āĻŽāĻ™্āĻ—āϞāĻŦাāϰ, ā§§ā§­ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļā§§ā§Ž

4854

একদিন
ক্লাসের ম্যাডামকে বলেছিলাম,
- i love you mam..
- (ঠাসস)
অসভ্য ছেলে দিনদিন এসব শিখছ?
যাও ক্লাস থেকে বের হও
»পরে ম্যাডাম
আমাকে পরিক্ষায় কম নাম্বার দিয়েছিলো
*
»পরে হেড স্যারকে গিয়ে বল্লাম,
- i love u sir
- shut up..
পরবতীতে এরকম ভুল করলে
তোমার বাবার কাছে নালিশ দেবো
**
»ক্লাসের এক ছাত্রীকে বললাম,
- i love u
- স্যারকে বলছি দাড়া
*
»হেড স্যার বলল,
- তোর ব্যবস্থা করছি দাড়া
»পরে স্যার আমাকে টি.সি দিয়ে
স্কুল থেকে বের করে দিলো
**
»বাসায় এসে
বড় ভাইকে বললাম,
- i love u ভাইয়া
- ভাইকে পটিয়ে,
নিশ্চয় নতুন শাট কিনে নেয়ার ধান্দা করছিস?
যা ভাগ
**
»বোনকে বল্লাম,
- i love u আপু
- তোর শাট প্যান্ট কাচা ধোয়ার টাইম আমার
হাতে নেই..
**
»চাচাতো বোনকে গিয়ে বললাম,
- i love u জরিনা
- কুত্তা,
স্কুল থেকে বের করে দিয়েছে তবুও লজ্জা
হয়নি?
এবার তোর বাড়ি ছাড়ার শখ হয়েছে?
সামনে থেকে না গেলে
আংকেল কে বলব..
যা ভাগ
**
»বাবাকে গিয়ে বল্লাম,
- i love u আব্বু
- পকেটে এখন টাকা নেই
যা তো
***
«»মনটা খারাপ হয়ে গেলো,
কেউই আমার ভালবাসার মূল্য দিলনা?
*
»সব শেষে
মায়ের কাছে গিয়ে বল্লাম,
মা তখন রান্না করছিল,
মায়ের গলা জড়িয়ে ধরে বল্লাম,
- i love u আম্মু
»মা হেসে বলল
- দুষ্ট ছেলে,
যা এবার হাত মুখ ধুয়ে খেতে আয়।
»খাবার টেবিলে
গিয়ে দেখলাম অনেক মজার মজার খাবার..
»মাকে বল্লাম,
- মা এত খাবার কার জন্যে?
- যে আমাকে i love u বলেছে
তার জন্যে..
*
»খুশিতে আমার চোখে জল এসে গেলো..
মাকে জড়িয়ে ধরলাম
*
»পরে ভাবলাম,
মায়ের ভালবাসার কোনো তুলনা হয়না
»মায়ের ভালবাসাই নিঃস্বাথ ভালবাসা...
*
I Love my mother very much...

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ