্যা হয়ে গেছে।
এই আশিক চল ভিতরে যাই (নয়ন)
আমি: হুম চল যাই।
ওই সালার তো শুধু ফোন টেপাটেপি(নাইম)
আমি: ফোন যে কেন টিপিরে তুই কি বুঝবি।
নাইম: হে বুঝি তো খালি মেয়েদের সাথে
চ্যাট করিস এই জন্যই তো ফোন টিপিস।
.
আমি: আমি মেয়েদের সাথে চ্যাট করিনা
তোর মতো আমি লুচ্চা না।
নয়ন: হুম আশিক খুব ভাল ছেলে তো।
আমি: ভালই তো হতেই হবে। আমি যেমন হব
আমার বউ ও তেমন হবে।
নাইম: তো সালা ফোন টিপিস কেন এতো।
আমি: একটা পরি খুজিরে। যে আমাকে ওনেক
ভালবাসবে পাগলের মত আমার কেয়ার করবে।
এই জন্য ফেসবুক এ পরি খুজি।
নয়ন+নাইম: হা হা হাহা
.
আমি: ওই হাসিস কেন রে।
নাইম: দোস্ত তুই কেমন পরি খুজিস রে ডানা
কাটা পরি নাকি রে?
আমি: হুম ডানা কাটা পরি।
নয়ন: কিরে আশিক তোর পরির ডানাকাটার ঘা
শুকায়ছে তো?(হেসে)
আমি: পরি তো পাইনাই কেমনে দেখবো
শুকালো নাকি।
নয়ন: ভালো করে খোজ পায়য়া যাবি।
আমি: হুম দোস্ত পরি তো আমাকে খুজতেই হবে
তাছাড়া কেমনে বেচে থাকবো।
নাইম: যা সালা পরি খোজা বাদদিয়ে পড়তে
বস কাল ওহেদ স্যার এর সোসাল সাইন্স পরিক্ষা
আছে।
আমি: ওকে যা পরতে বসবো আমিও।
.
পড়তে বসলাম। কিন্তু পরতে ভাল লাগছিল না।শুধু
মাথার ভিতর একটাই চিন্তা পরি খুজতে হবে
পরি পরি। এই পরির জন্য জিবন্টা আমার শেষ।
.
তবুও আমি পরি খুজে পাইনা। ও পরি তুমি
কোথায় গো। নাহ পরি আমার কথা সুনতে
পায়না।একটা add আছে না ফগ ছেন্ট নিলে
পরি চলে আশে। কত ফগ সেন্ট নিলাম কিন্তু
আমার পরি আজও আসলো না।পরির জন্য পাগল
হয়ে যাব।
.
না কিছু ভাল লাগছে না। পরা বাদ দিয়ে
ফেসবুক এ চলে গেলাম।
গিয়ে দেখি রাখি ওই কমেন্ট টার রিপ্লে
করছে।
---- চোখ টা নিচে দিলেই তো আর নজর লাগে
না।
আমি রিপ্লে করলাম।
--- ওকে নিচেই রাখলাম।
.
চ্যাট এ দেখি রাখি আইছে।
তো কি এসএমএস দিলাম।
আমি: হায়।
রাখি: হ্যালো।
আমি: কি কর ডিনার হইছে।
রাখি: হুম আপনার।
আমি: হে হইছে সরি তুমি করে বলে ফেললাম।
রাখি : না ঠিক আছে আপনি তো আমার বড়
তুমি করেই বলতে পারেন।
.
আমি: ওকে tnx আচ্ছা ওই পিক টা কার?
রাখি: কারো না এমনি ওইটা কেন লাইক হইছে
নাকি?
আমি: না মানে এমনি ওনেক সুন্দর তো তাই আর
কি বললাম।
রাখি: ও তাই ভালো তো।
আমি: তুমিও বুঝি অনেক সুন্দর?
.
রাখি: কে বললো আপনাকে আমি সুন্দর।
আমি: না মানে ওই মেয়েটা তো অনেক সুন্দর
তাই ভাবলাম সুন্দরি দের পছন্দ বুঝি সুন্দর হয়।
.
রাখি: ওহ তাই না। না আমি ততটা সুন্দর না
দেখতে।
আমি: সুন্দরি রা কি আর নিজেকে সুন্দরি বলে।
রাখি: ওহ তাই না ভাল।
আমি: হুম হতেই হবে।
এই ভাবে চলছিল আমার আর রাখির কথাবাত্রা।
ধিরে ধিরে রাখিও আমাকে তুমি বলে।
অনেক ভাল সম্পর্ক হইলো আমার আর রাখির।
প্রতিদিন চ্যাট হত। কিন্তু আমি রাখির পিক আজ
পর্যন্ত দেখি নাই।
রাখির সাথে আজ কথা বলি ৬মাস হলে।
কিন্তু পিক দেয়না।
.
রাখিফেসবুক এ নেই একটা এসএমএস দিয়ে
রাখলাম।
-- কই গো অনেক মিস করছি তোমাকে।
একটু পর রিপ্লে আসলো।
রাখি: কই আর থাকি বলনা কিছু ভাল
লাগেনাহ দেখোনা।
আমি: কি হইছে তোমার বলনা।
রাখি: আমার নাম্বারে কল দেও তো।
আমি: আচ্ছা দিতেছি।
কল দিলাম।
রাখি: হে আশিক
আমি: কি হইছে বল।
রাখি: আশিক সবাই আমাকে এতো propose
কেনো করে বল তো। আমি কতবার সবাই কে
বলছি আমি প্রেম করবনা তাও করে কি যে করি।
আমি: ওহ তাই বুঝি (হেসে)
রাখি: এই তুমি হাসো কেন জানো আমার
কান্না আসে।
আমি: তুমি যে অনেক সুন্দরি তাই সবাই
তোমাকে ভালবাসতে চায় আমার মতো।
রাখি: তোমার মত মানে।
আমি: আরে না।
.
রাখি: কাল থেকে দেখো আমি ইস্কুল এ ইয়া বড়
কালো লম্বা বোরখা পরে যাব তাইলে কেও
আমারে দেখবেও না আর ভালবাসতেও চাইবে
না(কান্না করে)
.
আমি: হুম তাই কর।
রাখি: ওকে রাখি আশিক পরে কথা হবে।
আমি: ওকে রাখো।
রাখি আসলে অনেক সুন্দর আমি জানি। আমি অর
পিক দেখি নাই কিন্তু ওর মন্টা অনেক সুন্দর।
রাখিরে আমি বলিনাই আমি তোমাকে
ভালবাসি। কেমনে বলবো। আমি তো রাখির
পিক দেখিনাই। না দেখে ভালবাসি বললে
রাখি কি মনে করবে।
.
তবে দেখিনাই তো কি তবুও আমি রাখির
প্রেমে পরে গেছি। আমি কল্পনায় রাখিকে
রাজকুমারি বলে জানি। আর মেয়েটা অনেক
সুন্দরি হবে।
পিক চাইলে বলে আশিক আমার ফোন হতে পিক
দেওয়া যায় না।না কিছু তেই পিক দিতে
রাজি নাহ। বলে তুমি আমার সামনে এসে
আমাকে দেখো রাজশাহী আসো তারপর
আমাকে দেখো। আমিও কিছু বলিনা।
কিন্তু কল্পনার পরি বানিয়ে আমি রাখি কে
না দেখে অন্ধের মত ভালবাসি রাখি জানে
কিন্তু ওই কিছু বলেনা। আমিও বুঝতে পারিনা
রাখি আমাকে ভালবাসে কিনা। কিন্তু
অনেক কথা বলে ফেসবুক এ আমার সাথে।কিন্তু
আমি বুজিনা আমাকে রাখি ভালবাসে
কিনা। আমার তো অনেক পিক দেখছে রাখি।
আমি দেখিনাই রাখিকে কেমনে বলব রাখি I
love you.
.
কিন্তু রাখির সাথে একটা মুহুর্ত সময় কথা না
বললে আমার ভাল লাগেনা।
আজ ১ বছর হলে রাখির সাথে কথা বলি। অন্ধের
মত ভালবাসি ওরে।
ফেসবুক এ যাই শুধু রাখির জন্য।
.
আজ দুই দিন পর রাতে ফেসবুক এ আসলাম। রাখি
লাইন এই ছিলো।
রাখি: কি কর গো ভুলেই গেছো।
আমি: কি বলো এই সব ভুলবো কেন। কি কর?
রাখি: এই তো পদ্মার পারে বসে আছি।
আমি: ওই খানে কি কর রাতে হে।
রাখি: আব্বু মাছ মারতে গেছে আমি আর আম্মু
বসে আছি।
.
আমি: আব্বু আম্মু ভাল আছে?
রাখি: হুমম ভাল আছে। তুমি কেমন আছো গো।
আমি: হুম ভাল আছি।রাখি শাশুরির হাতের মাছ
রান্না যদি খেতে পারতাম।
রাখি: ওই ওই মাথা ফাটাবোহ বুজছো শাশুড়ি
তাইনাহ।
আমি: হুম শাশুড়ি তো।
রাখি: হুম ভাল আচ্ছা রাজশাহী আসো
শাশুরির হাতের রান্না খাইয়া যাই ও।
আমি: হুম যাবো তো। রাখি ১৯ তারিখ না
আমাদের কলেজ হতে পিকনিক যাবে
রাজশাহী তে।দেখা করবা।
রাখি অবশ্য আমাকে আগেই রাজশাহী যাই
তে বলছিল কিন্তু আমি জাইনাই।
রাখি: ও সত্যি ওকে আসো দেখা করবো। আর
তোমার শাশুরির হাতের পদ্মার ইলিশ রান্না
খাওয়াবো।
আমি: ঠিক আছে কল দিবো আমি ওই খানে
গিয়ে।
রাখি: ওকে।
আজ কেবল ১৫ তারিখ। পিকনিক এ যাইতে হবে
কাছে টাকা নেই কি যে করি ভাল লাগছে
নাহ।
অনেক সমস্যা থাকা সরতেও একটি বার দেখবো
বলে চলে গেলাম পিকনিক এ। এর ভিতর আর
রাখি কে কল দেই নাই। কারন রাখির ssc Exam
চলছিল।
তাই কল দেই নাই। পিকনিক এ যাইতে বাসের
ভিতর রাখি কে কল দিলাম।
.
কিন্তু কল ধরলো না। কয়েক বার কল দিলাম তাও
কল ধরলো না। সকাল ১২ টায় গিয়ে রাজশাহী
পৌছালাম। ১ টার দিক দেখি রাখি কল
দিলো।
রাখি: হ্যালো।
আমি: রাখি আমি রাজশাহী চলে আইছি।
রাখি: এই সত্যি তুমি রাজশাহী চলে আইছো।
.
আমি: হুম।
রাখি: আমাকে এক দিন আগে বলে রাখো নাই
কেন।
আমি: আসলে বলিনাই কেন যে।
রাখি: আমি ভাবছিলাম ফান করছো তাই আমি
আর যোগাযোগ করিনাই। রাজশাহী কোথায়
তুমি।
আমি: এস এম কামরুজ্জামান চিড়াখানায় আমি
আছি তুমি কি আসতে পারবা।
.
রাখি: আমি যেতে পারবো না। আমার কোন
সিস্টেম নাই।
আমি: তোমার বাড়ি এখান থেকে কতদূর।
রাখি: বেশি দূর না ১০ টাকা ভাড়া লাগে।
আমি: তাইলে আসো তুমি একটি বার দেখবো
বলে এতো দূর আমি চলে আইছি শুধু তোমাকে
দেখার জন্য।
.
রাখি: আমি পারবো নাহ।
আমি: রাখি পিলিচ।
রাখি:আচ্ছা আমি দেখি কি করা যায় পরে
জানাচ্ছি।
ফোনটা কেটে দিলো। আমার খুব খারাপ
লাগছিলো। আর আমারি ভুল যদি রাখি কে
আগে জানাইয়া রাখতাম।
রাখি কে শুধু ফোনের ওপর ফোন দিচ্ছি।
রাখি আসো জাস্ট ৫টা মিনিট থেকে যাও।
রাখি: আচ্ছা কতখন থাকবা ওই খানে।
আমি: বিকাল ৪টা পর্যন্ত তার পর বের হয়ে
আমরা রাজশাহী কলেজ মাঠ এ যাব বিজ্ঞান
মেলাতে।
রাখি: আমার প্রব্লেম আছে আশিক আমি ৫টার
আগে বের হতে পারবো নাহ। আচ্ছা কলেজ
মাঠে কত খন থাকবা?
আমি: ২ঘণ্টার মত থাকবো হয়তো।
রাখি: ঠিক আছে এই খানে দেখা করব।
আমি: আচ্ছা ঠিক আছে রাখলাম।
আসলে আমি সিউর ছিলাম না কলেজ মাঠে
গিয়ে কতখন থাকবে।
একটু পর আবার কল দিলাম।
রাখি তুমি এই পার্ক এ আসো জানিনা কলেজ
মাঠে কখন যায় নাহ যায়।
রাখি: আশিক আমার ওই জায়গায় যাওয়া
যাবে না।ওই খানে আমার ভাই আছে আর
চেনা অনেকে আছে। ইস তুমি যদি আমাকে
আগে জানাইয়া রাখতা একদিন আমি ভাবছি
ফান। তুমি পার্ক হতে বের হয়ে সাহেব বাজার
আশো আশিক আমি আসতেছি।
আমি: না রাখি বের হওয়া যাবেনা একটু পর
খাইতে দিবে ছ্যার রা না পাইলে অনেক
প্রব্লেম হবে। আচ্ছা ঠিক আছে কলেজ মাঠে
দেখা হবে।
রাখি: ওকে আশো।
আমি: সাড়ে ৫টার দিক কল দিবো তুমি বের
হইও।
রাখি: ওকে।
রান্না বাড়ি হতে হতে ৫:৪০টা বেজে
গেলো।
গারিতে উঠে রাখিকে কল দিলাম।
-রাখি কই তুমি?
রাখি: তোমার মাথার ওপর।
আমি: এখন তুমি বের হও।
রাখি: ঠিক আছে। সাথে আমার ভাগ্নি যাবে
ওই দেখবে তোমাকে।
.
আমি: ওকে নিয়ে আসো।
না বাছ ছাড়ছে না। ৬টা বেজে গেলো।
--রাখি কই তুমি
রাখি: কলেজ মাঠে আছি তুমি আসো।
আমি: রাখি এই দেখো বাস কলেজ গেট এর
সামনে দারাইছে কই তুমি।
.
.
রাখি: আশিক আমি ফুল কিনতে আইছি। দারাও
আমি আসতেছি।
আমি: ওকে।
বাস থেকে নামলাম। কিন্তু দেখি কেও
নামছে নাহ।
হঠাৎ জানতে পারলাম এই জায়গায় নাকি বাস
বেশি খন থাকবে না। মেলায় আমাদের লোক
ছিল বাসে তুলে নিয়ে বাস ছেড়ে দিবে।
এই কথা শুনে আমার অবস্থা খারাপ কি বলে
রাখিকে ফোন দিলাম।
_রাখি বাস নাকি এই জায়গায় বেশি খন
থাকবে না। কই তুমি গেটে আসো।
.
রাখি: কি বল তুমি বল্লা দুই ঘন্টা থাকবে।
আমি: আমি বুঝছিনা থাকার কথা তো ছিল।
তুমি গেটে আসো।
রাখি: ওকে আমি আসতেছি।
সবাই বাসের ভিতর আর আমি একা বাসের
সামনে নিচে দারাইয়া আছি।
স্যার ডাকছে আশিক নিচে কেন ভিতরে
আসো।
তাও আমি দারায়া আছি আর রাখির সাথে
কথা বলছি।
.
রাখি বাস এখন ছেড়ে দিবে আমি এতোদূর
আসলাম একটি বার দেখবো তোমায় বলে
পারলামনা।বলতে বলতে আমি কখন কেদে
ফেলেছি জানিনা।
আমি বাসে উঠে গেলাম রাখি আমি দেখতে
পারলামনা তোমায়।
রাখি: এই কাঁদো কেন মন খারাপ করনা আচ্ছা
তুমি যাও আমি ফেসবুক এ পিক দিয়ে
দিবোনে।
আমি: তুমি কই রাখি(কান্না)
রাখি: আমি গেটে।
.
আমি: দেখো বাস যাচ্ছে দেখা যায়।
রাখি: হুম আশিক আমি বাস দেখছি।
আমি: দেখো আমি হাত বের করছি দেখা যায়।
রাখি: না দেখা যায় নাহ।
অল্পের চাইতে দেখতে পারলামনা আমার
জান পাখি কে এতো টা কষ্ট হচ্ছিল জেনো
প্রাণ টা বের হয়ে যাবে।
_আমি: রাখি বাস নাকি সামনে পদ্মার পারে
কিছুখন দারাবে তুমি একটা রিক্সা নিয়ে
পিছু পিছু আসো।
রাখি: আশিক আমি কেমনে বুঝবো কোন
জায়গায় বাস দাঁড়াবে। তুমি নেমে আমাকে
ফোন দাও।আমি দেখি যেতে পারিকিনা।
আমি: হুম ফোন কেটো না। কথা বল।
আমি বার বার পাগলের মত বলছিলাম রাখি
তুমি রিক্সা নিয়ে পিছু পিছু আসো। রাখি কে
বললাম আচ্ছা তুমি বাসায় যাও মেয়ে মানুষ
এতো রাত হইছে আসতে হবেনা। ৬:৩৫ বাজে।
রাখি: ঠিক আছে আশিক যাও তুমি।
.
বাস গিয়ে দারালো পদ্মার পারে। একজন কে
বললাম ভাই এই জায়গার নাম কি। সে বললো
ভাই এই টা তালাই মারি শহিদ মিনার।
স্যাররা সময় দিছে ১০ মিনিট।
রাখি কে আবার ফোন দিলাম।
_রাখি আমি তালাই মারি শহিদ মিনারে
দাড়িয়ে আছি ১০ মিনিট থাকবো তুমি আসতে
পারলে আসো।।
রাখি: ইস ওই খানেই তো আমার বাসা। দারাও
আমি আস্তেছি।
আমি: কতখন লাগবে আসতে।
রাখি: ৫মিনিট বাবু।
কিছু খন যেতে জেতেই সবাই গারিতে উঠে
পড়লো।
রাখি আর কতখন লাগবে।
রাখি: এক মিনিট আমি বাইক এ আসতেছি।
বাস এখন ছেরে দিবে। এমন অবস্থা স্যার দের ও
বলা যাবেনা প্রব্লেম হবে।
রাখি: কই তুমি?
আমি: দেখো বাস এই উপরের দিকে দারায়
আছে।
.
রাখি: কই আমি দেখতে পারছিনা তো।
আমি: উপরে আসো।বাস দেখছো কি।আমি হাত
বের করছি দেখছো কি।
রাখি: হ্যা বাস দেখছি। কই তুমি।
আমি: এই যে দেখো হাত।
আমার এই অবস্থা এতো চিল্লাচিল্লি দেখে
সবাই তাকাই আছে।
রাখি: হ্যা আমি দেখছি।
বাস ছেড়ে দিলো।
হাল্কা আধার রে আমার পরি কে ভাল ভাবে
দেখা যাচ্ছিল না।
পদ্মার পারে দারিয়ে ছিল আমার জান
পাখি। আমি জানালা দিয়ে হাত দিয়ে টা
টা দিতেছিলাম। আর রাখিও দেতেছিল।
সবাই চিৎকার করে উঠছিল।আমি জেনো চাতক
এর মত মেঘ এর আশায় চেয়েছিলাম রাখির
দিকে।
.
খুব কষ্ট হচ্ছিল আমি আমার পরির সামনে গিয়ে
দাড়াতে পারলামনা।
দেখেও দেখতে পারলামনা আমার পরিকে...
.
.
.
.
ভাল করে বালবাসায় হলনা ভাল করে কাছে
যেতে পারলামনা।
.
.
.
লেখক আইডি: Ashikur Rahman

⧍āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ: