#অভ্যাস!!
লেখা: শেখ আলী (আফরান)
অভ্যাস এমন একটা জিনিস, যা চাইলেই বর্জন করা সম্ভব নয়!
এই তো আমার গ্রামের এক দাদুর কথা বলি,
সবসময় দেখে এসেছি,উনি বসা থাকা অবস্থায় হাত দিয়ে ঝাপটি মেড়ে মাছি ধরে ফেলতেন।
কিন্তু সমস্যা মাছি মাড়তে নয়,সমস্যা এইটা যে,
তারপরের কাহিনীর!
উনি মাছি মেড়ে হাত দিয়ে ভাল করে সব আঙ্গুল দিয়ে একেবারে এর অস্থিত্ব শেষ করে, সেটার গন্ধ নাকে শুঁকেন। 😃
এ কেমন অভ্যাস তা আমি নিজেও জানি না।
তবুও যদি খাবারের সময় সাবান দিয়ে ভাল করে হাত ধুতেন তো।😫
আমি তো সরাসরি থাকে বলেই ফেলেছিলাম এই রহস্য উন্মোচন করার জন্য। উনি একটাই কথা বলেছিলেন,
এটা না কি অভ্যাস হয়ে গেছে। 😭😭
এই দাদুর আরো একটা অভ্যাস, যা আমাকে অবাক করে ফেলে।
উনি যখন চেয়ারে বসেন তখন পা দুটো চেয়ারের মধ্যে তুলে বসেন।আর হঠাৎ বায়ু দূষণ করেই উনি আবার
স্বাভাবিক ভাবে বসে পড়েন।😲
আমি জানি না,এটা কিরকমের অভ্যাস। 😫
যা শুনে ইচ্ছে করতেছিল কচু গাছে রশি বেধে আত্নহত্যা করি।😆😆
কিন্তু সবার কপালে তো আর সব শয়না,তারজন্য কচু গাছে ও আমার সাথে বেইমানী করল।
রশি কচু গাছে বেধে গলায় লাগিয়ে আছি,কিন্তু মরতে পারছি না।😱😱
সেদিন হঠাৎ করেই এক বন্ধুর সাথে দেখা,
দেখি শালায় মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলেই যাচ্ছে। একটা ফোন শেষ হতেই আরেকজনের সাথে কথা। আমি বলেছিলাম পারস কিভাবে?
আমায় বলেছি, কথা বলতে বলতে না কি অভ্যাস হয়ে গেছে।এ কেমন অভ্যাস।😒
ইচ্ছে করছিল মাথায় একটা বাড়ি দিয়ে কই,,
শালা খালি মাঠে বল দিয়ে দৌড়াচ্ছি, পারলে আমাকে
একটা দে??😖😖 শালায় কয়,মুড়ি খাইতে।
এ কেমন অভ্যাস। আর বলতে ইচ্ছে করছে না।
....সমাপ্তি।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ