āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ā§§ā§­ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§Ž

4863

সবাই উপড়ি খায়; পুলিশ খায়, উকিল খায়, ব্যবসায়ীরাও খেতে শুরু করেছে।-
দীর্ঘশ্বাস ফেলে কথাটি সাংবাদিক রোকন তার বন্ধু দীপুকে বলল। দীপু তা শোনার পর ফ্যালফ্যাল করে চেয়ে রইল রোকনের দিকে। মনে হচ্ছে কথাটা তার বোধগম্য হয়নি। তাই জিজ্ঞেস করল তাকে,
"তুই সাংবাদিক,  তুইও পারিস এদের মুখোশটা  সমাজের সামনে টেনে এনে প্রকাশ করতে। কিরে পারবি না?"
দীপুর কথায় লজ্জায় পড়ে গেল রোকন। আমতা আমতা করে বন্ধুর উত্তরে বলল, "ইয়ে মানে...আমিও বাড়তি উপড়ি পাই।"
.........
আহ! উপড়ি, তুমি ছাড়া দু'দিন পর আর কেউ চলতে পারবে না। 😊😊

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ